ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

নতুন পদ্ধতিতে মোবাইল বা কম্পিউটার দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম এবং বিকাশে ট্রেনের ফি পরিশোধ সম্পর্কে বিস্তারিত জানুন।

অনলাইনের মাধ্যমে অগ্রিম ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং বিকাশের মাধ্যমে ফ্রি প্রদান সহ যাবতীয় তথ্য এই লেখাটিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ট্রেনের ৮০ শতাংশ টিকিট অনলাইন এর মাধ্যমে ক্রয় করা হয়।

ট্রেনের টিকিট কাটার সর্বশেষ আপডেট

Bangladesh Railway E Ticket ক্রয়ের/কাটার জন্য এখন আর পূর্বের মতো ভোগান্তি পোহাতে হবে না। ২৬ই মার্চ ২০২২ সাল থেকে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু হয়েছে। উক্ত নিয়মে যাত্রীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করতে পারবে।

সাধারণত দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যাত্রীরা ট্রেন পছন্দ করে। ট্রেনে ভ্রমণের সব থেকে কষ্টসাধ্য ও দুষ্করজনক একটা বিষয় হলো টিকিট কাউন্টার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে হয়, ঈদ কিংবা অন্যান্য উৎসবের সময় ট্রেনের টিকিট নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা / দালালি হয়।

এখন থেকে এই সকল ঝামেলা ছাড়াই ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে অনলাইনে Bangladesh Railway E Ticket ক্রয় করতে পারবেন। ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন।

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

ট্রেনের অগ্রিম টিকিট কাটার জন্য https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নাম, মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে account register করুন। এরপরে আপনার গন্তব্য ও ঠিকানা অনুযায়ী সার্চ করে পছন্দের ট্রেনের সিট বুকিং করুন এবং পেমেন্ট পরিশোধ করুন।

এই কাজটি আপনারা মোবাইল ও কম্পিউটার উভয় ডিভাইস ব্যবহার করে করতে পারবেন, শুধুমাত্র আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। eticket.railway ওয়েবসাইট থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

Eticket.railway ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।  এবং বিকাশের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন।

ধাপ ১: অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন

Eticket.railway ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য eticket.railway.gov.bd এই লিংকে ক্লিক করুন। পূর্বে অ্যাকাউন্ট করা থাকলে Login বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

অথবা,

নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য REGISTER বাটনে ক্লিক করুন। এরপরে যথাক্রমেঃ

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

  1. আপনার একটি মোবাইল নাম্বার দিন
  2. আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন ( নিজের না থাকলে পরিবারের কারো টা দিন )
  3. NID অনুযায়ী আপনার জন্ম তারিখ বসান
  4. VERIFY বাটনে ক্লিক করুন।

ট্রেনের টিকিট কাটার নিয়ম

এরপরে

  • ইমেইল এড্রেস (Email)
  • একটি স্ট্রং পাসওয়ার্ড বসান (Enter Password)
  • পুনরায় পাসওয়ার্ডটি বসিয়ে দিন (Confirm Password)
  • আপনার পোস্ট অফিস কোড বসিয়ে দিন (Post Code)
  • এর পরে আপনার বর্তমান ঠিকানা বসিয়ে দিন (Address)
  • পুনরায় উপরে তথ্যগুলো চেক করে COMPLETE REGISTRATION বাটনে ক্লিক করুন। এরপরে উপরে দেওয়া Mobile Number-এ একটি OTP কোড যাবে। উক্ত OTP কোডটি বসিয়ে CONTINUE বাটনে ক্লিক করুন।

অভিনন্দন, সফলভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। যদি পুনরায় Login চায় সেক্ষেত্রে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট লগইন করে নিবেন।

ধাপ ২: টিকিট কাটার নিয়ম

আচ্ছা, আমাদের eticket.railway অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখন ভ্রমণের জন্য ট্রেনের টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে:

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

  • আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চান (From)
  • আপনি যেই স্থানে ভ্রমণ করতে চান (To)
  • আপনি কত তারিখ যাত্রা করতে চান (Date Of Journey)
  • এরপরে আপনি যে ক্লাসে ভ্রমণ করতে চান সেটি সিলেক্ট করুন (Choose a Class)
    এগুলো সিলেক্ট করে SEARCH TRAINS বাটনে ক্লিক করুন।
  • এরপরে সিলেক্ট করা তথ্য অনুযায়ী উক্ত তারিখে যতগুলো ট্রেন আছে, এবং উক্ত ট্রেনগুলোর ভাড়া দেখাবে।

2

  • এরপরে আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করে BOOK NOW এর উপর ক্লিক করুন। এরপরে উত্তর ট্রেনের সকল সিট গুলো দেখাবে। যে সিটগুলো Graw কালার দেখাবে সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। এবং যেগুলো সাদা আছে ওই সিট গুলো এখনো বুকিং হয়নি।
  • এরপরে আপনার পছন্দ অনুযায়ী সাদা সিটগুলোর মধ্যে যেকোনো সিট পছন্দ করে তার উপরে ক্লিক করুন। আপনার সিলেট করা সিটটি সবুজ কালার দেখাবে। এরপরে একটু নিচের দিকে এসে CONTINUE PURCHASE বাটনে ক্লিক করুন।
  • এরপরে প্যাসেঞ্জারের সকল ইনফরমেশন দেখাবে, সকল তথ্য ঠিক থাকলে একটু নিচে গিয়ে CONFIRM PURCHASE বাটনে ক্লিক করুন। এখান থেকে Bkash এর মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন।
  • যথাযথভাবে বিকাশের মাধ্যমে Bkash Number, PIN বসিয়ে পেমেন্ট সম্পূর্ণ করুন। এরপরে আপনাদের সামনে payment successful একটি নোটিফিকেশন আসবে। এবং এখান থেকে print your ticket now! বাটনে ক্লিক করে ট্রেনের টিকেটটি প্রিন্ট করুন।

বিঃদ্রঃ একটি ভোটার আইডি কার্ড / একাউন্ট দিয়ে সর্বোচ্চ ৪টি টিকিট কিভাবে করতে পারবেন। এবং ট্রেনে ভ্রমণের সময় অনলাইন থেকে পাওয়া টিকেটটি সঙ্গে নিয়ে যাবেন।

ট্রেনের ভাড়ার তালিকা

ট্রেনের টিকিট ফি এটা মূলত এখান থেকে জানা অসম্ভব। আপনি যখন ট্রেনে টিকিট করার সময় eticket ওয়েবসাইট প্রবেশ করবেন তখন আপনার গন্তব্য সিলেক্ট করলেই নির্ধারিত ভাড়া দেখতে পাবে।

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয়

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয়ের জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ে eticket.railway ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে, গন্তব্য এবং ট্রেন সিলেক্ট করে, বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট ফি পরিশোধ করতে পারবেন।

টিকিট সংক্রান্ত সকল তথ্য পূরণ করে সর্বশেষ ধাপে বিকাশ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড প্রদান করে, OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করে, বিকাশ থেকে ট্রেনের টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন।

আশা করি, ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। eticket.railway ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম ট্রেনের টিকিট ক্রয় করা সম্ভব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *