অনার্সে ভর্তি হওয়ার নিয়ম

অনার্সে ভর্তি হওয়ার নিয়ম 2022 অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব । অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে?  অনার্স ভর্তির শেষ কত তারিখ? অনার্স ভর্তির আবেদন শুরু কবে  সেই সম্পর্কে সম্পর্কে জানতে পারবেন। আমরা ইতিমধ্যে জেনে গেছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তির রেজাল্ট প্রকাশিত প্রকাশিত হয়েছে –  আমরা কিভাবে রেজাল্ট দেখবো এবং এবং পরবর্তী রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং যারা মেধা তালিকায় চান্স প্রাপ্ত তারা তাদের পছন্দের কলেজে কিভাবে ভর্তি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কি কি নিয়ম ফলো করতে হবে চলুন জেনে নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তি রেজাল্ট

২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি রেজাল্ট  ২০  জুন ২০২২ রোজ সোমবার প্রকাশ করা হয়েছে । সোমবার বিকাল ৪ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে । এবং রাত 9 টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখা যাবে ।  এবং বিকাল 4 টার পর থেকে মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন । জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার রেজাল্ট দেখতে নিচের অংশটি মনোযোগ দিয়ে পড়ুন ।

অনার্স ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তির রেজাল্ট দেখার জন্য আমরা দুইটি পন্থা অবলম্বন করতে পারি প্রথমটি হলো অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয়টি হলো আমাদের হাতে থাকা মোবাইল ফোন এর এসএমএসের মাধ্যমে । ২০  জুন ২০২২ রোজ সোমবার প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তির রেজাল্ট । রেজাল্ট দেখার জন্য

ওয়েবসাইটের মাধ্যমে

  •  প্রথমে  nu.ac.bd/admissions   এই ওয়েবসাইটে প্রবেশ করুন 
  • এবং অনার্স মেনু থেকে “ Applicants login “ এখানে ক্লিক করুন
  • এরপরে আপনার রোল নং এবং পিন নাম্বার দিন এবং লগ ইন এ ক্লিক করুন
  • ড্যাশবোর্ড থেকে আপনার রেজাল্ট দেখতে পাবেন আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন তাহলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে । 

মোবাইলে এসএমএস এর মাধ্যমে

মোবাইলে এসএমএস এর মাধ্যমে অনার্স প্রথম বর্ষের ভর্তির রেজাল্ট দেখতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “ Enter NU <space> ATHN <space> roll number and send to 16222 ”

Example:- NU ATHN 01236875 and Send to 16222.

গুরুত্বপূর্ণ: অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে জানুন

দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের তারিখ- Second Merit List Publish Date

অনার্স ভর্তি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ৫ জুলাই ২০২২ তারিখে । প্রথম মেধা তালিকার রেজাল্ট দেখার নিয়ম কানুন একইভাবে দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট দেখা যাবে । অনার্স ভর্তি দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট দেখতে হলে ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন । ২০২২  সনের জুলাই মাসের ৫-১০ তারিখ এরমধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে ।
অনার্স ভর্তি আবেদন শুরু কবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে অনার্স ১ম মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির আবেদন শুরু হবে ২১ জুন ২০২২।  এটি চলবে ২৯ জুন ২০২২  রাত ১১ঃ৫৯ তারিখ পর্যন্ত।

দেশের বিভিন্ন কলেজের বিভিন্ন  নিয়ম কানুন রয়েছে  সেতু অনার্স ভর্তির আবেদন কবে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে এটা কোন ভিত্তি নেই। আপনারা নিজে নিজে সশরীরে গিয়ে উক্ত নির্ধারিত কলেজে ভর্তির তারিখ এবং ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য  সংগ্রহ করতে পারেন।

