মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন

ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়: মোবাইল জিনিসটা কারো জন্য হয়তো গেমিং বা ভিডিও দেখা কারও জন্য আবার ছবি তোলা । যাদের পছন্দ ছবি তোলা তাদের জন্যই আজকের আর্টিকেলটি  বেশি গুরুত্বপূর্ণ। আপনার  ছবি তোলা পছন্দের বিষয় হয় । তাহলে আপনার ছবিগুলা খুবই গুরুত্বপূর্ন ও আপনার পছন্দের। এই ছবি যদি কোনভাবে ডিলেট বা নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে? নিশ্চই খুবই খারাপ লাগবে। মোবাইল থেকে এভাবে প্রতিনিয়ত ছবি ডিলেট হলে আপনার ছবি তোলার আগ্রহই একসময় হারিয়ে যাবে। যদিও ইচ্ছাকৃতভাবেই আমরা কেউই মোবাইল থেকে ছবিগুলো ডিলিট করি না ভুলবশত অথবা অজান্তেই যাদের বাসায় বাচ্চা রয়েছে মাঝে মাঝে তাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হয়। অনেক সময় ছবিগুলো ডিলিট করে। তাই আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন। আজকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কিত পাঁচটি অ্যাপস এর কথা আলোচনা করব।

ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

তবে অবশ্যই আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে সেটি হলো আপনি যদি আগে এই অ্যাপসগুলো ব্যবহার করে  না থাকেন তাহলে পুরোনো হারিয়ে যাওয়া ছবি খুঁজে  পাবেন না। এখন তোলা ছবি গুলো যদি ডিলিট করেন এবং আপনার এই পাঁচটি অ্যাপস এর যে কোন একটি অ্যাপস থাকে তাহলে মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন খুব সহযে।

ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার

  • গুগল ফটো(google photos) 2
  • গুগল ড্রাইভ( google drive) 2
  • ক্লাউড স্টোরেজ( cloud storage) 2
  • অফলাইন অ্যাপস 3
  • ডুম্পস্টার(Dumpster) 3
  • ডিস্ক ডিগার (Disk digger) 3

ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

অনলাইনে এবং অফ্লাইনে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ছবিগুলো দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারি এবং মেমরি থেকে ডিলিট হয়ে গেলেও আমরা সেগুলো আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি।

গুগল ফটো(google photos)

আপনি যদি আপনার ডিলিট করা ছবিগুলো ফিরে পেতে চান তাহলে অবশ্যই Google Photos ব্যাবহার করতে পারেন । এ ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন ও হতে পারে। গুগলের পন্য সব সময়ই সবচেয়ে ভালো মানের হয়ে থাকে। গুগোল ফটো গুগোলের একটা অন্যতম ছবি সংগ্রহ একটি অ্যাপস। এই অ্যাপটিকে ক্লাউড  স্টোরেজ হিসেবে বিবেচনা করা যেতে পারে। সাধারণত এখনকার সকল মোবাইলেই এই অ্যাপসটি ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে। যদি ইন্সটল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে  ডাউনলোড করে নিবেন।

ডাউনলোড করার পর আপনার জিমেইল একাউন্টে উক্ত অ্যাপসে যোগ করতে হবে। যদি আপনার জিমেইল টি মোবাইলে লগইন অবস্থায় থাকে তাহলে অটোমেটিকলি এড হয়ে যাবে। এরপর আপনি অ্যাপসটিতে ব্যাকআপ  সিস্টেম অন করে রাখবেন। তবে এ ক্ষেত্রে আরেকটি সেটিংস আপনাকে খেয়াল করতে হবে। অনেক সময় ব্যাকআপ সিস্টেমটি অনলি ওয়াইফাই করে রাখা হয়। সেটিকে পরিবর্তন করে ডাটা এন্ড ওয়াইফাই করে রাখবেন । এতে করে আপনি যখন ডাটা বা ওয়াইফাই ইউজ করবেন সাথে সাথে আপনার মোবাইল থেকে তোলা ছবিগুলো ব্যাকআপ হিসেবে আপলোড হবে।এরপর মোবাইল থেকে ছবিগুলো ডিলিট হলেও আপনি গুগল ফটো থেকে ছবি গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

তবে এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে সেটি হল আপনি যদি  মোবাইলে ডাটা ইউজ না করে ততক্ষণ পর্যন্ত ছবিগুলো গুগল ফটোতে আপলোড হবে না তারমানে তখন যদি আপনি ভুলবশত ছবিগুলো ডিলিট করে দেন তাহলে আপনি এই ছবিগুলো ফেরত পাবেন না। সে ক্ষেত্রে 3 অথবা 4 নং অ্যাপস ব্যাবহার করতে পারেন।

গুগোল ফটোর সবচেয়ে বড় সুবিধা হল আপনি অনেক বছরের পুরনো ছবি ও বা তার বেশি পুরনো ছবি ও সংরক্ষণ করে রাখতে পারবেন।যা আপনি কোন মেমোরি ব্যবহার করে রাখতে পারবেন না কেননা মেমোরি নষ্ট বা চুরি হয়ে যেতে পারেযা আপনি কোন মেমোরি ব্যবহার করে রাখতে পারবেন না কেননা মেমোরি নষ্ট বা চুরি হয়ে যেতে পারে।

গুগল ড্রাইভ( google drive)

গুগোল ড্রাইভ এটিও গুগলের একটি নির্ভরযোগ্য প্রডাক্ট । এটাও এক ধরনের ক্লাউড স্টোরেজ। তাদের গুগল ফটো থেকে পার্থক্য হল যে গুগল ড্রাইভে বিভিন্ন রকমের ডকুমেন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের ফাইল ফটো পিডিএফ এগুলো সংরক্ষণ করে রাখা যায়। আপনি আপনার ফটো গুলো গুগল ড্রাইভে আপলোড করে সংরক্ষণ করতে পারেন। যতদিন আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড আপনার মনে থাকবে আপনার তথ্যগুলো ততদিন সুরক্ষিত থাকবে।করে আপনার প্রয়োজন মত ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। মেমোরি বা ফোন থেকে ছবিগুলো ডিলিট হলেও এখান থেকে ডিলিট হবে না।

ক্লাউড স্টোরেজ( cloud storage)

ক্লাউড স্টোরেজ হলো এক ধরনের অনলাইন ভিত্তিক মেমোরি। বিভিন্ন ধরনের কোম্পানিরা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে। এক্ষেত্রে তারা এক ধরনের ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টটিকে নিরাপত্তা প্রদান করে।গুগোল ড্রাইভ এর মত  প্রক্রিয়া। এর মাধ্যমে আপনি ছবি গুলো নিরাপত্তা সহিত সংরক্ষণ করতে পারেন এবং মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন । Dropbox, Microsoft One drive , I drive, Diego, tera box, Mi Cloud,  my storage etc.

ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় – অফলাইন অ্যাপস

এখন আমাদের দেখা যায় অনেক সময় ইন্টারনেট থাকে না। বা ক্লাউড স্টোরেজের এই বিষয়গুলোকে ঝামেলা মনে  হয়। আমরা মেমোরিতেই আমাদের ছবিগুলো সংরক্ষণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সে ক্ষেত্রে আপনি নিচের তিনটি অ্যাপস ফলো করতে পারেন। এগুলো ব্যবহার করেও মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন।

ডুম্পস্টার(Dumpster)

আমার নিজের ব্যবহার করা সব থেকে ভালো মানের অ্যাপস হল একটি। আপনি প্লে স্টোরে  গিয়ে ( Dumpster) সার্চ দিলেই অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটি ব্যবহার মাধ্যমে আপনি যেমন ফটো ডিলিট হলে তা তৎক্ষণাৎ আবার রিকভার দিতে পারবেন ঠিক তেমনি অডিও ভিডিও ডিলিট হয়ে গেলেও সেগুলো আবার রিকভার করতে পারবেন। এই অ্যাপসটি ভার্সন রয়েছে  প্রিমিয়াম এবং ফ্রী। আপনারা ফ্রী ভার্শন থেকেই আপনাদের সুবিধা পেয়ে যাবেন ।এই অ্যাপসটি সম্পূর্ণই অফলাইন।ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনি  ব্যবহার করতে পারবেন ।  কম্পিউটারে রিসাইকেল বিন এর মতই এটার ব্যবহার ফটো ডিলিট হওয়ার পর অ্যাপস এ গিয়ে সেটি জমা হয় ।তারপর আবার রিস্টোর দিলে আবার আগের  ফোল্ডারে  ফটো জমা হয়।

এই অ্যাপস টি 50 লাখের বেশি ডাউনলোড করা হয়েছে এবং রেটি ৪। পনেরো এম্বির এই সহজ অ্যাপসটিকে  চাইলে আপনারা আপনার ফোনে ইন্সটল করে নিজেদের ফটো গুলো হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।

ডিস্ক ডিগার (Disk digger)

ফটো রিকভার করার জন্য  ডিস্ক ডিগার একটি জনপ্রিয় অ্যাপস। এই অ্যাপসটিও (Dumpster)এর মতোই ব্যবহার করা যায়। তবে এই এপটি থেকে শুধুমাত্র ফটো গুলোই রিকভার করা যায়। এই অ্যাপসটি কোটি মানুষের বেশি  ডাউনলোড করেছে। 3.7 এমবি অ্যাপসটি বেশ জনপ্রিয়। এই অ্যাপসটি ফটোগুলোর কুকি সংগ্রহ করে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো গুলো খুজে বের করে। তবে এগুলো যদি ডিলেট করে ফেলেন তাহলে আপনি আপনার ফটোগুলো রিকভার করতে পারবেন না।

আরো কিছু ডিলিট করা ছবি ফিরিয়ে আনার অ্যাপস

  1. File recovery
  2. data recovery
  3. deleted photo
  4. recovery
  5. find my photo
  6. deleted photo recovery restore.

আজকের আলোচনা এই পাঁচটি এপস পরীক্ষিত এবং সঠিক ফলাফল প্রদানকারী অ্যাপস। এই যে কোন একটি আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফটোগুলো আপনি নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। নিরাপদে আপনি আপনার ফোন গুলো অন্য কাউকে দিলেও ফটোগুলো সহজে ডিলিট হবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *