হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়

এই প্রযুক্তির দুনিয়ায় মোবাইল ফোন ছাড়া চলা একেবারেই অসম্ভব। একে অপরের সাথে যোগাযোগ রক্ষায় এবং ইন্টারনেট এক্সেস করতে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমাদের মোবাইল ফোনগুলো হারিয়ে যায়, হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় সম্পর্কে এই লেখাটিতে জানানো হবে।

অনেক সময় আমাদের মোবাইল ফোনগুলি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়। এবং উক্ত মোবাইল ফোনে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে। আমরা চাইলেই কয়েকটি স্টেপ ফলো করে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুঁজে নিতে পারি।

আপনাদের যদি মোবাইল ফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় সম্পর্কে জানতে এই লেখাটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়

হারানো মোবাইল ফোন খুঁজে পাওয়ার জন্য প্রথমে আপনাকে নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করতে হবে। জিডির কপিতে মোবাইল ফোনের IMEI নাম্বার উল্লেখ করে দিতে হবে। তারপরে প্রশাসন IMEI নাম্বারও সিমের মাধ্যমে মোবাইল ফোন ট্র্যাক করেই খুঁজে দিবে।

খুঁজে পাওয়া গেলে, কিছুদিনের মধ্যে থানা থেকে কল দিয়ে এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তাছাড়াও আপনার মোবাইল ফোন চালু থাকলে এবং এন্ড্রয়েড ফোন হলে গুগলের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে পারেন।

মোবাইল ফোন হারিয়ে গেলে সর্বপ্রথম, আপনার মোবাইল ফোনে যেই কোম্পানির সিম থাকবে উক্ত কোম্পানির হটলাইন নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আপনার সিমটি বন্ধ করে দিবেন।

এর ফলে কোন কুচক্রী লোকজন আপনার মোবাইল ফোনের মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ও অন্যান্য কোন তথ্য চুরি করতে পারবে না।

থানায় জিডি করার নিয়ম

আপনার মোবাইল ফোনটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই যেই এরিয়া থেকে আপনার ফোনটি হারাবে উক্ত এরিয়ার নিদৃষ্ট থানায় গিয়ে একটি জিডি করতে হবে। থানায় জিডি করার জন্য অবশ্যই আপনাকে একটি আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র বা দরখাস্তের মূল বিষয় হবে “হারানো মোবাইল ফোন ফিরে পেতে সাধারন ডায়েরী করার জন্য আবেদন”। উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট এই আবেদনপত্র বা দরখাস্তটি জমা দিতে হবে। আবেদনপত্রে আপনার মোবাইলের IMEI নাম্বার ও আপনার মোবাইলে থাকা সিমের নাম্বার উল্লেখ করে দিবেন।

এছাড়াও আবেদনপত্রে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা, আপনার বয়স, আপনার পিতার নাম উল্লেখ করতে হবে। সুন্দর ও সাবলীল ভাষায় একটি আবেদন পত্র লিখে উক্ত থানায় জমা দিতে হবে।

সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে হারানো মোবাইল ফোন উত্তোলনের সেবা প্রদান করা হয়। ওসি, এস আই, এই সেবার দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সকল নাগরিক এই সেবাটি উপভোগ করতে পারবে। মোবাইল ফোন উদ্ধারের জন্য ৩ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

তাই সঠিক পদ্ধতিতে জিডি করার পরে, এবং থানা থেকে আপনার জিডি আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা তা জেনে ৩ দিন থেকে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরমধ্যে থানা থেকে কোন ধরনের রেসপন্স পাওয়া না গেলে পুনরায় থানায় যোগাযোগ করতে পারেন।

গুগলের মাধ্যমে মোবাইল ফোন খোঁজার পদ্ধতি

আপনার মোবাইল ফোনটি যদি আশেপাশে কোথাও থাকে, এবং আপনি কোথায় রেখেছেন তা ভুলে যান তাহলে গুগলের Find my phone অপশনটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনটি কোথায় আছে তা জেনে নিতে পারেন।

তবে এর জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনটিতে যে gmail লগইন করা সেটি জানা থাকতে হবে, ও যে মোবাইল ফোনটি হারিয়ে গেছে সেটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এইগুলো ঠিক থাকলে নিচের স্টেপগুলো ফলো করুন।

  • অন্য একটি মোবাইল বা কম্পিউটারে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিমেইলটি লগইন করুন।
  • তারপরে গুগলে গিয়ে Find my phone লিখে সার্চ করে সর্বপ্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
  • তারপরে আপনাদের সামনে Find my phone লেখা একটি নোটিফিকেশন আসবে, সেটি একসেপ্ট করুন।

এরপরে আপনাদের মোবাইল ফোনের মডেল এবং, আপনাদের মোবাইল ফোনে যদি কোন ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা থাকে তা দেখাবে। তাছাড়া মোবাইল ফোনে কত পারসেন্ট (%) চার্জ আছে, ও মোবাইল ফোনটির সঠিক লোকেশন দেখাবে।

শেষকথা

আশা করি হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আপনার মোবাইল ফোনটি যদি দূরে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো থানায় গিয়ে জিডি করে পুলিশের সহযোগিতা নেয়া।

এবং যদি আপনার রুমের মধ্যে আশেপাশে কোথাও ফোনটি থাকে যেটি আপনি খুঁজে পাইতেছেন না, তাহলে আপনি গুগলের Find my phone অপশনটি ব্যবহার করে মোবাইল ফোনটি খুঁজে বের করতে পারেন।

পুলিশের সহযোগিতা নিয়ে মোবাইল ফোন খুঁজে বের করার জন্য, অবশ্যই মোবাইলের IMEI নাম্বার প্রয়োজন হবে। তাই অবশ্যই আপনার মোবাইল ফোনের IMEI নাম্বার সংগ্রহ করে রাখতে হবে। IMEI নাম্বার মোবাইল ফোনের বক্সে এবং মোবাইল ফোনের সেটিংস এর মধ্যে পেয়ে যাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *