ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম

বর্তমানে হর হামেশাই ভুয়া ডাক্তার দেখা যায়। কোন প্রকার মেডিকেল দক্ষতা ছাড়াই ভুয়া সনদ দিয়ে বিভিন্ন জায়গায় ডাক্তারি করছেন অনেক অবৈধ ব্যক্তি। তবে আপনি তাদের কিভাবে চিনবেন? ভুয়া ডাক্তার চেনার একমাত্র উপায় হল ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করে তার আসল পরিচয় খুঁজে বের করা। আমরা জানি প্রত্যেকটা ডাক্তারের একটা ডাক্তারি লাইসেন্স থাকে। যে লাইসেন্স এর মাধ্যমে একজন ডাক্তার ডাক্তারি সেবা দেওয়ার অনুমতি পেয়ে থাকেন।

গ্রামে-গঞ্জে এমনকি শহরেও অনেক ভুয়া ডাক্তার রয়েছে যারা প্রতারণা করে রোগীদের চিকিৎসা দিচ্ছে। ভুয়া ডাক্তারি সেবা বড় ধরনের প্রতারণা।  এটি শুধুমাত্র প্রতারণাই নয়, রোগীদের জীবননাশকও হতে পারে। তাই আমাদের সবাইকে অপরিচিত ডাক্তার দেখানোর আগে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত।

ডাক্তারদের ভেরিফিকেশনের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) একটি ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ডাক্তার বিএমডিসি রেজিস্টার্ড কিনা তা চেক করা যায়। চলুন যেনে নেই বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার চেক করার পদ্ধতি সম্পর্কে.

ডাক্তার রেজিস্ট্রেশন অনুসন্ধান করতে যা যা প্রয়োজন

BM&DC (Bangladesh Medical and Dental Council) কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার যা তাদের চেম্বার, ভিজিটিং কার্ড এবং সাইনবোর্ডে অবশ্যই উল্লেখ থাকে সরকার প্রদত্ত নিয়ম অনুযায়ী। তাই আপনি প্রথমে ডাক্তারের চেম্বার, ভিজিটিং কার্ড বা সাইনবোর্ডে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দেখে নিতে পারেন। যদি সেখানে নাম্বার উল্লেখ না থাকে, তাহলে আপনি ডাক্তারের চেম্বারে যোগাযোগ করে নাম্বারটি জেনে নিতে পারেন।

অপরিচিত ডাক্তার দেখানোর আগে অবশ্যই তার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নিন। এটি আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়া ডাক্তারদের থেকে সাবধান থাকুন।

বিএমডিসি ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার জন্য ভিজিট করুন ভিজিট করুন BM&DC Doctor Verification পেইজে। এরপরে ৬ ডিজিটের Doctor Registration Number লিখুন, MBBS অথবা ডেন্টিস্ট হলে BDS সিলেক্ট করুন। সব শেষে Captcha Code পূরন করে Search ক্লিক করুন।

বিএমডিসি ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক

সব তথ্য ইনপুট দেওয়া সঠিক হলে ডাক্তারের ছবি, নাম ও ডিগ্রীসহ সকল তথ্য খুজে পাওয়া যাবে। পাশাপাশি নিবন্ধনটি সচল ( Active)  রয়েছে কিনা আছে কিনা তাও দেখতে পাওয়া যাবে।

মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক করার পদ্ধতি

মেডিকেল অ্যাসিস্টেন্টদের রেজিস্ট্রেশন বাংলাদেশ মেডিকেল অ্যাসিস্টেন্টস কাউন্সিল (বিএমএমএসি) দ্বারা পরিচালিত হয়। BM&DC ওয়েবসাইটে গিয়ে বা BM&DC Medical Assistant Verification অ্যাপ ব্যবহার করে মেডিকেল অ্যাসিস্টেন্টদের রেজিস্ট্রেশন চেক করা যায়।

মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক

মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক করার পদ্ধতি-

  • BM&DC ওয়েবসাইট ভিজিট করুন
  • “FIND REGISTERED MEDICAL ASSISTANT” অপশনে ক্লিক করুন।
  • অ্যাসিস্টেন্টের রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করুন।
  • “Search Medical Assistant” বাটনে ক্লিক করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *