মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম
এখন খুব সহজেই eservices.imi.gov.my থেকে মালয়েশিয়া কলিং ভিসা চেক করা যাবে। আজকের এই পোস্টে পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং চেক করা যাবে কিনা বিস্তারিত জানাবো ।
আপনার অনেকেই জানেন দীর্ঘ চার বছর বন্ধ থাকার পরে বিগত কিছুদিন আগে মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং বা মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে। এই সময়ে বাংলাদেশ থেকে লাখ লাখ কর্মী কলিং ভিসার জন্য আবেদন করেছেন।
মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার পরে অনেকের মনে অনেক প্রশ্ন এবং কৌতূহল জাগে যে আদৌ ভিসা প্রসেসিং হচ্ছে কিনা অথবা ভিসা ইস্যু হচ্ছে কিনা। আবার অনেক সময় আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনার হাতে পাওয়া কলিং পেপারটি সঠিক কিনা অর্থাৎ আপনার সাথে কোন প্রতারণা হয়েছে কিনা।
আপনি যদি মালয়েশিয়া কলিং ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি খুব সহজেই যাচাই করতে পারবেন যে আপনার মালেশিয়ার কলিং ভিসাটি আদৌ ইস্যু হয়েছে কিনা।
মালয়েশিয়া কলিং ভিসা 3 টি উপায়ে চেক করতে পারবেন।
- কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার
- ভিসা এপ্লিকেশন/রেফারেন্স নাম্বার
- পাসপোর্ট নাম্বার
উপরোক্ত দুটি নাম্বার আপনার কলিং পেপারে দেওয়া থাকবে। অর্থাৎ আপনাকে যে কোলিং পেপারটি দেওয়া হবে সেই কলিং পেপারের কোম্পানি নামের সামনে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডান পাশে বারকোডের উপরে ভিসা অ্যাপ্লিকেশন বা রেফারেন্স নাম্বার দেয়া থাকবে।
মালয়েশিয়া কলিং ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য ভিজিট করুন eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে। এরপরে কলিং পেপারে থাকা ভিসা এপ্লিকেশন নাম্বার অথবা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। সবশেষে মালেশিয়া কলিং ভিসা তথ্য জানতে পারবেন।
- সর্বপ্রথম ভিজিট করুন eservices.imi.gov.my । এরপর আপনি তিনটি ঘর দেখতে পাবেন।
- No. Pendaftaran Syarikat এর ঘরে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ( উদাহরণ 872458-B ) টাইপ করুন,
- অথবা Nombor Permohonan এর ঘরে কলিং পেপারের বারকোডের উপরে থাকা এপ্লিকেশন নাম্বার ( উদাহরণ BPA/FWCMS/MLAD1630081507) টাইপ করুন।
- সবশেষে Carian বাটনে ক্লিক করলে কলিং ভিসার তথ্য দেখতে পাবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং চেক
এই কাজটি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Malaysia Visa Check MVC এপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপটি ওপেন করার পরে Visa Check With Passport Number ক্লিক করতে হবে। অতঃপর আপনার পাসপোর্ট নাম্বার টাইপ করে Search বাটনে ক্লিক করুন।
মূলত পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক অর্থাৎ কলিং চেক করার সার্ভিসটি মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃক সরাসরি বন্ধ রয়েছে। বিকল্প পদ্ধতিতে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে মালয়েশিয়া কলিং চেক পাসপোর্ট নাম্বার দিয়ে করতে পারব।
- প্রথমত আপনাকে google play store থেকে সার্চ করতে হবে Malaysia Visa Check MVC
- এরপরে যে অ্যাপটা আসবে সেট ইন্সটল করে নিতে হবে
- অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন এবং সর্ব উপরে পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং ভিসা চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে।
- এরপর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ বাটন ক্লিক করলেই আপনার ভিসা তথ্য দেখতে পারবেন।
হোমপেজে যান | Home |
ভিসা সম্পর্কিত আরও তথ্য | Visa Information |