জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩
জরুরী ভিত্তিতে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে জরুরী পাসপোর্ট সংগ্রহ করার দরকার হয়। এখন থেকে আপনি নিজেই আপনার জরুরী পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক জরুরী পাসপোর্ট করার নিয়ম ।
সাধারণত অনলাইন থেকে পাসপোর্ট এর আবেদন করার সময় আমরা দুই ধরনের আবেদন পদ্ধতি দেখতে। একটি হলো নরমাল ডেলিভারি (১৫ দিন) অন্যটি হলো জরুরী ডেলিভারি (৭ দিন) আপনারা যদি অতি জরুরি পাসপোর্ট করতে চান তাহলে কিভাবে করবেন? সাধারনত নরমাল পাসপোর্ট করার নিয়ম অনুযায়ী জরুরী পাসপোর্ট আবেদন করতে হয়।
এই পোস্টের সার সংক্ষেপ
জরুরী পাসপোর্ট করার নিয়ম
জরুরী পাসপোর্ট করার জন্য (www.epassport.gov.bd) সাইটে Express Delivary দিয়ে Passport আবেদন করতে হবে, পরবর্তীতে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় অতি জরুরী পাসপোর্ট ফি প্রদান করতে হবে। তারপরে বায়োমেট্রিক এনরোলমেন্ট এর জন্য পাসপোর্ট অফিসে গিয়ে তাদের অতি জরুরী পাসপোর্ট সম্পর্কে অবগত করুন।
অনলাইন থেকে আলাদাভাবে অতি জরুরী পাসপোর্ট (Super Express delivary) আবেদনের সিস্টেম নেই। সাধারণভাবে অনলাইন থেকে Express delivary সিলেক্ট করে পাসপোর্ট আবেদন সম্পূর্ণ করবেন এবং পরবর্তীতে ব্যাংক ড্রাফটের সময় Super Express delivary আবেদন ফি পরিশোধ করুন।
নিযুক্ত ব্যাংক কর্মকর্তার সাথে এই বিষয়ে আলাপ করলে সে আপনার কাছ থেকে Super Express delivary ফি গ্রহণ করবে। এবং পরবর্তীতে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট প্রদানের সময় নিযুক্ত কর্মকর্তাকে Super Express delivary ফি প্রদান সম্পর্কে অবগত করুন। বাকি কাজ পাসপোর্ট অফিসে নিযুক্ত কর্মকর্তা সম্পন্ন করবে।
অতি জরুরী পাসপোর্ট ফি কত?
অতি জরুরী পাসপোর্ট ফি সাধারণ পাসপোর্ট এর মত ধরন অনুযায়ী আলাদা হয়ঃ
পাসপোর্ট এর ধরন | আবেদন ফি |
---|---|
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ | ৮,৬২৫ টাকা |
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ | ১০,৩৫০ টাকা |
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ | ১২,০৭৫ টাকা |
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ | ১৩,৮০০ টাকা |
বিঃদ্রঃ উল্লেখিত সকল তথ্যগুলো পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট (www.epassport.gov.bd) থেকে পাওয়া।
অতি জরুরী পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে ধরন অনুযায়ী ব্যাংক চালানের মাধ্যমে ফি প্রদান করে আবেদন স্লিপ সংগ্রহ করুন।
জরুরী পাসপোর্ট এর আবেদন ফি প্রদানের মাধ্যম
অতি জরুরী পাসপোর্ট এর ক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে পাসপোর্ট আবেদন ফি প্রদান করতে পারেন।
অফলাইনঃ
বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকে এ-চালান এর মাধ্যমে অতি জরুরী পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
অনলাইনঃ
অনলাইনে ekpay-এর মাধ্যমে অতি জরুরী পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করতে পারবেন। অনলাইনে পেমেন্ট অপশনগুলো হলো-
- বিকাশ
- নগদ
- রকেট
- উপায়
- ভিসা কার্ড
- মাস্টার কার্ড
- আমেরিকান এক্সপ্রেস
- ডেমনি
- ওকে ওয়ালেট
- ব্যাংক এশিয়া
- ব্রাক ব্যাংক
- ই,বি,এল
- সিটি ব্যাংক
- ইউ,সি,বি
- এবি ব্যাংক
- ডাচ বাংলা ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- এমবিএল রেনবো
২ দিনে পাসপোর্ট করার নিয়ম
২ দিনে পাসপোর্ট করার জন্য Super Express delivary পাসপোর্ট আবেদন করতে হবে। সাধারণভাবে অনলাইনে জরুরী আবেদন করে, ফি প্রদানের সময় অতি জরুরী আবেদন ফি প্রদান করে, বায়োমেট্রিক এনরোলমেন্ট এর সময় কর্মকর্তাকে অতি জরুরী পাসপোর্ট আবেদন সম্পর্কে অবগত করুন।
সাধারণত Super Express delivary পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। যারা নতুন পাসপোর্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে পূর্বে পাসপোর্ট ব্যবহারকারী নাগরিকদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানার তথ্য অপরিবর্তিত আবেদন করতে পারবেন।
পাসপোর্ট রি-ইসু করার সময় স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে। এক্ষেত্রে আপনারা অতি জরুরি পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন না। জরুরী পাসপোর্ট আবেদনের ২ কার্য দিবসের মধ্যে পাওয়া যায়।
পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট আবেদন সম্পন্ন হলে কিভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন? পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।
পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার জন্য https://www.epassport.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে “আবেদনপত্রের স্ট্যাটাস চেক” মেনুতে প্রবেশ করুন। পরবর্তীতে আপনার –
- অনলাইন রেজিস্ট্রেশন আইডি/ OID বা এপ্লিকেশন আইডি
- আবেদনের তথ্য অনুযায়ী জন্ম তারিখ (DD-MM-YYYY) সিলেক্ট করে I am human ক্যাপচা টিক মার্ক করে Chack বাটনে ক্লিক করুন। epassport ওয়েবসাইট থেকে এই পদ্ধতিতে খুব সহজে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।
জরুরী পাসপোর্ট কত দিনে ডেলিভারি পাওয়া যায়?
জরুরী পাসপোর্ট ২ কার্য দিবসের মধ্যে ডেলিভারি পাওয়া যায়।
সাধারণত পাসপোর্ট এর জন্য তিনটি ধাপে আবেদন করা যাবে।
- সাধারণ পাসপোর্ট,
- জরুরী পাসপোর্ট,
- অতি জরুরী পাসপোর্ট।
অনলাইনে পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করলে ২টি পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন। এখানে অতি জরুরী পাসপোর্ট আবেদন করার কোন অপশন দেয়া নাই। উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী অতি জরুরী পাসপোর্ট এর জন্য আবেদন করবেন।