মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম (এসএসসি/এইসএসসি এবং মাদ্রাসা বোর্ড )
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আপনার আর খোঁজাখুঁজি করতে হবে না। কারণ আজকের এই পোস্টে আমরা আপনার পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আপনি যদি বর্তমানে কোন পাবলিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম আপনার জেনে রাখা উচিত। কারণ খুব শীঘ্রই আপনার ( এসএসসি, এইচএসসি,) পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে।
এসএসসি পরীক্ষার রেজাল্ট, এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট দুটি একইভাবে আপনারা বের করতে পারবেন। যদিও অনেক সময় আমরা পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানি কিন্তু আমাদের সেটা মনে থাকে না। আর তাই আবারও এই পোস্ট পড়ে আপনি মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট এবং এইচএসসি পরীক্ষার মার্কশীট সহ রেজাল্ট বের করতে পারবেন। পরীক্ষার ফলাফল বের করার নিয়ম সম্পর্কে নিচে দেওয়া হল
এই পোস্টের সার সংক্ষেপ
পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আপনি যেকোনো পাবলিক পরীক্ষায় দেন না কেন পরীক্ষার রেজাল্ট দেখার দুটি পদ্ধতি রয়েছে। আর সেই পদ্ধতিটি হলো
১/এসএমএসের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট
২/অনলাইনের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট
উপরোক্ত দুটি পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোন পাবলিক পরীক্ষা যেমন, জেএসসি, এসএসসি, এইচএসসি, দাখিল আলিম পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। চলুন নিচে আস্তে আস্তে অনলাইনের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনাকে আপনার বোর্ডের 3 শব্দের সংক্ষেপ জানতে হবে নিচে শিক্ষা বোর্ডগুলোর তিন শব্দের সংক্ষিপ্ত নাম দেওয়া হল।
- DHA = Dhaka Education Board
- CHI = Chittagong Education Board
- COM = Cumilla Education Board
- BAR = Barishal Education Board
- JES = Jessore Education Board
- RAJ = Rajshahi Education Board
- SYL = Sylhet Education Board
- DIN = Dinajpur Education Board
- MAD = Madrasah Education Board
- BTE = Bangladesh Technical Education Board
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
মোবাইলে আপনার পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলে মেসেজ অপশন থেকে টাইপ করুন SSC অথবা HSC <Space> Board Name <Space>Roll Number <space> Exam Year অর্থাৎ পরীক্ষার বছর। এটা লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরন SSC DHA 435072 2022. ফিরতি মেসেজে আপনার পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
মার্কশীট সহ এসএসসি/ এইচএসসি রেজাল্ট
মার্কশীট সহ এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট educationboardresults.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে পরীক্ষার ধরন, পরীক্ষার বছর, বোর্ড, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে ফলাফল জানতে পারবেন এবং মারকশীট ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে সর্বপ্রথম আপনার এডমিট কার্ড টি সাথে করে রাখতে হবে। এডমিট কার্ডের উপরে লেখা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে ওয়েবসাইটটিতে প্রদান করতে হবে। নিচে ওয়েবসাইটটির লিংক দেওয়া হলঃ
- প্রথমে educationboardresults.gov.bd সাইটে প্রবেশ করুন এরপরে উপরের মত একটি পেজ দেখতে পারবেন
- Examination ঘরে আপনার পরীক্ষার নাম দিন যেমন SSC/Dakhil or HSC/Alim , অন্যান্য হলে সেগুলো দেখতে পাবেন এবং সেই অনুযায়ী সিলেকশন করে নিবেন
- Yearএর ঘরে আপনার পরীক্ষার বছর দিন আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন সেটি প্রদান করবেন
- Board এর ঘরে আপনি যে উপর থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড উল্লেখ করুন
- Roll এর ঘরে আপনার এডমিট কার্ডে প্রদত্ত রোল নম্বরটি প্রদান করুন
- Reg এর ঘরে আপনার এডমিট কার্ডে প্রদত্ত আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেয়া থাকবে সেটি টাইপ করুন
- পরের ঘরে দুটি সংখ্যা দেয়া থাকবে সেটির যোগফল যোগফল নির্ণয় করুন
- সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন. এরপরে আপনার মার্কশিট সহ পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন
রেজাল্ট দেখার পূর্বে আপনাকে অবশ্যই এইচএসসি রেজাল্ট কবে দিবে বা এসএসসি রেজাল্ট কবে দিবে সে সম্পর্কে জেনে রাখতে হবে। কারণ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক রেজাল্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আপনারা মোবাইলে রেজাল্ট দেখতে পারবেন না বা কম্পিউটারেও রেজাল্ট দেখার কোন সুযোগ নেই। সাধারণভাবে বর্তমানে যেকোনো পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় নির্ধারিত তারিখে দুপুর 12 টা থেকে দুপুর 2 টার ভিতরে। দুইটার ভিতরে এর আগে যত রেজাল্ট দেখার চেষ্টা করেন কোন ফিরতি রিপ্লে পাবেন না।
উপরে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম যেটা দেখানো হয়েছে সেটা এসএসসি রেজাল্ট দেখার নিয়ম এবং এসএসসি রেজাল্ট দেখার নিয়ম এর সংমিশ্রণে। তবে যদি এসএসসি অথবা এইচএসসি রেজাল্ট আলাদা করে দেখতে চান তাহলে আপনাকে যা করতে হবে সেটি হলঃ
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSC <Space> Board Name <Space>Roll Number <Space> Exam Year এটা লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ SSC BAR 404578 2022। প্রতিটি এসএমএস এর জন্য চার্জ প্রযোজ্য।
মার্কশীট সহ এসএসসি রেজাল্ট পাওয়ার জন্য উপরে নিয়ম ফলো করুন।
এইস এস সি রেজাল্ট দেখার নিয়ম
এইসএসসি রেজাল্ট দেখার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC <Space> Board Name <Space>Roll Number <Space> Exam Year এটা লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ SSC BAR 404578 2022। ফিরতি রিপ্লে তে আপনার রেজাল্ট জানিয়ে দিবে।
মার্কশীট সহ এইস এস সি রেজাল্ট পাওয়ার জন্য উপরে নিয়ম ফলো করুন।
দাখিল/ আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল অথবা আলিম পরীক্ষা দিয়েছেন তারা খুবই সহজে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। এসএমএসের মাধ্যমে দাখিল ও আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইল মেসেজ অপশন থেকে টাইপ করুন Dakhil / Alim < Space > MAD < Space > Roll No < Space > Exam Year লেখার পরে সেন্ড করুন 16222 নাম্বারে।
উপরে Dakhil/Alim দেয়ার মানে এটা বুঝিয়েছি যে আপনি দাখিল অথবা আলিম যে কোন একটি পরীক্ষার নাম্বার চেক করে নেবেন অর্থাৎ আপনি যে পরীক্ষার রেজাল্ট বের করতে যাচ্ছেন যদি দাখিল পরীক্ষার রেজাল্ট বের করতে চান তাহলে Dakhil < Space > MAD < Space > Roll No < Space > 2021 and send to 16222. আর যদি আলিম পরীক্ষার রেজাল্ট বের করতে চান তাহলে Alim < Space > MAD < Space > Roll No < Space > Exam Year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
মার্কশিট সহ দাখিল/ আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য উপরোক্ত নিয়ম ফলো করুন। একই নিয়মে শুধু পরীক্ষার ধরনের জায়গায় আপনার দাখিল অথবা আলিম বাছাই করে নিবেন এবং বোর্ডের জায়গায় মাদ্রাসা বোর্ড সিলেকশন করে নিবেন।