ভোটার আইডি কার্ড রি ইস্যু করুন সহযেই – NID Card Re-Issue

আপনার অসতর্কতা কিংবা বেখেয়ালি করার কারণে আপনার ভোটার আইডি কার্ড যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড রি ইস্যু করতে হবে। কিভাবে রি ইস্যু আবেদন করবেন তার বিস্তারিত। 


আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি জাতীয় পরিচয় পত্র থাকা উচিত। কেননা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রে সর্বজনীন। চাকরির আবেদন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কোনো কিছু ক্রয়সহ বিভিন্ন নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। যদি কোনো কারণে এটি হারিয়ে যায়, তবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। তবে ভয়ের কিছু নেই, আপনি চাইলেই একটি আবেদন করার মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র রি ইস্যু করতে পারবেন।

বর্তমানে স্মার্ট কার্ড পুনরায় বিতরণ ও পুনঃ মুদ্রন বন্ধ রয়েছে। যদি আপনার স্মার্ট কার্ড টি হারিয়ে যায় সে ক্ষেত্রে যদি রি ইসু আবেদন করেন তাহলে পরবর্তীতে স্মার্ট কার্ড না পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে আপনাকে প্রিন্ট কপি প্রদান করা হবে

ভোটার আইডি কার্ড রি ইস্যু করার নিয়ম

ভোটার আইডি কার্ড ইস্যু করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে একটি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার আইডি রি-ইস্যুর আবেদন ফরম-৬ পূরণ করতে হবে।  তারপর বিকাশ কিংবা রকেট অ্যাপের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে, ফি পরিশোধের কপি এবং সাধারণ ডায়েরি তথা জিডির কপি আবেদন ফরম – ৬ এর সাথে সংযুক্ত করে (পিনআপ করে) সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জমা দিতে হবে।

ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়েছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে এই মর্মে একটি থানায় জিডি করতে হবে এবং যিনি কপি সংগ্রহ করতে হবে । সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে অফিসে গিয়ে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ জিডির কপি সাথে নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদন করলেও জিডির কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

অনলাইনে ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করার নিয়ম

প্রথমত এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অবশ্যই আপনার services.nidw.gov.bd ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট করার প্রক্রিয়া না জানা থাকলে ভোটার আইডি কার্ড ডাউনলোড পোস্টটি দেখুন। এই পোস্টে দেখানো নিয়ম অনুসারে একটি একাউন্ট করতে পারবেন। রি ইস্যু আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ঃ একাউন্ট লগ ইন ও রিইস্যু আবেদন

প্রথমে প্রোফাইলে লগইন করে নিন।  এর  পরে প্রোফাইল থেকে রি-ইস্যু” অপশনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড রি ইস্যু

রি ইসু লিংকে ক্লিক করার পর নতুন একটি পেইজে আপনাকে নিয়ে যাওয়া হবে এরপরে সেখান থেকে এডিট আইকনে ক্লিক করতে হবে। এরপরে আপনার বিস্তারিত কার্য সম্পাদন করতে হবে।

জাতীয় পরিচয় পত্র  রি ইস্যু

ধাপ ২ঃ আবেদনের কারণ ও জিডির তথ্য প্রদান

রি-ইস্যু অপশনের প্রবেশ করার পরে আপনাকে একটি সংশোধনী ফরম প্রদান করা হবে। এখান থেকে পুনঃ মুদ্রণের কারণ অর্থাৎ কি কারনে আপনি রি ইস্যু আবেদন করবেন সেটি উল্লেখ করে নিতে হবে , এরপরে জিডি নাম্বার, থানা, পুলিশ অফিসারের নাম ও নাম্বার, জিডির তারিখ সিলেক্ট করতে হবে।

জাতীয় পরিচয় পত্র  রি ইস্যু

জিডি পেপার অনুযায়ী এই তথ্যগুলো পূরণ করুন। থানায় জিডি করার পরে উক্ত অফিসারের নাম এবং নাম্বার সংগ্রহ করে আনবেন। সকল তথ্য প্রদান করা হলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ সংশোধন ফি প্রদান

এই ধাপ থেকে এনআইডি রি-ইস্যুর ফি জমা দিতে হবে , প্রথমে আবেদনের ধরন সিলেক্ট করুন।  এর পরে “রি-ইস্যু” সিলেক্ট করুন।

তারপর বিতরণের ধরন সিলেক্ট করতে হবে, যদি আপনারা রেগুলার বিতরণ চান তাহলে রেগুলার স্মার্টকার্ড সিলেক্ট করুন। যদি দ্রুত বিতরণ চান তাহলে আর্জেন্ট স্মার্ট কার্ড সিলেক্ট করুন। বিতরণের ধরন সিলেক্ট করার পরে উপরে রি-ইস্যুর ফি দেখা যাবে।

মোবাইল ব্যাংকিং বিকাশ কিংবা রকেটের মাধ্যমে এনআইডি নাম্বার দিয়ে টাকা ডিপোজিট করুন। Nidw অ্যাকাউন্টে টাকা জমা হলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। পেমেন্ট করার সময় অবশ্যই Duplicate Regular/argent বাছাই করে নিবেন।

রি-ইস্যু ফি

রি ইস্যুর ধরন ফি
সাধারণ ২৩০ টাকা
জরুরী ৩৪৫ টাকা

 

ধাপ ৪ঃ  কাগজপত্র দাখিল

এই ধাপে প্রবেশ করার পরে অটোমেটিক ভাবে ADMIT_CARD সিলেক্ট করা থাকতে পারে, এখানে ক্লিক করে GD সিলেক্ট করে দিবেন। এরপরে ডান কর্নারে থাকা “আপলোড” বাটনে ক্লিক করে স্ক্যান করা জিডির কপি আপলোড করে দিন। এবং পূর্বে যদি আপনার পুরাতন আইডি কার্ডের ফটোকপি থেকে থাকে তাহলে সেটি স্ক্যান করে আপলোড করে দিন। অথবা প্রমাণস্বরূপ যেকোনো একটি ডকুমেন্ট আপলোড করুন।

ভোটার আইডি কার্ড রি ইস্যু

যথাযথভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এরপরে হারানো ভোটার আইডি উত্তোলনের জন্য রি-ইস্যু আবেদন করতে “সাবমিট” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ নিশ্চিতকরণ

আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক থাকলে এবার নিশ্চিত করতে পারেন। এইজন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কিছু সময় অপেক্ষা করলে আবেদনটি সাবমিট হয়ে যাবে।

ভোটার আইডি কার্ড রি ইস্যু

ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন সাবমিট করার ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার নাম্বারে ১০৫ থেকে এসএমএস এর মাধ্যমে আইডি কার্ড সংক্রান্ত আপডেট জানানো হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *