মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম
বর্তমানে যোগাযোগের মাধ্যম হিসেবেই ইমু খুবই জনপ্রিয়। তবে ইমু একাউন্টের একটি অসুবিধা হলো, খুব সহজেই ইমু একাউন্টের মাধ্যমে আমাদের নাম্বার খুঁজে বের করা যায়। এই লেখাটিতে আমরা আলোচনা করব মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম সম্পর্কে।
যার ফলে ইমু থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে কেউ বিরক্ত করতে পারবে না। সাধারণত ইমু (imo) অ্যাকাউন্ট করার জন্য একটি সচল ও ব্যবহারযোগ্য মোবাইল নাম্বারের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারি না।
তাহলে ইমু থেকে আমাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে কুচক্রী লোকজন বিরক্ত করে। তাই আপনি যদি মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই লেখাটি সম্পূর্ণ দেখার জন্য বলা হলো। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।
মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম
মোবাইল নাম্বার ব্যতীত ইমু একাউন্ট খোলার জন্য Secure Messenger safeUM নামক একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই অ্যাপস থেকে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার প্রদান করা হবে, যেটি ব্যবহার করে ইমু একাউন্ট খুলতে পারবেন।
এবং উক্ত নাম্বার দিয়ে একাউন্ট করার ফলে অন্য কোন ইমু ব্যবহারকারীরা আপনার সঠিক নাম্বার বা পরিচয় জানতে পারবে না। এভাবে করে আপনি নিজের মোবাইল নাম্বার ছাড়া, খুব সহজেই একটি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে ইমু একাউন্ট খুলতে পারেন।
কিভাবে Secure Messenger safeUM অ্যাপস ব্যবহার করে আপনার নাম্বার ব্যতীত একটি ইমু একাউন্ট খুলতে পারেন, এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
- প্রথমে প্লে স্টোরে গিয়ে Secure Messenger safeUM লিখে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করুন। অথবা “Secure Messenger safeUM” এখানে ক্লিক করুন।
- অ্যাপসটি আপনার ডিভাইসে ইন্সটল করে ওপেন করুন।
- এরপরে যে সকল পারমিশন চাওয়া হবে সবগুলো Allow করে দিবেন।
- তারপরে Sign up new account / Create account বাটনে ক্লিক করে একটি একাউন্ট রেজিস্টার করে নিবেন।
- একাউন্ট রেজিস্টার করার সময় একটি সঠিক ইউজারনেম ও পাসওয়ার্ড দিবেন, যেগুলো সংগ্রহ করে রাখবেন।
- তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী চাইলে প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করতে পারেন, অথবা Try Free Trial বাটনে ক্লিক করে ফ্রি সুবিধা গুলো উপভোগ করতে পারেন।
- অ্যাপের রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার প্রদান করা হবে।
- ভার্চুয়াল নাম্বারটি কপি করে রাখুন অথবা লিখে রাখুন।
- তারপরে এই ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু অ্যাপস এ নতুন একটি একাউন্ট রেজিস্টার করুন।
মোবাইল নাম্বার ব্যতীত ইমু একাউন্ট খোলা সম্ভব নয়। ইমু একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার প্রদান করতে হবে। তবে আপনার বাংলাদেশি রেজিস্টারকৃত ফোন নাম্বার ব্যতীত, Secure Messenger safeUM অ্যাপসের ভার্চুয়াল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে পারেন।
যার ফলে কোন দুষ্টু লোকজন আপনার অরিজিনাল মোবাইল নাম্বার খুজে পাবেনা। এবং আপনাকে বিরক্ত করতে পারবে না। Secure Messenger safeUM আছে যারা ভার্চুয়াল নাম্বার প্রদান করে।
ব্যতীত, আরো অনেক ধরনের অ্যাপস আছে যারা ভার্চুয়াল নাম্বার প্রদান করে।
ইমু একাউন্ট খোলার নিয়ম
ভার্চুয়াল নাম্বার কিংবা সিম কোম্পানির রেজিস্টার কৃত নাম্বার দিয়ে ইমু একাউন্ট খোলার পদ্ধতি একই। চলুন সংক্ষিপ্ত আকারে জেনে নেই কিভাবে খুব সহজেই একটি ইমু একাউন্ট রেজিস্টার করতে পারবো।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইমু (IMO) এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপরে আপনার ডিভাইসে ইন্সটল করে নিন। এরপরে অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইসে ওপেন করুন এবং কোন পারমিশন চাইলে তা Allow করে দিবেন।
তারপরে Secure Messenger safeUM অ্যাপসের ভার্চুয়াল নাম্বারটি বসিয়ে পাশে থাকা নীল টিক মার্ক বাটনে ক্লিক করুন। এসএমএসের মাধ্যমে আপনার মোবাইল নাম্বার বা Secure Messenger safeUM অ্যাপসের টেম্পোরারি নাম্বারটি ভেরিফিকেশন হবে।
এরপরে আপনার পছন্দ অনুযায়ী ইমু একাউন্টের একটি নাম বাছাই করতে হবে। তারপরে আপনার পছন্দ অনুযায়ী একটি প্রোফাইল পিকচার বসিয়ে ৬-১০ সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবেন। হয়ে গেল আপনাদের ইমু একাউন্ট করা।
এই পদ্ধতিতে খুব সহজেই আপনারা একটি ইমো একাউন্ট রেজিস্টার করতে পারবেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে “ইমু একাউন্ট খোলার নিয়ম” এই লেখাটি দেখে খুব সহজেই একটি ইমু একাউন্ট তৈরি করতে পারেন বা খুলতে পারেন।
আমাদের শেষকথা
সম্মানিত পাঠ্যবৃন্দ আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি কিভাবে মোবাইল নাম্বার ছাড়া একটি ইমো একাউন্ট খোলা যায় তথা আপনার মোবাইল নাম্বার গোপন রেখে ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু একাউন্ট খুলবেন, এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।