যেভাবে ঘরে বসে জন্মনিবন্ধন করবেন
একজন মানুষ জন্ম নেওয়ার পর তার প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি জন্মনিবন্ধন। এটি ব্যক্তির পরিচয় প্রমাণের জন্য ব্যবহৃত হয়। সাধারণত একটি শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে জন্মনিবন্ধন করতে হয়। নানা কারণে অনেকেই এ সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করতে পারেন না। বর্তমানে তারা ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশে ২০০৪ সালে জন্মনিবন্ধন আইন প্রণয়ন করলেও ২০০৬ সাল থেকে তা কার্যকর হয়। আইন অনুযায়ী কোনো শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক। এবং জন্মের ৪৫ দিনের মধ্যে কোন শিশুর জন্ম নিবন্ধন আবেদন করলে সেটি বিনামূল্যে করা যায় তবে বয়স ৪৫ দিনের বেশি হলে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে হবে।
অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আবেদন করতে পারেন না, বিশেষ করে শহর অঞ্চলে রেজিস্টার কার্যালয়ে উপচে পড়া ভিড়ের কারণে অনেক সময় নানামুখী সমস্যা সম্মুখীন হতে হয়। এজন্য আপনি চাইলে ঘরে বসেই আপনার সন্তানের জন্য জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- শিশুর টিকা কার্ড/ মেডিকেল প্রত্যয়ন পত্র
- পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র
- গৃহ বশতির কর পরিশোধের রশিদ
আবেদন করার পদ্ধতি
১. জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন
জন্ম নিবন্ধন ওয়েবসাইটের ঠিকানা হলো: https://bdris.gov.bd/br/application
২. আবেদনকারীর ঠিকানা নির্বাচন করুন
ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম পেজে দেখতে পাবেন, “আপনার আবেদনকৃত জন্ম নিবন্ধন সনদ আপনি কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান?” এই প্রশ্নের উত্তরে আপনার জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা নির্বাচন করুন।
৩. আবেদনকারীর তথ্য প্রদান করুন
দ্বিতীয় পেজে আবেদনকারীর তথ্য প্রদান করতে হবে। এই পেজে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ধর্ম, জাতীয়তা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।
৪. পিতা বা মাতার তথ্য প্রদান করুন
তৃতীয় পেজে পিতা বা মাতার তথ্য প্রদান করতে হবে। এই পেজে পিতা বা মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ধর্ম, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।
৫. আবেদনকারীর ঠিকানা সনাক্তকরণ ও আবেদনকারীর পরিচয় প্রদান
চতুর্থ পেজে আবেদন কারি স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা শনাক্ত করতে হবে এবং আবেদনকারীর পরিচয় প্রদান করতে হবে
৬. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
জন্ম নিবন্ধন আবেদনের প্রমাণপত্র হিসেবে আপনার কাছে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সে সমস্ত ডকুমেন্টের কপি আপলোড করুন
৭. আবেদন জমা দিন
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর “আবেদন জমা দিন” বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।
৮. আবেদন ফি প্রদান করুন
পঞ্চম পেজে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি বয়সের ভেদে আলাদা আলাদা হবে, ০ থেকে ৪৫ দিন বয়সী বাচ্চাদের জন্য ফ্রি, পাঁচ বছরের নিচের যে কোন বয়সের বাচ্চাদের জন্য ৫০ টাকা, এবং এর উপরের বয়সী হলে ১০০ টাকা টাকা। এই ফি অনলাইনে ই পেমেন্টে এ চালান দিয়ে ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট বা নগদ দিয়ে প্রদান করা যাবে।
আপনার আবেদনপত্র জমা দেওয়ার পর জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা এটি যাচাই করবেন। যাচাইয়ের পর আপনার আবেদন অনুমোদিত হলে আপনাকে একটি এসএমএস বা ইমেইল পাঠানো হবে। এরপরে সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন।