এমবি ট্রান্সফার করার নিয়ম ( সকল অপারেটর )
এমবি ট্রান্সফার করার নিয়ম যারা জানেন না আজকে আমি আপনাদের সাথে এই পদ্ভতিটা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সহজে এমবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই ।
মনে করেন, আপনার কোন এক বন্ধুর মোবাইল ফোনে হটাৎ করে ইন্টারনেট / এমবি শেষ হয়ে গেল । সে এমন একটা পারিস্থিতি তে আছে যে তার পক্ষে এখন রিচার্জ করা কোন ভাবে সম্ভব না । তখন আপনি চাইলে কিন্তু তাকে সহযোগিতা করতে পারেন । আপনার সিমে থাকা এমবি তার সিমে ট্রান্সফার করতে পারেন খুভ সহজে । চলুন যেনে নেই কিভাবে এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করবেন সহজেই ।
এই পোস্টের সার সংক্ষেপ
এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম
আপনারা খুব সহজেই সিম অপারেটর নির্বাচন করে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠাতে পারবেন. তবে জেনে রাখা ভালো আপনারা এক অপারেটর থেকে অন্য অপারেটরে কখনোই এমবি ট্রান্সফার করতে পারবেন না যেমন বাংলালিংক থেকে গ্রামীন ফোনে এমবি ট্রান্সফার করতে পারবেন না অথবা এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন না। আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন শুধু সেই সকল সিম অপারেটরের মধ্যে যেমন বাংলালিংক টু বাংলালিংক গ্রামীন টু গ্রামীন এয়ারটেল টু এয়ারটেল ইত্যাদি। চলুন যানি এমবি ট্রান্সফার করার নিয়ম
বাংলালিংক থেকে বাংলালিংক এমবি ট্রান্সফার
বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে সহজে এমবি ট্রান্সফার করার জন্য আপনার যা যা করতে হবে এবং যা থাকতে হবে ।
- অবশ্যই একটি বাংলালিংক সিম কার্ড থাকতেই হবে ।
- সিম কার্ডটিতে অবশ্যই বাংলালিংক প্লে প্যাকেজ থাকতে হবে ।আর প্লে প্যাকেজ না থাকলে ( প্রথমে P লিখে 9999 নাম্বারে প্লে প্যাকেজ করে নিতে হবে ) আগের প্লে প্যাকেজ করা থাকলে এখন প্লে প্যাকেজ করতে হবে না ।
- যার কাছে এমবি ট্রান্সফার করবেন তার বাংলালিংক সিমেও প্লে প্যাকেজ থাকতে হবে, আর না থাকলে প্লে প্যাকেজ করে নিতে হবে।
বাংলালিংকে এমবি ট্রান্সফার করার নিয়ম
বাংলালিংকে ৫ এমবি ট্রান্সফার করার জন্য ডায়াল করুন *132*15* এরপরে যে নাম্বারে এমবি ট্রান্সফার করবেন ঐ নাম্বার এবং ‘’#’’
ধরুন আপনি এমবি ট্রান্সফার করবেন 01987xxxx90 এই নাম্বারে । তাহলে এমবি ট্রান্সফার করার কোড হল *132*15*01987xxxx90# । আপনাকে এইভাবে কোড ডায়াল করতে হবে। এবার আপনার নাম্বারের ব্যালেন্স থেকে ২ টাকা কেটে নেয়া হবে এবং ঐ নাম্বারে গিফট হিসেবে ৫ এমবি চলে যাবে। এমবি ব্যাবহার এ’র পরিমান জানতে হলে ডায়াল করুনঃ *222*3# ।
জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার
অন্যন্য সিমের মত গ্রামীনফোন সিমেও এমবি ট্রান্সফার করা যায় খুব সহজেই । জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে । igift <স্পেস> এমবির পরিমান <স্পেস> রিসিভার নাম্বার <স্পেস> আপনার নাম লিখে পাঠিয়ে দিন 5000 নাম্বর এ ।। উধাহরনঃ
৭৫ এমবি: igift 75mb receiver’s number senders name.
২৫০ এমবি: igift 250mb receiver’s number senders name.
১ জিবি: igift 1gb receiver’s number senders name.
Smart Plan 299: igift sp299 receiver’s number senders name.
৪ এমবি: igift 4mb receiver’s number senders name.
রবি থেকে রবি এমবি ট্রান্সফার করার নিয়ম
রবি টু রবি নাম্বারে যে ভাবে এমবি ট্রান্সফার করবেন তা দেখানো হলোঃ
১০ এমবি পাঠাতে হলে ডায়াল করুন *141*712*11* এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার # যেমনঃ *141*712*11*01809xxxxx4#
২৫ এমবি পাঠাতে হলে ডায়াল করুন *141*712*9* এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার # যেমনঃ *141*712*9*01809xxxxx4#
৬০ এমবি পাঠাতে হলে ডায়াল করুন *141*712*4* এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার # যেমনঃ *141*712*4*01809xxxxx4#
এয়ারটেল থেকে এয়ারটেল এমবি ট্রান্সফার
এয়ারটেলে ১০ এমবি ট্রান্সফার করার নিয়ম হলো
১০ এমবি এর জন্য ডায়াল করুন – *141*712*11* এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার # যেমনঃ *141*712*11*01609xxxxx4#
২৫ এমবি এর জন্য ডায়াল করুন – *141*712*9* এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার # যেমনঃ *141*712*9*01609xxxxx4#
এয়ারটেলে ৬০ এমবি ট্রান্সফার করার নিয়ম হলো ।
৬০ এমবি এর জন্য ডায়াল করুন *141*712*4* এবং যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার # যেমনঃ *141*712*4*01609xxxxx4#
আরো জানতে ডায়াল করুন : *141*1# ।