অনলাইনে ভোটার তথ্য যাচাই করুন । NID Details BD

কিভাবে অনলাইনে ভোটার তথ্য যাচাই করবেন বা nid details bd বের করবেন মাত্র ২ মিনিটে জানতে হলে এই পোস্টটি বিস্তারিত পড়ুন। এই পোস্টের মূল বিষয় হলো ভোটার তথ্য nid service

ভোটার তথ্য যাচাই


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন ভোটার নিবন্ধন হয়েছেন। আবার অনেকে আছেন কোন কর্মক্ষেত্রে বা প্রয়োজন ক্ষেত্রে কারো ভোটার আইডি কার্ড সংগ্রহ করেছেন কাউকে নিজস্ব বাড়ি ভাড়া দিতে বা চাকরিতে নিয়োগ দিতে। তাদের কাছ থেকে সংগৃহীত আইডি কার্ড টি সঠিক কিনা এটি জানতে হলে অবশ্যই ভোটার তথ্য যাচাই করতে হবে।

এছাড়াও নতুন নিবন্ধনের ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয়পত্র অনলাইনে এসেছে কিনা এটা জানার জন্য ভোটার তথ্য অনুসন্ধান করা উচিত। 

ভোটার তথ্য যাচাই করার নিয়ম

ভোটার তথ্য nid service পদ্ধতিটি পূর্বে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চালু থাকলেও বর্তমানে সেটি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে। তবে বিকল্প পদ্ধতিতে আমরা ভিন্ন সার্ভার ব্যবহার করে ভোটার তথ্য যাচাই করতে পারব। এছাড়াও এসএমএসের মাধ্যমে nid details bd জানতে পারবো।

Time needed: 2 minutes

নিচে দেখানো পদ্ধতিতেই আপনারা ফরম বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন না। তবে আইডি কার্ড নাম্বার দিয়ে করতে পারবেন। চলুন বিস্তারিত জানি।

  1. ভূমি কর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন

    যেহেতু ভোটার তথ্য nid service এই সুবিধাটি বর্তমানে বন্ধ রয়েছে তাই বিকল্প পদ্ধতিতে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এনআইডি নাম্বার দিয়ে ভোটার তথ্য অনুসন্ধান করতে পারব। তুমি কর মন্ত্রণালয়ের ওয়েবসাইট – ক্লিক 

    ভোটার তথ্য যাচাই

  2. প্রয়োজনীয় তথ্য পূরণ করুন

    ভোটার তথ্য জানার জন্য ভূমি কর মন্ত্রণালয়ের ওয়েবসাইট https://ldtax.gov.bd/citizen/register ভিজিট করে প্রথমে আপনার মোবাইল নাম্বার এরপরে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে “ পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করুন।

    জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

  3. NID Details BD বা ভোটার তথ্য দেখুন

    সঠিকভাবে ভূমি কর মন্ত্রণালয়ের নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নাম ও ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। নিচে ওয়েব পেজ এর মত দেখতে পাবেন আপনার ভোটার তথ্য।

    জাতীয় পরিচয় পত্র যাচাই


কিভাবে ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে হয় তা জানার জন্য  ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম দেখতে পারেন

আপনি যদি এর থেকে সহজ মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান বা যাচাই করতে চান তাহলে এসএমএস এর মাধ্যমে আপনার 10 সংখ্যার স্মার্ট কার্ডের তথ্য জানতে পারবেন 105 এ SMS করার মাধ্যমে।

আপনি কয়েকদিন আগে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পানি অথবা ভোটার আইডি কার্ডের তথ্য জানতে পারেননি এরকম হলে নিচের পদ্ধতি অনুসরণ করুন। 

এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্য যাচাই

যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি তারা ভোটার তথ্য যাচাই করার জন্য SC স্পেস F স্পেস ভোটার নিবন্ধন স্লিপ এরাট সংখ্যার নাম্বার স্পেস D স্পেস জন্মতারিখ লিখে পাঠিয়ে দিন 105 নম্বরে।

উদাহরণ SC <space> F <space> xlxxxxxx <space> D <space> YY-MM-DD

এসএমএসের মাধ্যমে ভোটার তথ্য দেখুন

উপরোক্ত ফরমেটের আপনি যখন এসএমএস সেন্ড করবেন আপনার তথ্য যদি সঠিক থাকে ভোটার ফরম স্লিপ যদি ঠিক থাকে তাহলে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার ভোটার তথ্য জানতে পারবেন আশা করি। এসএমএস সিন করার পূর্বে অবশ্যই আপনার মোবাইলের যথেষ্ট ব্যালেন্স থাকা দরকার।

ভোটার আইডি কার্ড রিলেটেড পোস্ট

Similar Posts

5 Comments

  1. আমার পুরাতন এনআইডি লাগবে কিভাবে পাবো।

    1. পুরাতন এনআইডি ডাউনলোড করতে nidw তে উক্ত আইডি নাম্বার দিয়ে একাউন্ট খুলে সেখানে হারানো আইডি বাবাদ ফি প্রদান করে আবেদন করতে হবে৷ ফি প্রদান করার ৩০ মিনিট পরে পুরনো আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন৷ সহজে কাজটি ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে করতে পারবেন, অথবা নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে চল যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *