এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান

এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান। সবার মত আপনিও পারবেন পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই চালাতে। জি  হ্যাঁ, আপনি হয়তো দেখে অবাক হবেন সেটা কিভাবে সম্ভব?  বর্তমানে এন্ড্রয়েড মোবাইলের নতুন ভার্সনগুলোতে কোন পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান।  এবং সেটা খুবই সিম্পল এবং সহজ মাধ্যমে। তো শিখুন এবং পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই কানেক্ট করুন।

কিন্তু আপনি এত চিন্তা করছেন কিভাবে ওয়াইফাই হ্যাক করে ওয়াইফাই চালানো যায়?  কিন্তু আজকে আমি ওয়াইফাই হ্যাক করার নিয়ম সম্পর্কে বলবো না।  কোন প্রকার ওয়াইফাই হ্যাক ছাড়াই ফ্রি wifi ব্যবহার করবেন সে বিষয়ে বলব।

এই পদ্ধতিতে তখনই কাজে দিবে যদি আপনার টার্গেট করা ওয়াইফাই রাউটারের wps ওপেন থাকে অথবা কারো মোবাইলে ওই ওয়াইফাই কানেকশন থাকলে।

Read More: ওয়াই ফাই পাসওয়ার্ড হ্যাক করার সফটও্যার 

QR কোড স্ক্যান করে যেকোন ওয়াইফাই চালান

যদি কারো ফোনে কোন ওয়াইফাই  কানেক্টেড থাকে আর তার মোবাইল যদি বর্তমান ভার্সনের হয় তাহলে তার মোবাইলের ওয়াইফাই অপশন থেকে সেটিং-এ গিয়ে শেয়ার অপশনটি সিলেক্ট করবেন এবং QR কোড জেনারেট করে আপনি স্ক্যান করে কোন পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই চালাতে পারবেন

এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান
এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান

 

  • প্রথমে মোবাইলের ওয়াইফাই সেটিং এ যান
  • এরপরে উক্ত ওয়াইফাই SSID সিলেক্ট করুন
  • পরবর্তীতে সেটিং এ প্রবেশ করুন
  • সেইখানে share নামক একটি অপশন পাবেন এবং শেয়ারের প্রবেশ করলে বারকোড  দেখতে পাবেন।
  • এর পরে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে যান 
  • Add Network এ চলে যান।
  • এরপরে Scan এ ক্লিক করুন
  • ওই মোবাইল থেকে QR কোডটি স্ক্যান করে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে ফেলুন।

Wps বাটনের মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই যেকোন ওয়াইফাই চালান

কোন কারণে যদি আপনি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যান অথবা পাসওয়ার্ড ছাড়াই  ওয়াইফাই কানেক্ট করতে চান তাহলে মোবাইলের ওয়াইফাই সেটিং থেকে Connect Via WPS অপশনটি বাছাই করুন। এরপরে 30 সেকেন্ড সময় দেওয়া হবে উক্ত সময়ে আপনি আপনার রাউটারের পেছনে থাকা Wps বাটনটি প্রেস করে রাখুন।  এর পরে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবেন।

এ প্রক্রিয়াটি একটু ভিন্ন কারণ এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে আপনাকে পুরাতন মডেলের এন্ড্রয়েড মোবাইল গুলো ব্যবহার করতে হবে। কারণ বর্তমান ভার্সনের মোবাইলগুলোতে Wps বাছাই করে কানেক্ট দেওয়ার কোনো সিস্টেম নেই। আর যদি আপনার কাংখিত রাউটার টিতে কোনক্রমে ডাব্লিউপিএস অপশন টি ডিজেবল থাকে তাহলে এই প্রক্রিয়াটি আপনার জন্য কাজ করবে না আপনি বরং প্রথম প্রক্রিয়াটির অবলম্বন করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *