ইউটিউবে যুক্ত হলো আরো নতুন কিছু ফিচার
সম্প্রতি নতুন আপডেটে ইউটিউব যুক্ত করেছে আরো অনেক নতুন ফিচার। ইউটিউব বিভিন্ন সময় ইউজারদের চাহিদা অনুযায়ী অনেক ধরনের ফিচার যুক্ত করে। সম্প্রতি ইউটিউবে যুক্ত হওয়া টিচারগুলো সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে।
বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে জনপ্রিয় ইউটিউব। প্রতিদিন ইউটিউবে ইউজার বৃদ্ধির সাথে সাথে, ইউটিউব তাদের ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার নিয়ে আসছে। ইউজারদের সুবিধার্থে সম্প্রতি নতুন আপডেটে আরো কিছু আধুনিক ও মানসম্মত ফিচার যুক্ত হয়েছে।
এই পোস্টের সার সংক্ষেপ
ইউটিউবের নতুন ফিচার সমূহ
ইউটিউব প্লাটফর্মের সাথে আমরা কম বেশি সকলেই জড়িত আছি। ইউটিউবে ভিডিও দেখা থেকে শুরু করে অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করছে। তবে ২০১৫ সালের ইউটিউব এবং বর্তমানের ইউটিউবের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ইউটিউব তাদের ফিচারগুলো নিয়মিত আপডেট করে ইউজার ফ্রেন্ডলি করছে। এবং ইউজারদের ভিডিও দেখার সুবিধার্থে ও ইনকামের জন্য আরো নতুন নতুন ফিচার যুক্ত করছে। চলুন ইউটিউবে যুক্ত হওয়া আরও নতুন কিছু ফিচার সম্পর্কে জেনে নেই।
১.স্ট্যাবল ভলিউম
স্ট্যাবল ভলিউম ফিচারটি ব্যবহারকারীদের অতিরিক্ত সাউন্ড থেকে রক্ষা করবে। তথা অনেক সময়ে ভিডিও দেখা শুরু করলে কিছু কিছু ভিডিওতে হঠাৎ করে সাউন্ড কমে বাড়ে, যা ইউজারদের বিরক্ত হওয়ার অন্যতম কারণ।
স্ট্যাবল ভলিউম ফিচারটি ইউজারদের এই ধরনের সমস্যাগুলো থেকে রক্ষা করবে, এবং সাউন্ড মিডিয়াম পর্যায়ে রাখবে। যা ওই ইউজারকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে স্বাচ্ছন্দ্য করাবে। ইতিমধ্যেই প্রায় সকল ইউজারদের মোবাইল ফোনে এই ফিচারটি আপডেট হয়েছে।
২.প্লেব্যাক স্পিড কন্ট্রোল
ইউটিউবের প্লেব্যাক স্পিড কন্ট্রোল আপডেটটি বহুদিন আগেই লঞ্চ করা হয়েছে। এই আপডেটের সাধারণত ব্যবহারকারীরা যেকোনো ভিডিওর উপর ট্যাপ করে ধরলে ভিডিওটি 2X স্প্রিডে চলতে থাকবে। তথা ওই ভিডিওটির প্লেব্যাক স্পিড দেখুন হয়ে যাবে।
অনেক সময় ইউটিউবে লম্বা ভিডিও দেখার ক্ষেত্রে, ভিডিওর মধ্যে থাকা কোন অংশ স্কিপ করে দেখার প্রয়োজন হয়। এক্ষেত্রে প্লেব্যাক স্পিড কন্ট্রোল অনেকটাই হেল্পফুল হবে। যেই অংশটুকু স্কিপ করার প্রয়োজন হবে সেখান থেকে মোবাইল ফোনের স্ক্রিনের উপরে ট্যাপ করে ধরলে 2X স্প্রিডে ভিডিওটি চলবে এবং দ্রুত ওই অংশটুকু শেষ হয়ে যাবে।
পার্সোনালি আমার কাছে youtube এর এই আপডেটটি অনেক হেল্পফুল মনে হয়েছে। এই আপডেট এর ফলে বারবার ট্যাপ করে ভিডিও স্ক্রিপ করার প্রয়োজন হবে না, ইতিমধ্যে সকল ব্যবহারকারীরা প্লেব্যাক স্পিড কন্ট্রোল ফিচারটি ব্যবহার করতে পারেন।
৩.গানের লিরিক্স দিয়ে সার্চ
অনেক সময় ইউটিউবে কোন গান সার্চ করতে গেলে গানের নাম মনে থাকে না তবে গানের কোন না কোন লিরিক্স মনে থাকে। এক্ষেত্রে খুব সহজেই আপনি Sing To Search অপশনটি ব্যবহার করে, শুধুমাত্র গানের লিরিক্স দিয়ে পছন্দের গানটি খুঁজে বের করতে পারবেন।
৪.ইউটিউব লাইভ এনিমেশন
বিশেষ করে যারা ইউটিউবে লাইভ করেন বা লাইভ সুবিধাটি উপভোগ করেন তাদের জন্য এই আপডেটটি খুবই হেল্পফুল, এবং সকলের পছন্দ হবে। সাধারণত যখন একজন হোস্ট youtube-এ লাইভ করবে তখন,
সে লাইভ অডিয়েন্সকে লাইক বা সাবস্ক্রাইব করতে বললে, তখন ওই অপশন গুলোতে অটোমেটিক এক ধরনের আকর্ষণীয় লাইভ এনিমেশন দেখাবে। এই ফিচারগুলো আমরা টিকটক বা লাইকির ক্ষেত্রে দেখতে পাই। তবে এখন থেকে এই দারুন ফিচারটি আপনারা ইউটিউবেও দেখতে পাবেন।
৫.ভিডিও ডেসক্রিপশন আপডেট
একটি ইউটিউব ভিডিও সৌন্দর্য বৃদ্ধিতে ভিডিও ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি নতুন আপডেটটিতে ইউটিউব ডেসক্রিপশনের উপরেও নজর দিয়েছে। পূর্বে কোন ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য ইউটিউব চ্যানেল কিংবা facebook পেজ এর লিংক ব্যবহার করলে, সেখানে শুধুমাত্র লিংক দেখাতো।
তবে এখন থেকে যদি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোন ধরনের ভিডিও বা ওয়েবসাইটের লিংক ব্যবহার করেন তাহলে, এই সামগ্রী গুলো বেশ সুন্দরভাবে প্রকাশিত হবে। যেমন ইউটিউব চ্যানেল বা ভিডিওর ক্ষেত্রে ইউটিউবের লোগো দেখাবে।
এছাড়াও আপনার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সটি আরো সুন্দরভাবে প্রদর্শিত হবে। এবং ইউটিউব ব্যবহারকারীরা খুব সহজেই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবহার করার লিংকগুলো খুজে পাবে।
সম্মানিত পাঠকবৃন্দ, ইউটিউবের সর্বশেষ বড় আপডেট গুলো ছিল এই। এই আপডেটগুলো এর মধ্য থেকে আপনার কাছে কোন আপডেটটি সব থেকে বেশি ইফেক্টিভ ও প্রয়োজনীয় মনে হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আপনার বন্ধুদের এই আপডেটগুলো সম্পর্কে জানাতে লেখাটি শেয়ার করতে পারেন। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।