বয়স বের করার নিয়ম – বয়ষ ক্যালকুলেটর
আপনার বয়স কত বের করতে চান? তাহলে দেখুন বয়স বের করার নিয়ম । আমাদের দেওয়া টুলস দিয়ে আপনি খুব সহজেই আপনার বয়স ক্যাল্কুলেট করে বয়স বের করতে পারবেন।
বয়স বের করার নিয়ম
বয়স বের করার জন্য বয়স ক্যালকুলেটরে আপনার জন্ম তারিখ এবং জন্ম তারিখ থেকে যে তারিখ পর্যন্ত বয়স ক্যালকুলেশন করতে চান সেটি প্রদান করতে হবে। দুটি তারিখের বিয়োগফল ই হবে আপনার সঠিক বয়স। অর্থাৎ জন্ম তারিখ হয় যদি হয় 2000 সাল আর যদি আপনি 2000 সাল থেকে 2022 বিয়োগ করেন তাহলে আপনার বয়স গিয়ে দাঁড়াবে 22 বছর।
বয়স মূলত আপনি মুখে ক্যালকুলেশন করতে পারবেন তবে সেটা অনেকটা সময় সাপেক্ষ। তবে উক্ত টুলস এর ব্যবহারের ফলে আপনি আপনার বয়স ক্যালকুলেশন করতে পারবেন অনায়াসে। এই ক্যালকুলেটর ব্যবহার বয়স বের করা সহজ।
আপনি চাইলে আপনার জন্ম তারিখ থেকে যেকোন তারিখের বয়স বের করতে পারবেন। ধরুন আপনার জন্ম সাল 2001 এখন আপনি চাচ্ছেন 2015 সাল পর্যন্ত আপনার বয়স কত ছিল সেটা জানার, আপনি চাইলে সেটাও বের করতে পারবেন এই বয়স ক্যালকুলেটর এর মাধ্যমে। এজন্য আপনাকে আপনার জন্ম তারিখ এবং পরের বক্সে আপনি ঠিক কত তারিখ পর্যন্ত ক্যালকুলেশন করতে চাচ্ছেন সেই তারিখটা উল্লেখ করে দিতে হবে। সবশেষে ক্যালকুলেট বাটন এ চাপ দিলেই আপনার বয়সটা দেখা যাবে।
আপনার বয়স আপনি কিভাবে বের করবেন বা কিভাবে ক্যালকুলেশন করবেন কোন প্রকার ছাড়াই এটি জানতে হলে নিচের ভিডিওটি দেখতে পারেন। উক্ত ভিডিওতে বিস্তারিতভাবে বলা হচ্ছে আপনার বয়স বের করার নিয়ম। সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এর মাধ্যমে আপনার বয়স আপনি নির্ণয় করতে পারবেন
চাকরির বয়স বের করার নিয়ম
আপনি যদি আপনার চাকরির যোগদান থেকে আপনার আজকের তারিখটা বিয়োগ দেন তাহলে আপনার চাকরির বয়সটাও বের করতে পারবেন। চাকরির বয়স আর মানুষের বয়স বের করার দুটি কোন আলাদা নিয়ম নেই। আপনি যে নিয়মে আপনার জন্ম তারিখ থেকে বয়স বের করতে পারবেন ঠিক একই নিয়মে আপনার চাকরির বয়স বের করতে পারবেন।
শুধুমাত্র জন্ম তারিখ এর জায়গায় আপনার চাকরির যোগদানের তারিখঃ প্রদান করতে হবে এবং আপনি কোন তারিখ পর্যন্ত ক্যালকুলেশন করতে যাচ্ছেন সেটিও প্রদান করতে হবে অর্থাৎ যদি আপনি চাকরিতে যোগদানের তারিখ থেকে বর্তমানের দিন বিয়ে করতে চান তাহলে আপনি সেটি উল্লেখ করে দিবেন পরবর্তীতে ক্যালকুলেট চাপলেই আপনার চাকরির বয়ষ বেরিয়ে যাবে।