মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
আপনি যদি মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে eservice imi gov my থেকে আপনার মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা যাচাই বা চেক করবেন তার বিস্তারিত প্রক্রিয়া দেখানো হলো।
বর্তমানে অধিকাংশ মানুষের উচ্চাকাঙ্ক্ষার দেশ হলো মালয়েশিয়া। আর বর্তমানে সবচাইতে বাংলাদেশের প্রবাসীরা মালয়েশিয়া বসবাস করে। এরমধ্যে অনেকেই পাসপোর্ট করে মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় প্রবেশ করতে চাচ্ছেন।
মালয়েশিয়া ভিসা সচরাচর খোলা থাকে না, তাই অনেকের মনে প্রশ্ন মালয়েশিয়া ভিসা কবে খুলবে। যখন মালয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট ভিসা চালু দেওয়া হয় তখন বাংলাদেশের লাখো মানুষ মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করে থাকেন।
এরপরে তাদের ভিসা অ্যাপ্রভাল পেল কিনা কিংবা রিজেক্ট হলো এটি তাদের জানার দরকার হতে পারে। তো মালয়েশিয়া ভিসা আবেদন স্ট্যাটাস যাচাই করতে পারবেন আপনি কয়েকটি পদ্ধতিতে। অর্থাৎ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন ।
এই পোস্টের সার সংক্ষেপ
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করতে হবে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus ওয়েবসাইটে। এরপরে Visa Application Number অথবা যে কোম্পানির হয়ে ভিসা আবেদন করেছেন উক্ত Company Registration Number উল্লেখ করে Search / Carian বাটনে ক্লিক করুন। মালয়েশিয়া ভিসা অ্যাপ্রভাল পেলো কিংবা রিজেক্ট পেল তা দেখতে পারবেন।
- প্রথমে ভিজিট করুন এই লিংকে
- এরপরে আপনি ধরে নিন আপনি কোন নাম্বারটি দিয়ে মালয়েশিয়া ভিসা যাচাই করবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার অথবা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার,।
- যদি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে Nombor Permohonan এই ঘরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন উল্লেখ করুন।
- আর যদি মালয়েশিয়া কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে No. Pendaftaran Syarikat এর ঘরে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন
- সবশেষে নিচে Carian বাটনে ক্লিক করলে আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই ওয়েবসাইটে। এরপরে No Pasport এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার , এবং Warganegara/Country এর জায়গায় বাংলাদেশ বাছাই করে সার্চ বাটনে ক্লিক করুন। তারপর আপনার মালয়েশিয়া ভিসা আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।
- প্রথমে ভিজিট করুন এই লিংকে
- এরপরে No Pasport এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি উল্লেখ করুন
- Warganegara অপশন থেকে বাংলাদেশ বাছাই করুন
- সবশেষে Carian বাটনে ক্লিক করলে আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন।
যেহেতু উক্ত ওয়েবসাইট সম্পূর্ণ মালয়েশিয়ান ভাষা থাকে তাই আপনার বুঝতে অসুবিধা হতে পারে। আপনি চাইলে Google Trasnlate ব্যবহার করে এটি ট্রান্সলেশন করতে পারেন। অথবা উক্ত ওয়েব পেজের লিংকের শেষে ?lang=en যুক্ত করে দিতে পারেন। উধাহরনঃ https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en
মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://malaysiavisa.imi.gov.my/ ওয়েব সাইটে। এরপরে মেনু থেকে Check eVisa লিংকে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনার ভিসা এপ্লিকেশন নাম্বার , স্টিকার নাম্বার, ও ক্যাপচা এন্ট্রি করে Check বাটনে ক্লিক করুন।
মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস অনুবাদ। বিভিন্ন স্ট্যাটাসের বাংলা অর্থ
- CETAK – অর্থ আবেদনটি এপ্রুভাল পেয়েছে। প্রিন্ট করার জন্য প্রস্তুত।
- BATAL – আবেদনটি বাতিল করা হয়েছে।
- TOLAK – আবেদন প্রত্যাখ্যান হয়েছে।
- PERMOHONAN DITERIMA – আবেদন গ্রহণ হয়েছে
- BAYAR – স্টিকার প্রিন্ট এর জন্য প্রস্তুত