পুরোনো পদ্ধতিতে করা ভূমি জরিপ বাতিল ঘোষনা
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে ডিজিটাল পদ্ধতির জরিপ ছাড়া যেসব ভূমি জরিপ চলছে, সেগুলো বন্ধ করা হবে। এছাড়াও, ইতিমধ্যে যেসব জরিপ হয়েছে, সেগুলোও বাতিল করা হবে।
ভূমির সীমানা, আয়তন, ব্যবহার, মালিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রক্রিয়াকে ভূমি জরিপ বলা হয় । ভূমি জরিপের মাধ্যমে ভূমির সঠিক অবস্থান, আকার, মালিকানা, ব্যবহার ইত্যাদি নির্ধারণ করা হয়। এটি ভূমি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব সংগ্রহ, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার জাতীয় সংসদে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে আলোচনার সময় ভূমিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “ডিজিটাল পদ্ধতিতে জরিপ করা হলে ভূমি সংক্রান্ত জটিলতা কমবে এবং ভূমি মালিকদের অধিকার সুরক্ষিত হবে।”
মন্ত্রীর এই নির্দেশনার ফলে দেশে ভূমি জরিপের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি আরও বেশি গুরুত্ব পাবে। এতে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসবে এবং ভূমি মালিকদের অধিকার সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, এই নির্দেশনার ফলে ভূমি জরিপের ক্ষেত্রে দুর্নীতি কমে আসতে পারে।
ভূমি জরিপ নিয়ে মানুষ চরম অসন্তোষ প্রকাশ করছেন উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি আজকেই নির্দেশনা দিয়েছি, দেশে ডিজিটাল জরিপ ছাড়া যে সমস্ত জরিপ হচ্ছে, আগের স্টাইলে, সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে যে জরিপ হয়েছে, এগুলো বাতিল হিসাবে গণ্য হবে।
কারণ, এত কষ্ট করছি যদি দুর্নামের ভাগী হয়ে থাকি, তাহলে তা নিরর্থক। সুতরাং যেসব জরিপ হচ্ছে, সব বন্ধ। ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে হবে, এগুলো আসবে। আর ইতিমধ্যে যে সমস্ত জরিপ হয়েছে, সব বাতিল। এটা আমি আপনাদের সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই। ভূমিমন্ত্রী আরো বলেন ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এতে আমরা হাত দিয়েছি।
– সুত্র দৈনিক প্রথম আলো