বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা
পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিবর্তন হয়েছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা । লিস্টের প্রথম সারি থেকে ছিটকে গিয়েছে বেশ কয়েকটি দেশ। প্রায় সময় আমাদের মনে অনেক কৌতূহল থাকে যে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের , আবার বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে কত তম অবস্থানে আছেন পাসপোর্ট সুচক ২০২৩ অনুযায়ী।
অবাক হওয়ার বিষয় হলো এই যে, গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান থেকে ছিটকে গেছে জাপান। হেনলি পাসপোর্ট সূচক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা তৈরি করে থাকে, যা ত্রৈমাসিকভাবে আপডেট করা হয়।
এই পোস্টের সার সংক্ষেপ
শক্তিশালী পাসপোর্ট কোন দেশের
হেনলি পাসপোর্ট সূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট এর তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। গত ৫ বছর ধরে এই শীর্ষ স্থান ধরে রেখেছিলো জাপান। সিঙ্গাপুরবাসীরা বিশ্বব্যাপী ২২৭ টি দেশের মধ্যে ১৯২ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমন করার সুবিধা পাবে।
জাপান তৃতীয় স্থানে নেমে যাওয়ার সাথে সাথে, তিনটি ইউরোপীয় দেশ দ্বিতীয় স্থানে রয়েছে: জার্মানি, ইতালি এবং স্পেন যারা ১৯০ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাবে।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা ২০২৩
২০২৩ সালের শুরুতে, জাপান ১৯৩ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের সাথে শীর্ষস্থান ধরে রেখেছিল।
এটি এখন ১৮৯ টি দেশে নেমে এসেছে, এবং ১৯২ টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা নিয়ে সিঙ্গাপুর ১ম স্থানে রয়েছে । সিঙ্গাপুর গত ১০ বছরে অতিরিক্ত ২৫ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পেয়েছে, এটিকে র্যাঙ্কিংয়ে পাঁচটি স্থান এগিয়ে নিয়ে গেছে।
বিশ্বের সব থেকে শক্তিশালি পাসপোর্ট তালিকার সেরা ১০-
- সিঙ্গাপূর
- জার্মানি, ইতালি এবং স্পেন
- জাপান, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন
- ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য
- বেলজিয়াম, চেকিয়া , মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল এবং সুইজারল্যান্ড
- অস্ট্রেলিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড
- কানাডা এবং গ্রীস
- লিথুয়ানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র
- লাটভিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া
- এস্তোনিয়া এবং আইসল্যান্ড
যুক্তরাজ্য ২০১৭ সালের পর প্রথমবারের মতো ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার 10 বছরের পতন অব্যাহত রেখেছে , আরও দুই স্থান পড়ে অষ্টম স্থানে রয়েছে। দেশটি গত এক দশকে র্যাঙ্কিংয়ে তার স্কোরের মধ্যে সবচেয়ে কম বৃদ্ধি দেখেছে। 2014 সালে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছিলো।
সব থেকে দুর্বল পাসপোর্ট
আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট রয়ে গেছে, এই দেশ মাত্র বিশ্বের ২৭ টি টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাবে , যা সিঙ্গাপুরের চেয়ে ১৬৫ টি দেশ কম ।
এর পরেই রয়েছে ইরাক (২৯টি দেশ) এবং সিরিয়া (৩০টি দেশ।
র্যাঙ্কিংয়ের নিচের অংশে পাকিস্তান ৩৩টি , ইয়েমেন ও সোমালিয়া ৩৫টি, ফিলিস্তিন ও নেপাল ৩৮টি , উত্তর কোরিয়া ৩৯টি, বাংলাদেশ ৪০টি , লিবিয়া ও শ্রীলঙ্কা ৪১টি এবং কসোভো ৪২টি গন্তব্য তাদের পাসপোর্ট নিয়ে ভ্রমন করতে পারবে।
দেখতে পারেনঃ ই পাসপোর্ট করার নিয়ম
বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী
হেনলি পাসপোর্ট সূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের ২২৭ টি দেশের মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যার মধ্যে বাংলাদেশের পাসপোর্ট এর অবস্থান ৯৭ , বাংলাদেশের পাসপোর্ট ধারীরা অবাধে ৪০ টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবে। বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী এটা বোঝা যায় গ্লোবাল র্যাংকিং এবং ভিসামুক্ত দেশ ভ্রমণের উপর নির্ভর করে।