ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানুন

আজকের এই পোষ্ট এর মাধ্যমে জানতে পারবেন ই পাসপোর্টের বর্তমান অবস্থা ২০২২ সম্পর্কে। যারা বিগত দিনে বা সম্প্রতিককালে ই পাসপোর্টের আবেদন করেছেন, ফিঙ্গার দিয়েছেন, এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেছেন তাদের ই-পাসপোর্ট বর্তমানে কোন অবস্থানে আছে এটি আপনাদের জানা উচিত। E Passport Status Check করার মাধ্যমে জানতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি কিংবা প্রিন্ট হয়েছে কিনা। 

ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রথমত আপনার একটি জিনিসের দরকার পড়বে। আর সেটা হলো ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ। আপনি যখন পাসপোর্ট এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন তখন পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি সম্ভাব্য ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছিল

E passport Application ID যেটি দিয়ে আপনি খুব সহজেই আপনার ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই পাসপোর্টের বর্তমান অবস্থা

এটি জানার জন্য ভিজিট করুন epassport.gov.bd ওয়েবসাইটে। মেনু অপশন থেকে Check Status বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনার ই-পাসপোর্ট Application ID এবং আপনার জন্ম তারিখ লিখে Check বাটনে ক্লিক করলে ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানা যাবে।

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ ধাপটি নিচে step-by-step দেখানো হলো। যেখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন জায়গায় কি তথ্য প্রদান করতে হবে। এবং কি তথ্য প্রয়োজন।

Time needed: 2 minutes

 

  1. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করুন

    ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হলে প্রথমত ভিজিট করুন epassport.gov.bd ওয়েবসাইটে। সাধারণত ই পাসপোর্ট সংক্রান্ত যেকোন তথ্য কিংবা ই পাসপোর্ট এর আবেদন এবং আরও তথ্যের জন্য এই ওয়েবসাইটটি সরকারিভাবে প্রদত্ত। ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইটে আমাদের প্রবেশ করতে হবে



  2. Check Status ক্লিক করুন

    মেনু থেকে Check Status নামের একটি অপশন পাবেন সেটি ক্লিক করুন। মোবাইল হলে মেনু অপশন বাম পাশে থাকবে আর কম্পিউটার হলে উপরে থাকবে। এরপর নিচের মত একটি ওয়েব পেজ দেখতে পাবেন যেখানে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে হবে।


  3. প্রয়োজনীয় তথ্য পূরণ করুন

    ই পাসপোর্ট এর বর্তমান অবস্থান জানার জন্য Online Registration ID এবং Application ID নামের দুটি অপশন দেখতে পাবেন এখান থেকে Application ID অপশনটি সিলেক্ট করে আপনার ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার টি প্রদান করুন।
    পরবর্তী ঘরে আপনাকে আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে। আপনি যখন পাসপোর্ট করেছেন সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডে আপনার যেই জন্মতারিখ প্রদান করা আপনাকে সে জন্ম তারিখটি উক্ত ফরমে প্রদান করতে হবে।

    e passport status check

  4. ক্যাপচা পুরন করুনঃ

    প্রয়োজনীয় তথ্য পূরণ করা শেষে আপনাকে একটি কাজ করতে হবে সেটা হলো আপনি রোবট না মানুষ সেটি আপনাকে প্রমাণ করতে হবে এটি করার জন্য I am Human বাটনটিতে ক্লিক করুন এবং প্রয়োজনীয় ক্যাপচা সাবমিট করুন।

  5. Check বাটনে ক্লিক করুন

    প্রয়োজনীয় তথ্য এবং ক্যাপচা পুরন করার পরে আপনাকে সবশেষে যে কাজটি করতে হবে সেটা হল Check বাটনে ক্লিক করতে হবে। আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক হয় অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার জন্ম তারিখ যদি সঠিক হয় তাহলে Check বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন।
    ই পাসপোর্টের বর্তমান অবস্থা

এসএমএসের মাধ্যমে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক

আপনি চাইলে অনলাইন সার্ভিস ব্যবহার না করে অফলাইনে আপনার মোবাইলের মেসেজ এর মাধ্যমে ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন।

SMS এর মাধ্যমে ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EPP <space> Application ID এবং সেন্ড করুন 26969 নাম্বারে

উদাহরনঃ EPP 4004-000012345 SEND TO 26969

হোমপেজে যাও

Home

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

ভিজিট

পাসপোর্ট করতে কি কি লাগে

ভিজিট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *