পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক
আপনি কি কাতার যাওয়ার জন্য ভিসা সংগ্রহ করেছেন? কিংবা আবেদন করেছেন? তাহলে আজকের আলোচনায় জেনে নিন পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম। Qatar Visa Check 2023
যেকোন দেশের ভিসা সংগ্রহ করার পরই জালিয়াতি থেকে বাচতে তা অনলাইনে চেক করা উচিত। এছাড়াও ভিসার জন্য আবেদন করলে তার বর্তমান স্ট্যাটাস জানতেও ভিসা ট্রাক করা প্রয়োজন। আপনি যদি কাতার ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে বিস্তারিত জানুন
অনলাইনে কাতার ভিসা চেক করার জন্য কি কি প্রয়োজন
- আবেদনকারীর পাসপোর্ট নাম্বার
- আবেদনকারীর ভিসা নাম্বার
- জাতীয়তার তথ্য
এই পোস্টের সার সংক্ষেপ
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে ভিজিট করতে হবে portal.moi.gov.qa ওয়েব সাইটে। তারপর পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার উল্লেখ করে সার্চ করলেই কাতার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম নিচে ছবি সহ ধাপে ধাপে আলোচনা করা হলো-
ধাপ ১- ভিসা ওয়েবসাইটে প্রবেশ
অনলাইনে কাতার ভিসা চেক করার জন্য প্রথমেই Qatar Visa Check এই লংকে ভিজি মেরেট করুন। এবার ওয়েবসাইটের হোমপেজটি আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনাকে Inquiries অপশনে যেতে হবে। মেনু পেজে এবং হোমপেজে দুই জায়গায় এই অপশনটি পাবেন। যে কোন এক জায়গায় ক্লিক করুন।
ধাপ ২- Visa Service অপশন সিলেক্ট
এবার, কাতার ভিসা চেক করার জন্য বাম পাশের দুই নং অপশন Visa service এ ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে কতগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে আপনাকে Visa Inquiry and Printing অপশনে যেতে হবে।
ধাপ ৩- প্রয়োজনীয় তথ্য প্রদান
পরবর্তী ধাপে যাওয়ার পর এরকম কিছু অপশন আসবে ভিসা চেক করার জন্য।
এখান থেকে ২টি উপায়ে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন।
উপায় ১ঃ ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক – Qatar Visa Check By Visa Number
এই উপায়ে আপনি কাতার ভিসার আবেদনের সময় প্রাপ্ত একটি ইনভয়েস থেকে আপনার ভিসা নাম্বার সংগ্রহ করে তা দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। এক্ষেত্রে ‘Visa Number’ লেখা অপশনটি সিলেক্ট করে পাশের খালিঘরে আপনার প্রাপ্ত ভিসা নম্বর দিয়ে পূরণ করতে হবে।
উপায় ২ঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক – Qartar Visa Check By Passport Number
এই উপায়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। এক্ষেত্রে উপরের Passport Number লেখা অপশন সিলেক্ট করে পাশের খালিঘর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পূরণ করতে হবে ।
ধাপ ৪- ক্যাপচা পূরণ এবং সাবমিট
প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর নিচে একটি ক্যাপচা পূরণ করতে হবে। বাম পাশে ছবিতে থাকা ওয়ার্ড বা সংখ্যা ডান পাশের খালিঘরে প্রদত্ত ক্যাপচা পূরন করে সাবমিট বাটনে ক্লিক করুন।আপনার দেয়া সকল তথ্য সঠিক হলে কাতার ভিসার সকল তথ্য আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এরপরে আপনি আপনার ভিসার পেপার প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন।
উপরোক্তভাবে খুব সহজেই ঘরে বসে আপনি নিজেই অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম অনুসরন করে ভিসা চেক করতে পারবেন।
অনলাইনে ভিসা চেক করার ক্ষেত্রে কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্যাপচা পূরণ করার সময় অবশ্যই সঠিক ক্যাপচা কোড দিয়ে ডানপাশের খালিঘর পূরণ করতে হবে। পাসপোর্ট নাম্বার লেখার শুরুতে ইংরেজি বর্ণগুলো অবশ্যই লেখতে হবে।
ভিসা আবেদনের সময় প্রাপ্ত ইনভয়েস থেকে ভিসা নাম্বার সংগ্রহ করে সেই অনুযায়ী ভিসা নং দিতে হবে।
কাতার ভিসা স্ট্যাটাস চেক করার প্রয়োজনীয়তা
যেকোনো দেশে ভ্রমণের পূর্বে সকলেরই উচিত নিজে ভিসা চেক করে নেয়া। এতে ভুল ভিসা নিয়ে বিদেশ গমনের পর প্রতারিত হওয়ার হাত থেকে বাচাঁ যায়। উপরের অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম এর ধাপগুলো অনুসরণ করে আপনি ঘরে বসে নিজেই আপনার কাতার ভিসা চেক করতে পারবেন। তাই অন্যের দ্বারা ভিসা যাচাই না করে ভ্রমণের আগে নিজে ভিসা যাচাই করে বিদেশ গমন খুবই গুরুত্বপূর্ণ।
কাতার ভিসা সম্পর্কিত সচরাচর জিজ্ঞেসিত প্রশ্নোত্তর (FAQ)
অনলাইনে কাতার ভিসা চেক করার ওয়েবসাইট- https://portal.moi.gov.qa
কাতারের ভিসার জন্য আবেদন সম্পন্ন হলে প্রাপ্ত ইনভয়েস থেকে ভিসা নাম্বার সংগ্রহ করতে পারবেন।
কাতারের যেকোন ক্যাটাগরির ভিসা অনলাইনে চেক করতে আবেদনকারীর পাসপোর্ট নাম্বার / ভিসা নাম্বার এবং জাতীয়তার তথ্য প্রয়োজন হবে।
Best Site vai