জিপিএফ ব্যালেন্স চেক বা হিসাব দেখার নিয়ম – Gpf Balance Check
সরকারি চাকরিজীবীরা এখন খুব সহজেই অনলাইনে আপনাদের জিপিএফ হিসাব দেখতে পারবেন এবং জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। খুব সহজে মাত্র একটি ওয়েবসাইট থেকে।
আপনারা অনেকেই পূর্বের দিনের জিপিএফ হিসাব দেখার জন্য আর্থিক বছর শেষে উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে জিপিএফ একাউন্ট স্লিপ সংগ্রহ করে জিপিএফ ব্যালেন্স চেক করতেন।
তবে এখন আর আপনাকে কষ্ট করে উপজেলায় যেতে হবে না। আপনি চাইলে এখন অনলাইন থেকে খুব সহজেই আপনার এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে জিপিএফ হিসাব দেখতে পারবেন। আপনি যদি Gpf Balance Check এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।
এই পোস্টের সার সংক্ষেপ
জিপিএফ কি?
GPF যার পূর্ণরূপ হল General Provident Fund। জিপিএফ হল সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল প্রকল্প। এই ব্যবস্থায়, সরকারী কর্মকর্তারা তাদের বেতনের কিছু পরিমাণ ভবিষ্যৎ তহবিলের প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত রাখেন, যা তাদের চাকরি জীবনের অবসর পরবর্তী সময়ে একত্রে প্রদান করা হয়।
যারা সরকারি চাকরিজীবী তারা প্রত্যেকেই জেলা-উপজেলার হিসাবরক্ষণ অফিসে একটি করে ব্যক্তিগত জিপিএফ হিসাব অ্যাকাউন্ট তৈরি করতে হয়। উক্ত একাউন্টে প্রতি মাসের বেতনের থেকে কিছু অংশও জমা রাখতে হয়। যেটা চাকরিজীবীদের বেতন থেকে অটোমেটিক কর্তন করা হয়।
বছর শেষে ১৩% হারে মুনাফাসহ আসল ব্যালেন্স উক্ত জিপিএফ একাউন্টে জমা থাকে। প্রতিবছর এই আপনাদেরকে উপজেলার ট্রেজারি হিসাবরক্ষণ অফিসে গিয়ে জিপিএফ হিসাব বা জিপিএফ হিসাবে কত টাকা ব্যালেন্স হয়েছে সেটা দেখতে হতো।
আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে আপনার প্রভিডেন্ট ফান্ড এর টাকা বা জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন।
জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য যা যা প্রয়োজন
যেহেতু অনলাইন থেকে আপনি খুব সহজেই gpf balance check পারবেন সেহেতু আপনাকে কিছু ডকুমেন্ট এর দরকার পড়বে যা জিপিএফ ব্যালান্স চেক করতে সাহায্য করবে। এবং যে ডকুমেন্টগুলো ছাড়া আপনি gpf balance check করতে পারবেন না।
- NID/ Smart NID
- পে ফিক্সেশনে ব্যবহারকৃত মোবাইল নাম্বার
- একটি ডিভাইস ও ইন্টারনেট কানেকশন
- নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে
জিপিএফ ব্যালেন্স চেক বা হিসাব দেখার নিয়ম
জিপিএফ ব্যালেন্স চেক বা জিপিএফ হিসাব দেখার জন্য যে কোন ব্রাউজার থেকে ভিজিট করতে হবে www.cafopfm.gov.bd লিংকে । এরপর GPF Information ক্লিক করে এনআইডি নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে। তথ্য সঠিক থাকলে পরবর্তী পেজে আপনার জিপিএফ ব্যালেন্স দেখতে পাবেন
Time needed: 2 minutes
সম্পূর্ণ প্রক্রিয়া বা বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো
- Cafopfm.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন
জিপিএফ হিসাব দেখার জন্য ভিজিট করতে হবে http://www.cafopfm.gov.bd এই লিংকে। এখানে আপনার প্রয়োজনীয় তথ্য গুলো উল্লেখ করে অনুসন্ধান করলে জিপিএফ ব্যালেন্স দেখতে পাবেন
- GPF Information লিংকে ক্লিক করুন
ওয়েবসাইটে ভিজিট করার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে GPF Information লেখাটিতে ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য উল্লেখ করুন
GPF Information ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার NID নাম্বার এবং পে ফিক্সেশন এ ব্যবহারকৃত মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে।এরপরে SUBMIT বাটনে ক্লিক করতে হবে
- OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন
আপনার ব্যবহারকৃত মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে । সেখানে একটি 4 ডিজিটের ওয়ান টাইম কোড ( OTP ) পাঠানো হবে। উক্ত 4 ডিজিটের কোড টি উল্লেখ করে আপনাকে আবার SUBMIT বাটনে ক্লিক করতে হবে।
আপনার তথ্য যদি সঠিক থাকে তাহলে পরবর্তী পেজে আপনার জিপিএফ ব্যালেন্স বা জিপিএফ হিসাব দেখতে পাওয়া যাবে। উক্ত পেইজ এ আপনি যা যা দেখতে পাবেন
- Financial year
- Subscriber name
- Account no:
- NID
- Volume number
- and page number
এর সাথে আপনি নিচে আপনার জিপি ব্যালেন্স এর পূর্ববর্তী বছরের স্থিতি ( OPENING BALANCE ) এবং বর্তমান অর্থবছরে ব্যালেন্স এবং পূর্ববর্তী বছরের স্থিতির সাথে 13% মুনাফা সহ CLOSING BALANCE দেখতে পাবেন।
আপনি যদি আপনার হিসেবটি পিডিএফ আকারে Download করতে চান তাহলে ডান পাশে কর্নারে PRINT লেখাটিতে ক্লিক করুন.
জিপিএফ ব্যালেন্স হিসাব বা ক্যালকুলেশন করার নিয়ম
আপনি SUBSCRIPTION কলামে আপনার বর্তমান অর্থবছরের জমা হওয়ার মোট টাকার অংক দেখতে পাবেন। উক্ত টাকাকে আপনার প্রতিমাসে সে যে পরিমাণ টাকা কর্তন করা হয় সেই টাকা দিয়ে ভাগ করবেন।
ধরুন একজন ব্যক্তি তার মাসিক বেতন থেকে 1000 টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখলে উক্ত SUBSCRIPTION ব্যালেন্সে যা থাকবে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে ।
আপনার পুর্ববর্তী বছরের স্থিতির উপরে ১৩% যোগ করবেন এবং আপনার বর্তমান বছরের মোট ব্যালেন্সের সাথে যোগ করবেন। সবমিলিয়ে যে অংকটা দাঁড়াবে সেটা হবে আপনার CLOSING BALANCE বা সমাপনী উদ্বৃত্ত।
এছাড়াও আপনি খুব সহজে জিপিএফ ক্যালকুলেটরের মাধ্যমে ভবিষ্যত তহবিল বা জিপিএফ হিসাবের পূর্ববর্তী বছরের স্থিতি ও মাসিক কর্তনের পরিমাণ দিয়ে বছরান্তে স্থিতি জানতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে https://www.cafopfm.gov.bd/calculator.php এই লিংকে।
- এখানে Opening Balance আপনার বছরের শুরুর স্থিতি উল্লেখ করতে হবে
- Monthly Subscription এক বক্সে আপনার মাসিক কর্তনের পরিমাণ উল্লেখ করতে হবে
- Advance Withdrawal বক্সে আপনি যদি অগ্রিম উত্তোলন করে থাকেন সেটাও পরিমাণ উল্লেখ করবেন যদি উত্তর না করে থাকেন তাহলে এই বক্স খালি রেখে দিবেন।
- Rate of Interest এর ঘরে সাধারণভাবে ১৩% হার উল্লেখ থাকে। আপনার জিপিএফ হিসেবে যদি এর থেকে বেশি ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে সেটি উল্লেখ করুন।
- সবশেষে Result বাটনে ক্লিক করলে আপনার Total Monthly Subscription , Interest on Monthly Subscription , Year End Balance দেখতে পারবেন।
OPT আসে না কেন???
অভ্যন্তরীণ সার্ভার গোলযোগের কারণে ওটিপি পেতে দেরি হতে পারে