পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

আপনি কি নিজের বাসা বাড়ি কিংবা কর্মস্থলের জন্য পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করেছেন? এখন মাত্র এক ক্লিকে আবেদন আইডি এবং পিন নাম্বারের সাহায্যে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করতে পারবেন এবং জানতে পারবেন আপনার মিটার কবে পাবেন।


পল্লী বিদ্যুৎ আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার মূল কারণ হলো আপনার আবেদনটি কোন অবস্থানে রয়েছে অর্থাৎ কর্মকর্তার নিকট পৌঁছেছে কিনা কিংবা আপনার আবেদনটি গ্রহণ কিংবা বাতিল হয়েছে কিনা এটি জানার জন্য। চলুন বিস্তারিত দেখা যাক কিভাবে এটি চেক করবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম

  1. প্রথমে ভিজিট করুন www.rebpbs.com এর আবেদন ট্রাকিং পোর্টালে
  2. আপনার আবেদন আইডি এবং পিন নাম্বার টাইপ করুন
  3. মিটার আবেদন অনুসন্ধান করতে সাবমিট বাটনে ক্লিক করুন
  4. পরিশেষে জানতে পারবেন আপনার আবেদনের সর্বশেষ অবস্থা

বর্তমানে অনলাইনের মাধ্যমেই পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে বেশ কিছু কাজ আপনাকে সম্পাদনা করতে হয়। এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন শেষে আপনাকে একটি আবেদন আইডি এবং একটি পিন নাম্বার প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত আইডি এবং পিন নম্বর দিয়ে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন অনলাইনের মাধ্যমে।

ধাপঃ০১- সরাসরি ভিজিট করুন পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট , এবং আবেদন অনুসন্ধান পেইজে। এখানে আসলে আপনি আপনার ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার প্রদান করবেন। আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনাকে একটি আবেদন শেষে পিডিএফ ফরম দেয়া হয়েছিল যেখানে আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনার পিন ও ট্রাকিং নাম্বার দেওয়া আছে।

অনুসন্ধান করার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে আপনার ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার যদি ভুল হয় তাহলে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন না। সব তথ্য সঠিক থাকলে একটুখানি লোড হয়ে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা দেখাবে। এবং আপনি নিশ্চিন্ত হইতে পারবেন যে আপনার আবেদনটি ঠিক কোন পর্যায়ে রয়েছে।

এখানে আবেদনের অগ্রগতিতে আপনাকে প্রতিটি ধাপে ধাপে দেখানো হবে এবং আপনার কয়টি ধাপ সম্পূর্ণ হয়েছে সেটি সবুজ কালার দেখানো হবে এবং যেসব ধাপ অসম্পূর্ণ রয়েছে সেগুলো লাল আকার দেখানো হবে।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *