মৌজা কিভাবে বের করবো? মৌজা ম্যাপ বের করার নিয়ম
জমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হলো মৌজা ম্যাপ। জমি ক্রয়-বিক্রয় কিংবা জমে চিহ্নিত করার জন্য মৌজা ম্যাপ প্রয়োজন হয়। মৌজা কিভাবে বের করবো ? এই প্রশ্নের উত্তর নিয়ে লেখাটিকে সাজানো হয়েছে। উপজেলা সমূহের মৌজা ম্যাপ ও অনলাইন থেকে মৌজা ম্যাপ ডাউনলোড সম্পর্কিত সকল তথ্য নিচে আলোচনা করা হলো।
অনলাইন থেকে মৌজা ম্যাপ ডাউনলোডের জন্য বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় অফিশিয়াল ওয়েবসাইট সবথেকে ভালো। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে উপজেলা সমূহের মৌজা ম্যাপ বের করে নিতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
এই পোস্টের সার সংক্ষেপ
মৌজা ম্যাপ কি?
মৌজা বলতে সাধারণত গ্রামকে বুঝানো হয়। জমির হিসাব এর ক্ষেত্রে গ্রামকে মৌজা নামে উল্লেখ করা হয়। মৌজা ম্যাপ হল কোন জমির নকশা। তথা আপনি উক্ত নকশা দেখে আপনার জমির স্থান সনাক্ত করতে পারবেন। সাধারণত জায়গা জমি সংক্রান্ত সরকারি কাজে গ্রামকে মৌজা হিসেবে চিহ্নিত করা হয়।
মৌজা কিভাবে বের করবো
মৌজা ম্যাপ বের করার জন্য eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে “মৌজা ম্যাপ” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদের বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন এবং মৌজা এবং সিট নং বসিয়ে “খুজুন” বাটনে ক্লিক করুন।
অনলাইন থেকে খুব সহজে মৌজা ম্যাপ চিহ্নিত করতে পারবেন এবং সাটিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। মৌজা ম্যাপ বের করা সম্পূর্ণ পদ্ধতি নিজে আলোচনা করা হয়েছে তার পূর্বে জেনে নেয়া দরকার অনলাইন থেকে মৌজা ম্যাপ বের করার জন্য কি কি প্রয়োজন?
মৌজা বের করার জন্য কি কি প্রয়োজন
অনলাইন থেকে মৌজা ম্যাপ দেখার জন্য শুধুমাত্র জমির স্থানের বিভাগ, জেলা ও উপজেলা এবং মৌজা নাম জানা থাকতে হবে। এবং উক্ত জমির পর্চা নাম ও দাগ নাম্বার অথবা সিট নং জানা থাকতে হবে। শুধুমাত্র এই তথ্যগুলো প্রদান করে ভূমি মন্ত্রণালয়ে ওয়েবসাইট থেকে মৌজা কপি দেখতে পারবেন।
প্রয়োজনীয় তথ্যঃ
- বিভাগ নাম
- জেলা নাম
- উপজেলা নাম
- মৌজা নাম
- পর্চা নাম।
- দাগ নং / সিট নং
অনলাইন থেকে মৌজা বের করার পদ্ধতি
ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মৌজা বের করা সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপ অনুসারে দেখানো হলো। মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে একই পদ্ধতিতে মৌজা অনুসন্ধান করতে পারবেন।
ধাপ – ১: মৌজা দেখার জন্য প্রথমে https://land.gov.bd/ এই লিংকে ক্লিক করে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ধাপ – ২: একটু স্কল করে নিচে গিয়ে অথবা “নাগরিক কর্নার” বাটনে ক্লিক করে “স্মার্ট ভুমি রেকর্ড ও ম্যাপ” অপশনে ক্লিক করে প্রবেশ করুন।
ধাপ – ৩: এখান থেকে যেহেতু আমরা মৌজা ডাউনলোড করব সেহেতু “মৌজা ম্যাপ” বাটনে ক্লিক করে মৌজা ম্যাপে প্রবেশ করতে হবে।
ধাপ – ৪: মৌজা ম্যাপ – অনলাইন আবেদন মেনু থেকে যথাক্রমে আমরা যেই জমির মৌজা যাচাই করতে চাই সেই স্থানের বিভাগ এবং জেলা সিলেক্ট করব। এরপরে উপজেলা সিলেক্ট করে দেবো
ধাপ – ৫: এরপরে “সার্ভে টাইপ” থেকে আমাদের পর্চার নাম সিলেক্ট করে দিব।
ধাপ – ৬: পরবর্তীতভ মৌজা নাম সিলেক্ট করে সিট নং অথবা দাগ নং বসিয়ে দিতে হবে। মৌজা অনলাইন কপি ডাউনলোড করার জন্য পূর্বে আপনাদের জমির মৌজা স্থানের নাম জানা থাকতে হবে।
ধাপ – ৭: উপরে তথ্যগুলো পুনরায় যাচাই করে “খুজুন” বাটনে ক্লিক করুন। একটু সময় লোড নিয়ে আপনাদের মৌজা ম্যাপ এবং সিট নং চলে আসবে।
উপরে উল্লেখিত পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনার মৌজা দেখে নিতে পারবেন। সার্টিফাইড কপির জন্য আবেদন করতেন নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
মৌজা সার্টিফাইড কপির জন্য আবেদন
অনলাইনের মাধ্যমে মৌজা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে অনুসন্ধান প্রক্রিয়া শেষ হলে মৌজা ম্যাপ এর নিচে থাকা “আবেদন করুন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদেরকে নিচের ছবির মত একটি পেইজে নিয়ে আসা হবে।
সার্টিফাইড কপির জন্য আবেদন করতে যথাক্রমেঃ
- ডেলিভারির মাধ্যম (আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে সার্টিফিকেট কপি ডেলিভারি দিতে পারেন)
- নাম এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার
- ইমেইল এবং মোবাইল নাম্বার
- সম্পূর্ণ ঠিকানা
- গাণিতিক ক্যাপচা যোগফল প্রদান করুন
- পেমেন্ট বিবরণী সিলেক্ট করুন
এগুলো সিলেক্ট করে “পরবর্তী ধাপ (পেমেন্ট)” বাটনে ক্লিক করে সার্টিফাইড কপি আবেদন ফ্রি পরিশোধ এর মাধ্যমে
আবেদন সম্পূর্ণ করতে পারবেন। উক্ত পদ্ধতিতে খুব সহজে অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে মৌজা বের করতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
আশাকরি, মৌজা কিভাবে বের করবো ? এই প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। মৌজা ম্যাপ ও জমি সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য কমেন্ট করুন।