এটিএম কার্ড ব্যবহারের নিয়ম

এটিএম কার্ড ব্যবহারের নিয়ম আমরা অনেকেই জানিনা।  আমরা অনেকেই ব্যাংক থেকে এটিএম কার্ড সংগ্রহ করে থাকি এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য,  কিন্তু নতুন নতুন ভাবে অনেকেই এটিএম কার্ড ব্যবহারের নিয়ম সঠিকভাবে জানিনা যার কারণে এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হই।

আজকের আর্টিকেলে এটিএম কার্ড দিয়ে টাকা তোলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব,  সম্পূর্ণ পোস্টটি পড়লে আপনার আর কোন সমস্যা থাকবে না এটিএম কার্ড ব্যবহার নিয়ে।

এটিএম কার্ড কি

উইকিপিডিয়া অনুসারে এটিএম কার্ড হল একটি ডেডিকেটেড পেমেন্ট কার্ড,  যা ব্যবহারের দ্বারা একজন কার্ড হোল্ডার ফিনান্সিয়াল সমস্ত কার্যক্রম এর সুবিধা উপভোগ করতে পারবে। এটিএম কার্ড কে শপিং কার্ড ও বলা যায়। 

এটিএম কার্ড আয়াতকার কোন বক্সের সেইপ এর মত দেখতে হয়,  এটা সম্পূর্ণ প্লাস্টিক কার্ড যেটা দুইটি  পিঠে তথ্য বহুলপ্রিন্ট রয়েছে । ফ্রন্ট পেজ  সামনের অংশে সিম কার্ডের মতো দেখতে একটি ইলেকট্রনিক মাইক্রোচিপ থাকে যেটা দ্বারা ইলেকট্রন এর মাধ্যমে ফিনান্সিয়াল মেশিনগুলো একাউন্ট ইনফর্মেশন একসেপ্ট করে থাকে ।

এছাড়া কার্ডের উপরে খোদাই করা ধাতব পদার্থ দিয়ে কার্ড হোল্ডার এর নাম থাকে এবং সাথে কার্ড নাম্বার ও তার মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে। ব্যাক সাইডে CVV/CVVC নামের তিনটি গাণিতিক সংখ্যা উল্লেখ থাকে যা কার্ডের একটি সিকিউরিটি নাম্বার।

এটিএম কার্ড কোন ডেবিট কিংবা ক্রেডিট কার্ড নয় তবে এটা ব্যবহার করে অর্থায়ন কার্যক্রম সম্পন্ন করা যাবে। কিন্তু ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে বুথ থেকে টাকা তোলা সহজ যাবতীয় ফিনান্সিয়াল সুবিধা ভোগ করা যায় যা অনেকটা এটিএম পেমেন্ট কার্ডে নেই।ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পূর্ণ আলাদা সিস্টেম তবে আমরা অনেকেই ডেবিট এবং ক্রেডিট কার্ড কি এটিএম কার্ড মনে করি তো যাই হোক ডেবিট এবং ক্রেডিট কার্ড এটিএম কার্ড যাই বলি না কেন প্রত্যেকটা কার্ড ব্যবহারের নিয়ম প্রায় এক

এটিএম কার্ড ব্যবহারের নিয়ম

এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা তুলতে হলে এটিএম কার্ড টি বুথ মেশিনে প্রবেশ করে PIN নাম্বার এবং উত্তোলনকৃত টাকার পরিমাণ  সিলেক্ট করে দিবেন। এরপর ATM মেশিন থেকে আপনার উত্তোলনকৃত টাকা মেশিন থেকে বেরিয়ে আসবে,  এই নিয়মে আপনি আপনার এটিএম কার্ড ব্যবহার করতে পারেন। 

সংক্ষেপে এই নিয়মে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।  সব ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারের নিয়ম  প্রায় একই রকম, এবং ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম একিই। তবে ভিন্ন ভিন্ন এটিএম বুথ মেশিনের ফাংশনালিটি এবং ইন্টারফেস কিছুটা আলাদা হতে পারে। কিন্তু এটিএম কার্ড ব্যবহার করে বা এটিএম থেকে টাকা তোলার নিয়ম সব জায়গায় এবং সব এটিএম বুথে একই রকমের যা নিচে দেওয়া হল।

এটিএম কার্ড ব্যবহারের নিয়ম
এটিএম কার্ড ব্যবহারের নিয়ম

এটিএম থেকে টাকা তোলার নিয়ম

  • এটিএম থেকে টাকা তুলতে হলে আপনার নিকটস্থ এটিএম বুথে যেতে হবে।
  • বুথ মেশিনে আপনার এটিএম কার্ড টি প্রবেশ করাবেন 
  • এরপরে আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটি দিবেন
  • টাকা তুলতে হলে ফাংশনালিটি থেকে এটিএম মেশিনে Withdraw বাটনটি প্রেস করুন
  • টাকার পরিমান টি উল্লেখ করুন।  নিচের টাকার পরিমাণ দেওয়ার জন্য কিবোর্ড পাবেন
  • টাকার কোন রশিদ উত্তোলন করতে চাইলে রশিদ এর অপশন থেকে “হ্যা” প্রেস করুন আর না চাইলে “না” প্রেস করুন।
  • সবশেষে নিশ্চিত প্রেস করুন।
  • কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এটিএম মেশিনের নিচে অবস্থিত মানি আউট সেকশন থেকে আপনার টাকা টি বেরিয়ে আসবে সেখান থেকে আপনার টাকা তুলতে পারবেন।

এটিএম কার্ড থেকে টাকা তোলার আগে অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স বা এটিএম কার্ডের ব্যালেন্সথাকতে হবে। তা না হলে আপনার ট্রানজেকশন টি ডিক্লাইন হয়ে যাবে। 

এটিএম কার্ডের পিন যদি বারবার ভুল প্রবেশ করান তাহলে আপনার কার্ডটি এটিএম মেশিনের ভিতরে আটকে  যেতে পারে।

 

এটিএম কার্ড রিলেটেড প্রশ্ন এবং উত্তর

এটিএম কার্ডের নাম্বার কোথায় থাকে

এটিএম কার্ডের নাম্বার ফন্ট সাইডে কার্ড হোল্ডার এর নামের নিচে ধাতব পদার্থ দিয়ে প্রিন্ট করা থাকে এটিএম কার্ড সহ যাবতীয় ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের নাম্বার একই স্থানে অবস্থিত থাকে। 

এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি

এটিএম কার্ডটা মূলত ব্যাংকিং অর্থায়নের কাজে ব্যবহার করা হয়ে থাকে আর এটিএম কার্ড বা কোন ফিনান্সিয়াল প্রতিষ্ঠানটি প্রদত্ত হয়।  ব্যাংক থেকে সবচেয়ে দ্রুত টাকা তোলার মাধ্যম হচ্ছে এটিএম কার্ড।

এটিএম কার্ডের পিন ভুলে গেলে করণীয় কি?

আপনার এটিএম কার্ডের পিন ভুলে গেলে আপনার ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।

এটিএম কার্ড হারিয়ে গেলে করণীয় কি

এটিএম কার্ড হারিয়ে গেলে থানায় একটি জিডি করে রাখতে পারেন।  এবং সাথেই আপনার উক্ত ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করে  হারানো এটিএম কার্ড টি বন্ধ করে  দিতে হবে এবং নতুন একটি এটিএম কার্ডের জন্য আবেদন করতে হবে ব্যাংকের  নিকট।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *