Couldn’t Pass Fraud Control Tiktok সমস্যা সমাধান | Fix Tiktok Refer Problem
বর্তমানে সবার কাছে TikTok একটি জনপ্রিয় টাকা আয়ের মাধ্যম হিসেবে পরিনত হয়েছে। আর এই TikTok থেকে আয় এর একমাত্র উপায় হলো অন্যদের Refer করা। কিন্তু রেফার করতে গিয়েই অনেকে এই সমস্যার সম্মূখহীন হন। তো আজকের এই পোস্ট এ টিকটক রেফার সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করবো। How to fix Couldn’t Pass Fraud Control Error On Tiktok 2021।
TikTok এ রেফার করার অন্যতম উপায় হলো লিংক শেয়ার করে অন্য মোবাইলে ইন্সটল করে একাউন্ট তৈরি করা। এর পরে আপনার রেফার কোড বসিয়ে কনফার্ম করা৷ আজকাল টিকটক প্রতিটি রেফারে প্রায় ৮০০ টাকা অবধি প্রদান করে৷ এ ক্ষেত্রে কিছু রিতি ও নিয়ম আছে। যেমন রেফার গুলো হতে হবে একদম Valid। অনেকেই অবৈধভাবে রেফার করার চিন্তা করেন এবং তার নিজেদের ঘরের মোবাইলে রেফার লিংক দিয়ে ডাউনলোড করে কোড বসিয়ে টাকা আয় করার চিন্তা করেন। কিন্তু টিকটক কোম্পানি ও এতটা বোকা নয় যে সহযেই আপনাকে টাকা প্রদান করবে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টিকটক যখন মাত্রাতিরিক্ত মেম্বার গেইন করে ফেলতেছে তখন ই কাউকে রেফার করতে গেলে এই একটা সমস্যা হয়। বৈধ ভাবে রেফার করতে গেলেও একিই সমস্যাটা হয়। যেমনটা আমি নিজে সম্মুখহীন হয়েছি।
আমি আমার নিজেদের মোবাইলের বাইরে অন্যন্যদের মোবাইলে টিকটক এপ ইন্সটল করেছি এবং আমার রেফার কোড বসিয়ে যখন কনফার্ম করতে গিয়েছি ঠিক তখনি আমাকে একটই Error মেসেজ দিলো এই যে Couldn’t Pass Fraud Control।
Couldn’t Pass Fraud Control meaning In Bengali
এটা বোঝা খুবি সহয যে যখন আপনি অবৈধভাবে চুরি করে রেফার করতে চাচ্ছেন। টিকটক রোবট যেটাকে সহযেই শনাক্ত করতে পেরেছে এবং কোনমতেই এখান থেকে সামনে যেতে দিবেনা। অর্থাৎ উক্ত টিকটক থেকে চুরি করে যেতে পারবেন না এবং এটি সম্পূর্ন টিকটকের হাতের মুঠোয় কন্ট্রোল।
Couldn’t Pass Fraud Control Error Fix
প্রথমে আপনার ইণভাইট লিংক অন্য মোবাইলে শেয়ার করতে হবে এবং সেই লিংক এ ক্লিক করে টিকটক এপ ডাউনলোড করে সাইন আপ করতে হবে। শেয়ারইট বা অন্য কোন উপায়ে ঐ মোবাইলে টিকটক ইন্সটল করলে না ও হতে পারে। তাই ভালো ইনভাইট লিংক দিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করা। তবে কোনমতে আপনার মোবাইলের হটস্পট দিয়ে তার মোবাইলে কানেকশন দিবেন না তাহলে কিন্তু রেফার হবে না।তার নিজস্ব মোবাইল নেটওয়ার্ক হতে হবে। একটি রাউটারের ওয়াইফাই কানেকশন থাকলে হবে না। এক সিম কার্ড দিয়ে একটি মোবাইলে সাইনআপ করে সেই সিম কার্ড অন্য মোবাইলে লাগিয়ে একাউন্ট তৈরি করবেন না। এবং একিই লোকেশন এ দুটি মোবাইল থাকলে হবে না । আপনার মোবাইলকে দুরে রাখবেন এবং যে মোবাইল দিয়ে সাইন আপ করবেন সেটার লোকেশন বন্ধ রাখবেন।
ব্যাস এইটুকি। এর পরেও সমাধান না হলে অন্য কোন ইনভাইট কোড দিয়ে চেষ্টা করবেন আশা করছি। দয়া করে সম্পূর্ণ টা পড়বেন
অনেক যাচাই বাচাই করে একটা মুল কারন শনাক্ত করতে পেরছি সেটা হলো আমি আমার মোবাইলের হটস্পট- Hotspot দিয়ে সেই মোবাইলে টিকটক ডাউনলোড করেছিলাম এবং আমাড রেফার কোড দিয়ে সেইখানে একাউন্ট করার চেষ্টা করেছিলাম</b >। যেটাই ছিলো ভুল। কারন মোবাইলের নির্দিষ্ট একটি আইপি এড্রেস থাকে। যেটা দিয়ে আমার মেইন টিকটক আইডি কানেক্ট হয়েছে। আর TikTok Term & Policy অনুযায়ী ডিভাইসে একটির বেশি টিকটক একাউন্ট করা যাবে না। আর করলেও সেটাতে রেফার কোড বসানো যাবে না। </b >অর্থাৎ আমার আইপি দিয়ে যখন তার মোবাইলে হটস্পট দিয়েছিলাম তখন তার মোবাইলের নেটওয়ার্ক আমার মোবাইলের নেটওয়ার্কে পরিবর্তন হয়ে গেছিলো। যারকারনে TikTok রোবট সিস্টেম সহযেই আমাকে শনাক্ত করতে পেরছে যে আমি তাদের থেকে চুরি করার চেস্টা করতেছি। অর্থাৎ আমাড আইপি দিয়ে অলরেডি একটা একাউন্ট ছিলো যারকারনে ওই মোবাইলে নতুন একাউন্ট হওয়া সত্বেও রেফার কোড বসানোয় এই সমস্যাটা ফেস করেছিলাম
<