ভোটার আইডি কার্ড চেক ও আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
বর্তমানে নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও Voter ID Card Check করা যাচ্ছে। যারা বিগত দিনে নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন তারা কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করবেন এই নিয়ে বিস্তারিত।
আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card check bangladesh bd
আপনার কি 18 বছর হয়েছে? আপনি আপনি কি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে আপনার নাম লিখিয়েছিলেন? তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড হয়েছে কিনা সেটা চেক করার প্রয়োজন
এমনিতেও ভোটার আইডি কার্ড আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। শুধু ভোট দেওয়ার ক্ষেত্রেই নয় বরং ভোটার আইডি কার্ডের ব্যবহার রয়েছে সর্বত্র। নিচের নিয়ম অনুযায়ী আপনি ভোটার আইডি কার্ড চেক এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এই পোস্টের সার সংক্ষেপ
ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড চেক করার জন্য ভিজিট করুন https://ldtax.gov.bd/citizen/register এই লিংকে। এরপরে মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করুন। সর্বশেষ “পরবতী” বাটনে ক্লিক করুন করলে ভোটার আইডি কার্ড দেখা যাবে।
প্রথমে এই লিঙ্ক ( ভুমি উন্নয়ন কর রেজিষ্টার ) এ ক্লিক করুন। এর পরে নিচর মতো একটি ওয়েবপেজ দেখতে পাবেন। এই একটি মাত্র ওয়েবসাইট রয়েছে বর্তমানে যেদি দিয়ে ভোটার আইডি চেক করা যাবে। কেননা nidw বা নির্বাচন কমিশন ওফিসিয়াল ওয়েবসাইট ভোটার তথ্য সার্ভিসটি বর্তমানে বন্ধ আছে।
- এখানে প্রথমে যেকোন একটি মোবাইল নম্বর দিন।
- জাতীয় পরিচয়পত্র এর ঘরে আপনার সঠিক আইডি কার্ড নাম্বারটি দিবেন৷ ভোটার স্লিপ থাকলে সেটি দিয়ে এসএমএসের মাধ্যমে আইডি কার্ড নাম্বার বের করতে পারবেন , তা নিচে বলা হয়ছে।
- এরপরে আপনার জন্ম তারিখটি প্রদান করুন
- সব শেষ এ “পরবর্তী পদক্ষেপ ” এ ক্লিক করলে আপনার আইডি কার্ডের ছবিসহ নাম এবং ডিটেইলস জানতে পারবেন
শুধুমাত্র ভোটার আইডি নাম্বার দিয়ে আপনিই সাধারণভাবে যেকোনো কাজ চালিয়ে যেতে পারবেন। যেমন সিম রেজিস্ট্রেশন , বিকাশ একাউন্ট খোলা সহ বিভিন্ন প্রয়োজন মূলক কাজ। অফিশিয়াল কোন কাজের জন্য আইডি কার্ড ব্যবহার করতে হলে আপনার আইডি কার্ডের অনলাইন কপি অথবা মূলকপি প্রয়োজন পড়বে। ভোটার স্লিপ থাকলে যেভাবে বর্তমানে ভোটার আইডি কার্ড নাম্বার বের করবেন তা জানতে নিচের স্টেপটি ফলো করুন
ভোটার আইডি কার্ড চেক ভোটার আইডি কার্ড তথ্য দেখার সিস্টেম টি নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd সাময়িকভাবে বন্ধ হয়েছে। তাই এই সময়ে আপনারা উক্ত ওয়েবসাইটে আইডি কার্ড চেক করতে পারবেন না। বিকল্প পদ্ধতিতে ভুমি উন্নয়ন কর রেজিস্ট্রার ওয়েবসাইটে ভোটার তথ্য জানতে পারবেন৷ এছাড়া এসএমএসের মাধ্যমেও ভোটার আইডি চেক করা যাবে। যাদের কাছে ভোটার স্লিপ নম্বর রয়েছে তারা স্লিপ নাম্বার দিয়ে ওয়েব সাইটে রেজিস্টার প্রক্রিয়ার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন
আরো পরুনঃ স্মার্ট কার্ড চেক করার নিয়ম
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন।
উদাহরনঃ NID 12345678 01-01-2001
ফিরতি মেসেজে আপনার ভোটার আইডি কার্ড এর তথ্য জানিয়ে দেয়া হবে
বর্তমানে ভোটার আইডি কার্ড নাম্বার জানার এটিই একমাত্র পদ্ধতি।
ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে হলে NIDW পোর্টালে গিয়ে আপনার আইডি কার্ড নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিবেন। এরপরে লগ ইন করে ডাউনলোড এ ক্লিক করুন, আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।
রেজিস্টার করার নিয়ম
ভোটার তথ্য একাউন্ট রেজিস্টার করতে হলে সর্বপ্রথম আপনাকে এই লিংকে ( NID Application System ) ক্লিক করতে হবে। এরপরে নিচের মত একটি ওয়েব পেজ দেখতে পারবেন। এর পরে প্রথম ছবি থেকে ” রেজিস্টার করুন” লেখায় ক্লিক করলে ২য় ছবির মত আরেকটি পেজ দেখতে পাবেন।
প্রথমত
- এখানে ২য় ছবিতে একাউন্ট রেজিস্টার পেজ চলে আসবে । তার পরেঃ
- জাতীয় পরিচয় পত্র নাম্বার এর ঘরে আপনার আইডি কার্ডএর ১০/১৩ বা ১৭ সংখ্যার নাম্বার টি দিবেন।
আপনি চাইলে আপনার ফরম নাম্বার দিয়েও আইডি কার্ড ডাউনলোড করতে পারেন । আপনার ভোটার স্লিপ যদি ৯ সংখ্যার হয় তাহলে উক্ত ৯ সংখ্যার পূর্বে NIDFN যোগ করতে হবে। যেমন ফর্ম নাম্বার যদি হয় 123456789 তাহলে ওখানে বসাতে হবে NIDFN123456789
- জন্ম তারিখ এর ঘরে আপনার সঠিক জন্ম তারিখ দিবেন
- প্রদত্ত ক্যাপচা পুরন করে দিবেন
- সাবমিট এ ক্লিক করবেন।
২য় ত
উপরোক্ত তথ্যাদি সঠিক থাকলে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হতে পারে। ভেরিফিকেশন প্রক্রিয়াটি করার জন্য আপনাকে নিচের মত একটি বারকোড দেখানো হবে। উক্ত QR কটি আপনি গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে নিবন্ধিত ভোটার আইডি কার্ডের ব্যক্তির মুখমন্ডল স্ক্যান করে নিবেন।
৩য় ত
সাবমিট করার পরে আপনার ভোটার তথ্য হালনাগাদ করার সময় যেই মোবাইল নাম্বার টি দিয়ে ছিলেন সেটি দেখাবে । এবং একটি কোড পাঠানো হবে সারবার থেকে। সঠিক OTP দেয়ার পরে একটা পাসওয়ার্ড সেট করতে বলা হবে। একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। এইখানে ভোটার তথ্য রেজিস্ট্রেশন কাজ শেষ।
আরো পডুনঃ আপনার NID দিয়ে কয়টই সিম রেজিস্ট্রেশ্ন হয়েছে তা দেখার নিয়ম
ডাউনলোড করার নিয়ম
ডাউনলোড করার জন্য উপরের লিঙ্কে ক্লিক করে একটু নিচে স্ক্রল করে যাবেন লগইন পেইযে। এখানে আপনার রেজিস্টার করা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
লগিন করার পর এরকম দেখবেন । এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে। সম্পূর্ণ ফাইল টি পাবেন PDF আকারে ।
আর পরুনঃ অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করার সম্পুরন প্রক্রিয়া
ভোটার আইডি কার্ড অনলাইন কপি
ভোটার আইডি কার্ড অনলাইন কপি হল যেকোনো প্রয়োজনে অথবা আইডি কার্ডের অনুপুস্থিতিতে ন্যাশনাল আইডি কার্ড এর ওয়েবসাইট থেকে ডাউনলোড কৃত প্রিন্ট কপি। এই অনলাইন কপি দি আপনি আসল ভোটার আইডি কার্ডের মত ব্যবহার করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করার প্রয়োজনীয়তা
আমাদের কে দেওয়া নির্দিষ্ট তারিখের মধ্যে আমরা যদি ভোটার আইডি কার্ড টি না পেয়ে থাকে হাতে তাহলে আমাদের ভোটার আইডি কার্ডটি অত্যধিক সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমাদের ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজন।
আমরা অনেক সময় আমাদের কাছে আমাদের মূল্যবান আইডি কার্ডটি রাখতে পারিনা। হঠাৎ কোনো প্রয়োজনে আমাদেরকে আইডি কার্ডের ব্যবহার করতে হয় আমরা নিজেদের বাসা থেকে অনেকটা দূরে থাকার কারণে আমাদের আইডি কার্ডটি নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু অনলাইন আইডি কার্ড চেক এবং ডাউনলোড করার মাধ্যমে আপনি পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
ভোটার আইডি কবে পাওয়া যায় হাতে
সাধারানত ভোটার তথ্য হালনাগাদ এর পর ২-৩ মাসের ভিতর কার্ড পাওয়া যায়, তবে এখন যেহেতু সবাই স্মার্ট কার্ড পাবেন তাই দেরি হতে পারে,পরবরতি আপডেট পেতে সাথেই থাকুন
ভোটার আইডি চেক করার নিয়ম আমরা অনেকেই জানি না৷ খুব সহয করে বলার জন্য ধন্যবাদ
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ও ধন্যবাদ
ধন্যবাদ
01601011760
আমার সাথে যোগাযোগ করুন।
আমার ভোটার স্লিপ নাই, কিভাবে ভোটার আইডি কার্ড পাবো
ভোটার স্লিপ না থাকলে ভোটার লিস্টে থাকা আপনার ভোটার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন
ভোটার আইডি রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড দিইনি, এখন আর লগইন করতে পারছিনা৷ কি করা য়ায়
সে ক্ষেত্রে উপজেলা নিরবাচন অফিসে গিয়ে দেখতে পারেন । আমরা আপডেট পেলে জানিয়ে দিব
সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ , আপনাকেও
Purono voter id card hariye gele kivabe download korbo
পুরনো আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করার জন্য ফি জনা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়
Nice
Thanks For Visit
NiD
আমি পাসওয়ার্ড ভুলে গেছি আবার নতুন করে কি পিডিএফ এর জন্য আবেদন করতে পারবো বলবেন দয়া করে
পাসওয়ার্ড ভুলে গেলে রেজিস্টার কৃত মোবাইল নাম্বার দিয়ে রিসেট করতে পারবেন। এর পরে প্রোফাইলে লগিন করে ভোটার আইডি কার্ড পুনরায় পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
আমার একটা নতুন এন আই ড়ি কাট করচি ছবি তুলচি পিনগার দিচি একনো এস এম এস আসে নাই তো এটা কি একন বের করা যাবে উপজেলা তেকে বলচে আপলুট করে দিচে
বারি গিয়ে ভোটার হালনাগাদে নতুন ভোটার নিবন্ধন হও্যার প্রায় ৬-৮ মাস পরে অনলাইনে ভোটার তথ্য পাওয়া যায়। তবে আপনাকে অবশ্যই ১৮ বছরের পূরন নাগরিক হতে হবে
ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
Hi আমার ছবিটা পালটাতে চাই
ছবি পাল্টাতে হলে আইডি কার্ড সংশোধন আবেদন করতে হবে , বিস্তারিত অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
assalamualaikum. ami 2019 e may mas e amader school e votar id card nibondon korar lok ace.tokohon ami kori.kintu tarpor ar kono update pai nai.akhon 2022 .amar nid card hoice kina ba holeo kivabe pabo aktu kindly bolben.ami apnar bola moto nid r number janar jonno messsage diyeci.kintu kono reply ace nai.akhon ami ki korte pari.
reply na pele voter slip number and date of birth diye nidw website e giye akti acacount korar try korun , jodi succesfully acount hoye jay tahole bujhben aponar id card ready, or aponar smart card status check korte paren , ei jonno google e smart card status check likhe search korun.
Bhai September er 24 tarik pic tulci akon o sms ashe nai,, onek ar ashse,
আপনার বয়ষ ১৮ পূর্ণ না হলে এসএমএস পাবেন না । এর পরেও যদি না পান তাহলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখতে পারেন। অথবা আপনার ভোটার স্লিপ দিয়ে একটি একাউন্ট রেজিষ্ট্রার করুন nidw এর ওয়েবসাইটে, তারপর প্রফাইলে দেখুন আপনার আইডি কার্ড হয়েছে কিনা
হ্যালো স্যার,
আসসালামু আলাইকুম, আমি ভোটার তালিকা হালানাগাগাদ 2022 এ ভোটের ছবি তুলেছি। আমার ভোটার হালানাগাদে ছবি তোলার তারিখ: 15/10/2022। আমি ভোটার ফরম পূরণ করার সময় আমাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয় । এই স্লিপ নম্বর এবং আমার জন্ম তারিখ দিয়ে অনলাইনে আমার ভোটার আইডি বের জন্য চেষ্টা করছি কিন্তু আমার ফরম নম্বর এবং জন্ম তারিখ ভুল দিয়েছেন এই লেখা আসে।আমি জানতে পারি, আমার সাথে যারা ভোটের ছবি তুলেছে অনেকেরই ১০৫ থেকে এসএমএস আসছে। সেই এসএম দিয়ে দিয়ে তারা অনলাইন থেকে ভোটার আইডি ডাউনলোড করেছে। কিন্তু আমার এখনো এসএমএস আসছে না।আমার স্লিপ নম্বর 14486xxx এবং জন্ম তারিখ: 20/03/2004 আমার এন আইডি কার্ডটি খুব জরুরী প্রয়োজন। আমার ভোটার আইডি যদি রেডি থাকে তাহলে তাদের মতো এসএমএস দিলে আমি খুবই উপকৃত হব।
আপনার জন্ম তারিখ, আর ফর্ম নম্বরে কোথাও ভুল আছে, যদি সঠিক থাকে আর যদি এসএমএস না এসে থাকে তাহলে কল করুন ১০৫ নম্বরে, বিস্তারিত বলুন কল সেন্টারে,
আসসালামুয়ালাইকুম স্যার,
আমি বিগত ২৩ সেপ্টেম্বর ২০২২ সালে দোয়ারাবাজার উপজেলা ৪ নং মাঁনারগাও ইউনিয়ন পরিষদে নতুন ভোটার তালিকায় ছবি উঠি কিন্তু একনও এসএমএস আসেনি। স্যার আমি একন নতুন ভোটার তালিকায় থেকে নিজের নাম প্রতাহার করতে চাই।
স্যার আসা করি আপনি আমার অনুরুধ টুকু রাখবেন।
স্যার আমার ফরম নাম্বারঃ 152xxxxxx
মাছুম আহমেদ হৃদয়
Masum Ahmed Ridoy
স্যার আমার জন্ম তারিখঃ০১-০৫-২০০২
ভোটার এসএমএস না পেলে অপেক্ষা করুন, অথবা কল।করুন ১০৫ নম্বরে৷ আমরা নির্বাচন কমিশন অফিসের কেউ না, আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেক্ট করে এখানে উপস্থাপনা করি। ধন্যবাদ।
স্যার বাংলাদেশের আইনের মধ্যে কি ২য় বার ভোটার তালিকায় যুক্ত হওয়া যায়
২য় বার ভোটার নিবন্ধন করা আইনত দণ্ডনীয় অপরাধ, এর কঠিন শাস্তি রয়েছে
Nid পেতে কত দিন লাগবে?
বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রমে যদি ভোটার আইডি কার্ড আবেদন করে থাকেন তাহলে আইডি কার্ড অনলাইনে আসতে পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে এক্ষেত্রে আপনার জন্ম তারিখ কত সেটা নির্ভর করবে। যদি উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড আবেদন করে থাকেন সেক্ষেত্রে আবেদন অনুমোদন হলে এক সপ্তাহের মধ্যে অনলাইনে আইডি কার্ডের কপি ডাউনলোড করা যায়। বর্তমানে সরকার যেহেতু সবাইক স্মার্ট কার্ড প্রদান করার চিন্তা ভাবনা করেছে সেহেতু নতুন ভোটারদের স্মার্ট কার্ড কবে প্রদান করা হবে এ বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন বিজ্ঞপ্তি প্রদান করেনি। আপনি চাইলে অনলাইন থেকে আপনার এন আইডি কার্ডটি সংগ্রহ করে সেটি প্রিন্ট করে সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন