ভোট দিতে NID লাগে কি? জানুন বিস্তারিত
যারা নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন কিংবা প্রথমবার ভোট দিবেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে ভোট দিতে হয়তোবা জাতীয় পরিচয়পত্র বা এন আইডি কার্ড সাথে নিতে হয়! আপনার এই ধারণাটি কতটুকু সঠিক বা কতটুকু সত্য জানেন কি?
বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ নাগরিকদের মনে একটাই চিন্তা থাকে যে ভোট দিতে গেলে অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে তা না হলে কোন রকমে ভোট দেওয়া সম্ভব হবে না। যেহেতু প্রতিনিয়ত কোন না কোন এলাকায় নির্বাচন চলছে তাই আপনি নতুন কিংবা পুরাতন ভোটার হন আপনার অবশ্যই জানা উচিত যে ভোট দিতে এনআইডি কার্ডের দরকার পড়ে কিনা।
ভোট দিতে আইডি কার্ড লাগে?
ভোট দিতে আইডি কার্ড সাথে নিতে হয় না , এটি গুরুত্বপূর্ণ নয়। ভোট দিতে হলে প্রয়োজন ভোটার নম্বর। যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে নামের সাথে আপনার ব্যক্তিগত একটি ভোটার নাম্বার দেখতে পাবেন, যেটি সংগ্রহ করে আপনি অনায়াসে ভোট দিতে পারবেন। এবং ভোট দিতে আইডি কার্ড এর দরকার পড়বে না।
সচরাচর আমাদের মাঝে এমন একটি ভুল ধারণা থাকে যে ভোট দিতে গেলে আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে। কিন্তু ভোট দেয়ার সঙ্গে আইডি কার্ডের কোন সম্পর্ক নাই। যদি ভোটকেন্দ্রে ইভিএম ভোটিং মেশিন থাকে সে ক্ষেত্রে স্মার্ট কার্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে কেননা ইভিএম-এ ভোট দিতে হলে অবশ্যই স্মার্ট কার্ড পাঞ্চ করাতে হয়।
অন্যথায় সাধারণভাবে ভোট হলে সে ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার ভোটার নাম্বারটি জানলেই হবে। ভোটার নাম্বারটি সাধারণত নির্বাচনী এলাকায় নির্বাচনের সময় ভোটার লিস্টে পাওয়া যায়।
আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই আপনার নির্বাচনী এলাকার নির্বাচনের সময় সংগ্রহীত প্রার্থীদের কাছে আপনার এলাকার ভোটার তালিকা পেয়ে যাবেন। এবং সেখানে যাচাই করবেন যে আপনার নামটি ভোটার তালিকায় রয়েছে কিনা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ পোস্টঃ ভোটার তালিকা দেখার উপায়
আপনার যদি ভোটার তালিকায় আপনার নামটি দেখতে পান তাহলে নামের পাশে একটি ভোটার নাম্বার থাকবে সেই ভোটার নাম্বারটি যে কোন একটি কাগজে লিখে নিলে অথবা ভোটার সিরিয়াল নাম্বারটি মুখস্ত করে নিলেই হয়। পরে ভোটকেন্দ্রে থাকা কর্মকর্তা দেরকে আপনার সিরিয়াল নাম্বারটি বলে দিলে তারা খুব সহজেই শনাক্ত করে নিতে পারবেন যে ভোটার তালিকায় আপনি যুক্ত আছেন কিনা এবং তারা আপনাকে ভোট প্রদান করতে দিবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা
আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আইডি কার্ড হাতে না পেয়ে থাকেন অন্যদিকে ভোটার তালিকায় যদি আপনার নাম এসে থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন। তবে আপনার যদি ভোটার নিবন্ধন করা না থাকে /আপনি যদি নাগরিক না হয়ে থাকেন অর্থাৎ ভোটার তালিকায় যদি আপনার নাম না থেকে থাকে তাহলে কখনোই ভোট অন্যের ভোটার নম্বর দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবেন না। আপনি নিজে ফেঁসে যাবেন। জাল ভোট দেয়া থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন। এটি দণ্ডনীয় অপরাধ।
আপনি যদি বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ কথা হলো এই যে ,যদিও ভোট দিতে আইডি কার্ডের সাথে নিতে হয় না তবুও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ভোটার আইডি কার্ড সাথে রাখতে পারেন।