অনার্সে ভর্তি হওয়ার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি-বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তি আবেদন করতে হবে। নির্ধারিত কলেজে ভর্তির আবেদন কপি জমা করতে হবে। যদি আপনি  কলেজের মেধাতালিকায় স্থান প্রাপ্ত হন তাহলে আপনি অনার্সে ভর্তির জন্য উক্ত কলেজ আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজের ভর্তি রেজাল্ট সাধারণত তিনটি প্রক্রিয়ায় প্রকাশ করা হয়।  প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা ও তৃতীয় অর্থাৎ রিলিজ স্লিপ এর মাধ্যমে।

অনার্সে ভর্তি মেধাতালিকায় সুযোগ পেলে প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনার ছবি, আপনার রেজাল্ট এর কপি, এসএসসি এইচএসসি মার্কশিট, ইত্যাদি কাগজপত্র এবং ভর্তি ফি জমা দিতে হবে নির্ধারিত কলেজে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  আপনার কাগজপত্র যাচাই-বাছাই করেই আপনাকে তাদের নির্ধারিত ডিপার্টমেন্টে ভর্তি নিয়ে নিবে।

এ প্রক্রিয়াটি সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কয়েকটি সরকারি কলেজ রয়েছে এগুলোর জন্য প্রযোজ্য । পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্সে ভর্তি কিভাবে হওয়া যায় সেটি আলোচনা করব নতুন আরেকটি  পোস্টে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র কাগজপত্র প্রয়োজন তার নিচে দেওয়া হল।

ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে

  •  প্রধান নাম্বার পত্র
  •  এসএসসি এবং এইচ এস সি মূল নম্বরপত্র দুইটি ফটোকপি
  •  এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের দুইটি ফটোকপি
  •  ভর্তির আবেদন শিক্ষার্থীর অংশের ফটোকপি দুইটি করে
  •  পাসপোর্ট সাইজের  রঙিন ছবি  এক কপি
  •  ওয়েবসাইট থেকে পূরণকৃত আবেদন ফরমের কলেজ  কপি এর একটি ফটোকপি
  • ওয়েবসাইট থেকে পূরণ করা আবেদন ফরম  A4  সাদা অফসেট পেপার এ প্রিন্ট করতে হবে
  • এবং বড় খাকি  রং এর খাম একটি ( সাইজ ১৪  ইঞ্চি – ১০   ইঞ্চি )

খামের উপরে ছাত্র-ছাত্রীর নাম, এবং তার পিতা মাতার নাম, ক্লাস রোল,  ভর্তি পরীক্ষার রোল,  শিক্ষাবর্ষ,  বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা,  ফোন নাম্বার সবকিছু স্পষ্ট ভাবে লিখতে হবে ।

অনার্স ভর্তি কত টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে সরকারি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হতে ৩ হাজার টাকা এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি লাগবে। অনার্স ভর্তির জন্য টাকা পে করতে পারবেন Rocket , bkash পেমেন্ট এর মাধ্যমে।

টাকা জমা দেওয়ার নিয়ম

আলাদা কলেজ এর ক্ষেত্রে আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম করা হয়েছে।  কিছু কলেজে ডাচ বাংলা ব্যাংকের রকেট করা আবার কিছু ব্যাংকে বিকাশে পেমেন্ট সিস্টেম করা সুতরাং কোন কলেজে কোন সিস্টেমে পেমেন্ট করতে হবে এটি কলেজ থেকে জেনে নিবেব। রকেট থেকে কিভাবে পেমেন্ট করবেন দেওয়া হল।

  1. আপনার রকেট একাউন্ট টি ওপেন করে পে-বিল অফ যাবে অপশনে যাবেন
  2. Biller ID কে আপনার কলেজের নির্ধারিত আইডি নাম্বারটি দিবেন
  3. Biller Number এর ঘরে আবেদন ফরমের রোল নম্বর এবং মোবাইল নাম্বার লিখতে হবে। 
  4. টাকার পরিমাণ উল্লেখ করে পিন নাম্বার দিয়ে টাকা পরিশোধ করা। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *