স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন
আপনি যদি স্মার্ট কার্ড প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এখনি দেখে নিন আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস । এটি চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড এর বর্তমান অবস্থা। অর্থাৎ আপনার স্মার্ট কার্ড টি ডেলিভারি হয়েছে কিনা কিংবা কবে ডেলিভারি হবে।
স্মার্ট কার্ড অনেক ধরনের হতে পারে তবে আমরা এখানে আলোচনা করবো স্মার্ট জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট এনআইডি কার্ড নিয়ে। যেটি দেখতে একটি এটিএম কার্ড এর মতন এবং সিম কার্ডের মত একটি চিপ থাকে। স্মার্ট কার্ড মূলত দুই প্রকার – মেমরি কার্ড, যার মধ্যে নিরাপত্তাসূচক বর্তনী যুক্ত মেমরি বা স্মৃতিভাণ্ডার থাকে, এবং মাইক্রোপ্রসেসর কার্ড, যার মধ্যে মেমরি ছাড়াও মাইক্রোপ্রসেসর থাকে।
আর বর্তমানে যেহেতু প্রত্যেকটা জায়গায় ইভিএম ভোটিং মেশিন দ্বারা ভোটগ্রহণ পদ্ধতি চালু করবে সরকার, তাই ভোট দেওয়ার জন্য অবশ্যই স্মার্ট কার্ডের দরকার পড়বে।
আপনি যদি বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম অংশগ্রহণ করেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করে থাকেন তাহলে আপনার স্মার্ট কার্ড পাওয়ার সম্ভাবনা বেশি।
বিগত সালের যারা ভোটার আইডি কার্ড নিবন্ধন করেছে তাদেরকে প্রত্যেককেই স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে অনেকেই 18 বছর পূর্ণ না হয় স্মার্ট কার্ড পাননি।
কিন্তু যখন তাদের 18 বছর পূর্ণ হবে ঠিক তখনই তারা স্মার্ট কার্ড পাবেন । তবে আপনার স্মার্ট কার্ড টি এখন ঠিক কোন অবস্থানে আছেন অর্থাৎ আপনার স্মার্ট কার্ড কবে পাবেন এটি আপনি খুব সহজেই চেক করতে পারবেন। এটি জানার জন্য অবশ্যই আপনাকে স্মার্ট কার্ড চেক করতে হবে।
তাছাড়া যারা নতুন ভোটার নিবন্ধন হয়েছেন তারা যেহেতু স্মার্ট কার্ড পাবেন সেহেতু তাদের স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন অর্থাৎ কবে ডেলিভারি হবে কিংবা ডেলিভারি হয়েছে কিনা বা তৈরি হয়েছে কিনা।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক আমরা দুইভাবে করতে পারি।
- প্রথমত হল অনলাইনের মাধ্যমে
- দ্বিতীয়ত হল এসএমএস এর মাধ্যমে
নিচে দেখানো পদ্ধতি গুলো একদম সহজ। অর্থাৎ আপনার হাতে যদি একটি মোবাইল থাকে তাহলে সেটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করব অনলাইনের মাধ্যমে কিভাবে স্মার্ট কার্ড যাচাই করা যায়।
কাজটি করার পূর্বে অবশ্যই আমাদের যে জিনিসটার দরকার পড়বে সেটি হল ভোটার স্লিপ বা ফরম নাম্বার। এটি আপনার কাছে অবশ্যই থাকার কথা কারন আপনি যখন ভোটার নিবন্ধন কার্যক্রম এ ফরম পূরণ করেছেন তখন আপনাকে একটি ফরমের অংশ দেয়া হয়েছিল উক্ত ফর্মে আট সংখ্যার একটি নাম্বার রয়েছে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে। পরবর্তী পেইজে যথাক্রমে আপনার ফরম নাম্বার এবং জন্মতারিখ প্রদান করুন। সবশেষে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করার জন্য ক্যাপচা এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। পরবর্তী পেজে আপনারা স্মার্ট কার্ড স্ট্যাটাস টি দেখানো হবে। অর্থাৎ আপনার স্মার্ট কার্ড যদি ডেলিভারি হয়ে থাকে তাহলে সেটি দেখতে পাবেন অথবা কবে হবে কিংবা তৈরি হয়েছে কিনা এটিও দেখতে পাবেন। সাথে আপনার ভোটার এলাকা ও দেখতে পাবেন।
এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
যারা নতুন ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড পাননি তারা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলে মেসেজ অপশন থেকে টাইপ করুন SC <space> F <space> Form Number <space> D <space> yyyy-mm-dd ফরমেটে জন্মতারিখ। এবং সেন্ড করুন 105 নাম্বারে।
উদাহরনঃ SC F 12xxxxxx D 01-12-2001 Send To 105
যারা অলরেডি ভোটার নিবন্ধন হয়েছেন অর্থাৎ পুরনো লেমিনেটিং জাতীয় পরিচয় পত্র এর পরিবর্তে স্মার্ট কার্ড আশাবাদী তারা যেভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তথ্য চেক করবেন
SC <space> NID <space> 17 সংখ্যার এনআইডি নাম্বার ( যাদের ১৩ সংখ্যার তাদের অবশ্যই এনআইডি নাম্বার পূর্ব জন্ম সন যোগ করতে হবে ) লিখে সেন্ড করুন ১০৫ নাম্বারে।
উদাহরনঃ SC NID 2001xxxxxxxxxxxxx Send To 105
SMS এর মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের তারিখ কো কেন্দ্রের নাম জানতে অবশ্যই উপরের দিকে ফরমেটের নিয়ম অনুযায়ী আপনাকে এসএমএস করতে হবে। এভাবে খুব সহজেই আপনি আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস টি যাচাই করতে পারবেন
নিবন্ধন স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে করনিয় কি?
যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদত্ত নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তাদেরকে নিকটস্থ থানায় জিডি করতে হবে। এরপরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে জিডির মূল কপি সহ নির্বাচন কমিশন অফিসে জমা দিন।
যদি স্মার্ট কার্ড পাওয়ার পরেও কোন কারণে আপনার স্মার্ট কার্ড হারিয়ে যায় তাহলে স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কি এটি আপনার জানতে হবে। স্মার্ট কার্ড হারিয়ে গেল আপনারা খুব সহজে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে আবেদন করতে পারবেন হারানোর এবং এর প্রথমেই আপনাকে থানায় একটি জিডি করতে হবে।
ভাই আমার ফরম নম্বর 9 টা,,সাবমিট দিচ্ছি হচ্ছে না
আপনার বয়ষ কি ১৮ পরিপূর্ণ হয়েছে? না হলে তো আপনার আইডি কার্ড পাওয়া যাবেনা। বিস্তারিত তথ্যের জন্য কল করুন ১০৫ নাম্বারে
ভাই আমার ঘরের দুইজনের মানুষের আমার ছোট ভাই এবং বড় বোন এসেছে আমার আসে নাই আইডি কার্ড এসএমএস এখন কি করা যায় আপনি বলেন
এস এম এস না আসলে আগে দেখতে হবে আপনার বয়ষ ১৮ হয়েছে কিনা , বয়ষ হওয়ার পরেও যদি sms না আসে তাহলে কল করুন ১০৫ নাম্বারে