চিঠি লেখার নিয়ম বাংলা। Bangla Letter Writing

পত্র বা চিঠির মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয়। বর্তমানে চিঠির প্রচলন নাই বললেই চলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দিকে চিঠি পত্র লেখার প্রচলন চালু আছে। কিন্তু চিঠি লেখার নিয়ম আমাদের জানা প্রয়োজন। এই লেখাটিতে চিঠি লেখার সম্পূর্ণ নিয়ম ও প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

চিঠি অনেক ধরনের হয়ে থাকে তবে লেখার কাঠামো একই। প্রযুক্তিগত উন্নয়নের ফলে বর্তমানে চিঠি বিলুপ্তির পথে তবে কিছু কিছু ক্ষেত্রে চিঠি প্রয়োজন হয়। যেমন বাংলা ২য় পত্র পরিক্ষার সময়, চিঠি লিখতে হয়। তাই আমাদের অবশ্যই চিঠি লেখার নিয়ম জেনে রাখা প্রয়োজন।

চিঠি কাকে বলে ও কত প্রকার?

চিঠি হল মনের ভাব প্রকাশের মাধ্যম। কোন একজন ব্যক্তি অন্যজনকে তার মনের ভাব প্রকাশের জন্য চিঠি প্রদান করতে পারে। দূরের এবং কাছের প্রাপকের সাথে সংযোগ স্থাপনের জন্য চিঠি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবহারিক কাজে চিঠি প্রয়োজন।

চিঠি সাধারণত দুই ধরনের হয়ে থাকেঃ

  • ব্যক্তিগত চিঠি – যা ব্যক্তিগতভাবে আত্মীয়-স্বজন প্রিয়জনদের পাঠানো হয়।
  • বৈষয়িক চিঠি – সংবাদপত্রের প্রকাশ বা অন্যান্য কাজে ব্যবহার হয়।

বৈষয়িক চিঠি বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমনঃ

  • প্রশাসনিক বা সরকারি পত্র।
  • ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্র।
  • আবেদন-নিবেদন মূলক পত্র
  • সামাজিকতা সংশ্লিষ্ট পত্র।
  • সংবাদপত্রে প্রকাশ পত্র।

এছাড়াও বিভিন্ন কোয়ালিটির চিঠি হয়ে থাকে যেমন ব্যক্তিগতভাবে আপনারাঃ

  • আমন্ত্রণ-নিমন্ত্রণ পত্র।
  • অভিনন্দন পত্র।
  • প্রেম পত্র

উক্ত চিঠিপত্র গুলো পাঠাতে পারেন। বৈষয়িক চিঠিপত্রের মধ্যে নিয়ম নীতি মেনে চলার কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু ব্যক্তিগত পত্রে এমন কোন বিষয় নেই। ব্যক্তিগত চিঠি হল – যে পত্র আধান প্রদানের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন অথবা প্রিয়জনের সাথে মনের ভাব প্রকাশ করবে। ব্যক্তিগত পথে তেমন কোন নিয়ম-কানুন নেই তবে চিঠি লেখার সাধারণ কিছু পদ্ধতি রয়েছে।

চিঠি লেখার নিয়ম

চিঠি লেখার সময় অবশ্যই সহজ-তর ভাষা ব্যবহার করতে হবে যাতে প্রাপক সহজে আপনার মনের ভাব বুঝতে পারে। এবং চিঠি লেখার সময় সংক্ষিপ্ত আকারে মনের ভাব প্রকাশের চেষ্টা করতে হবে। চিঠি লেখার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিঠির কাঠমো ঠিক রাখা।

নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে চিঠি লিখতে হবে। অনেকেই চিঠি লেখার ক্ষেত্রে সব থেকে বড় ভুল করে চিঠির মধ্যে অশুদ্ধ ভাষা ব্যবহার করে। একটি মানসম্মত চিঠি লেখার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে নেওয়া প্রয়োজন।

চিঠি লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক সমূহ

চিঠি লেখার ক্ষেত্রে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হলঃa

  • চিঠি লেখার প্রথমে প্রকাশভঙ্গি আকর্ষণীয়ভাবে লিখতে হবে।
  • চিঠির ভাষা শুদ্ধ হতে হবে।
  • চিঠি বা পত্র লেখার নিয়ম-কানুন মানতে হবে।
  • চিঠির ভাষা সংক্ষিপ্ত হবে, বিস্তারিত ভাবে বর্ণনা করা যাবে না।

চিঠি লেখার ক্ষেত্রে যা বিদ্যমান থাকবে

একটি মানসম্মত চিঠি লেখার জন্য নিচে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই বিদ্যমান থাকতে হবে।

  • খামের ওপরে প্রাপকের নাম এবং ঠিকানা থাকবে।
  • চিঠিপত্রের মধ্যে প্রথমে পত্র লেখার স্থান এবং পত্র প্রেরণের তারিখ থাকবে।
  • এরপরে শুদ্ধ ভাষায় সম্বোধন।
  • পত্রের মূল বক্তব্য এর বিষয় সংক্ষিপ্ত ভাষায় সুস্পষ্ট ভাবে লিখতে হবে।
  • পরবর্তীতে পত্র লেখক এর নাম এবং স্বাক্ষর দিয়ে চিঠি ইতি করতে হবে।

ব্যক্তিগত চিঠি লেখার নিয়ম

যে সমস্ত চিঠি একান্ত প্রিয়জনের উদ্দেশ্যে লেখা হয়, সেগুলোই ব্যক্তিগত চিঠি। ব্যক্তিগত চিঠিতে কোন ফরমাল ভাব থাকবে না। আবার এই চিঠিতে কঠিন কোন শব্দ ব্যবহার না করলেও হবে। যেমনটা আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলেন ঠিক তেমনটাই চিঠির ভাষায় উল্লেখ করলে হবে। তবে যদি পরীক্ষার খাতায় আপনি এটি লিখতে চান অবশ্যই আপনাকে সাব্লিল ভাষা এবং সতর্কতার সহিত লিখতে হবে।

বন্ধুকে চিঠি লেখার নিয়ম বাংলা

সুন্দরবন গমন উপলক্ষে ভ্রমণ সঙ্গী হবার অনুরোধ জানিয়ে বন্ধুর কাছে চিঠি

প্রিয় _______                                                                                                                  বরিশাল

২৭/১/২০২৩

প্রীতি নিও। তোমার চিঠি পেয়ে অনেক আনন্দিত হয়েছি। পরীক্ষার পরে দীর্ঘ ছুটি কাটানোর জন্য একটি পরিকল্পনা করেছি। তুমি জেনে খুশি হবে যে, আগামী মাসে  ১০ তারিখ আমরা সুন্দরবন বেড়াতে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এর পূর্বে কখনো সুন্দরবন ভ্রমণ করা হয়নি শুধুমাত্র সবার মুখে সুন্দরবনের গল্প শুনেছি। সব থেকে মজার বিষয় হলো আমার পরিবার আমার সাথে সুন্দরবনের ঘুরতে যাবে। আমরা ১০ তারিখ সকালে বরিশাল থেকে লঞ্চে উঠবো।

আমার খুব ইচ্ছা তুমি আমাদের সঙ্গে যাবে। আমরা দুজন এবং আমাদের পরিবার মিলে অনেক আনন্দ করবো ও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করব। আগামী ৯ তারিখ বিকেলের মধ্যে তুমি আমাদের বাড়িতে এসে পৌঁছাবে আমরা সকলে একসাথে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এ ব্যাপারে তোমার মতামত দ্রুত জানতে চাচ্ছি।

  ইতি 

প্রতি মুগ্ধ

(আপনার নাম) 

খাম

বৈষয়িক চিঠি পত্র লেখার নমুনা

মশার উপদ্রব নিবারনের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে পত্রিকায় প্রকাশার্থে একখানা পত্র

তারিখ:______

সম্পাদক,

দৈনিক ইত্তেফাক

ঠিকানা: ______

বিষয়ঃ সংবাদপত্র প্রকাশের জন্য পত্র।

মহোদয়,

আপনার পত্রিকার চিঠিপত্র কলামে মশার উপদ্রব সম্পর্কিত পত্রটি ছাপানোর বিনীত অনুরোধ করছি।

নিবেদন,

(আপনার ঠিকানা)

মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ

(আক্রান্ত এলাকার  নাম) এলাকায় মশার উপদ্রবে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো মশার হামলা শুরু হয়। এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় খুবই বিঘ্ন ঘটছে। বিশেষ করে পরীক্ষার্থীরা রাত জেগে পড়াশোনা করতে পারছে না।

সব থেকে দুঃখের বিষয় হলো মশার অত্যাচার সহ্য সীমার বাইরে চলে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তাৎপরতা নেই। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এলাকাবাসীর পক্ষে 

(আপনার নাম এবং ঠিকানা)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *