ইমু খোলার নিয়ম ১ মিনিটে
ইমু খোলার নিয়ম বা imo account খোলার উপায় যারা এখন পর্যন্ত জানেন না তাদের জন্য আজকের এই ছোট পোস্টে আমি আপনাদের কে শিখিয়ে দেবো যে কি ভাবে আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটে আপনার ইমু একাউন্ট চালু করবেন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে ইমু ভিডিও কলে কথা বলবেন।
বর্তমানে বাংলাদেশে ভিডিও কলিং এর মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি ব্যবহারকারী অ্যান্ড্রয়েড অ্যাপ হল ইমু। ভিডিও কল অসংখ্য অ্যান্ড্রয়েড অ্যাপ বা মাধ্যম থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষের কাছে ইমু একটি বহুল জনপ্রিয় ভিডিও কলিং মাধ্যম। প্রথমত বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলাদেশের বাহিরে যারা বসবাস করে তারা দেশে তাদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে ইমু অ্যাপটি ব্যবহার করে থাকে। এছাড়াও বাংলাদেশে বসবাসরত শতকরা ৮০ ভাগ স্মার্টফোন ব্যবহারকারীদের ইমো একাউন্ট রয়েছে যার মাধ্যমে একে অপরের নিকট ভিডিও কলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে।
বর্তমানে ইমু শুধু একটি ভিডিও কলিং মাধ্যমে নয় বরং ইমু পৌঁছে গিয়েছে একটি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এর আওতায়। ইমু খোলার পর আপনি ফেসবুকের মত ইমুতে আপনার ছবি পোস্ট করতে পারবেন, আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এছাড়াও ইমো অ্যাপ দিয়ে আপনি ডায়মন্ড কালেক্ট করে উপার্জন করতে পারবেন। অনেকেরই দেখা যায় ইমো একাউন্ট খোলা থাকা সত্ত্বেও নতুন মোবাইলে কিভাবে ইমু খুলতে হয় সেটা জানে না। আবার অনেকেই নতুন স্মার্টফোন কেনার পরে ইমু খোলার জন্য অন্য মানুষের দ্বারস্থ হয়। সবচাইতে বড় অসুবিধা হলো আপনি যখন অন্য কাউকে দিয়ে আপনার ইমো অ্যাকাউন্ট খুলবেন তখন চান্স আছে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার। তাই আপনি যদি নিজে নিজেই আপনার ইমু অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা জনক হবে।
প্রথমত ইমু খোলার জন্য আমাদেরকে ইমু অ্যাপটি ডাউনলোড করার নিয়ম কি জানতে হবে। ইমো অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন চলুন জেনে আসি
এই পোস্টের সার সংক্ষেপ
ইমু ডাউনলোড করব কিভাবে
ইমু অ্যাপটি একদম সম্পূর্ণ ফ্রি আপনি গুগলে সার্চ করেও ডাউনলোড করতে পারবেন অথবা আপনার মোবাইলে যদি প্লে স্টোর একাউন্ট খোলা থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ইমু অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। ইমো অ্যাপ এর বিভিন্ন ভার্সন রয়েছে যেমন নরমাল imo , imo HD , Imo Beta , imo Lite । এইসব ইমো অ্যাপ এর সবগুলো ভার্সনের এই এক রকমই কাজ কবিতার কিছু কিছু ফিচার আলাদা থাকতে পারে সেটা আপনি চাইলে দেখতে পারেন । তবে আমি আপনাকে গুগল প্লে স্টোর থেকে নরমাল ইমো অ্যাপ ডাউনলোড করতে বলব এজন্য প্রথমে আপনার গুগল প্লে স্টোর ওপেন করুন।
সার্চ বক্স থেকে সার্চ করুন imo লিখে
এবার অটোমেটিক ইমু অ্যাপটি চলে আসবে নিচের মতো ছবিতে দেখতে পারবেন.। এখান থেকে Install লেখাটিতে ক্লিক করবেন।
প্লে স্টোর থেকে ইমু অ্যাপটি ইনস্টল হওয়ার পরে অ্যাপ টি ওপেন করে নেবেন। এর পরে চলুন জানি ইমু খোলার নিয়ম
ইমু খোলার নিয়ম
ইমু খোলার জন্য ইমো অ্যাপ টি ওপেন করে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দ্বারা ভেরিফাই করার মাধ্যমে আপনি আপনার ইমু একাউন্ট খুলতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়া স্টেপ গুলো ফলো করুন
ইমু খোলার প্রথম ধাপ
ইমো অ্যাপ টি ওপেন করার পর তার ফোনের পারমিশন চাইলে Allow করবেন। আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনি যদি বাংলাদেশ থেকে ইমু একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার নাম্বারের শুরু থেকে 0 বাদ দিয়ে পরবর্তী 10 সংখ্যার নাম্বারটি প্রদান করবেন। আপনি যদি দেশের বাইরের কোন নাম্বার থেকে ইমু খুলতে চান তাহলে আপনি কর্তৃক কোন দেশে অবস্থান করছেন সেই দেশটিই উপর থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। আপনি যদি উক্ত দেশে অবস্থান করে থাকেন তাহলে অটোমেটিক সেই দেশ সিলেকশন হয়ে যাবে। মোবাইল নাম্বার টি কান্ট্রি কোড নাম্বার ব্যতীত পরবর্তী সংখ্যা গুলো প্রদান করতে হবে।উপরে ডানপাশে নীল কালারের টিক চিহ্নতে ক্লিক করে okay বাটনে ক্লিক করতে হবে।
ইমু খোলার দ্বিতীয় ধাপ
আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে প্রদান করার পর আপনার মোবাইল নাম্বারে ইমু কোম্পানি থেকে একটি এসএমএস দেয়া হবে এবং সে এসএমএস একটি কোড নাম্বার দেয়া থাকবে। নিচের ছবির মত একটি ইন্টারফেস আপনার কোটি প্রদান করতে হবে।
আপনার সিমটি যদি ওই মোবাইলের ভেতরে থাকে থাকে তাহলে আপনাকে আলাদা করে কোড বসাতে হবে না। আর যদি আপনার সিমটি অন্য কোন মোবাইলে থাকে তাহলে ওই কোডটি আপনাকে উপরের ছবির মত স্থানে বসাতে হবে।
ইমু খোলার তৃতীয় ধাপ
এসএমএস ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে আপনার অ্যাকাউন্টের জন্য আপনার একটি নাম নির্ধারণ করে দিতে হবে। এখানে আপনার পুরো নামটি বাংলায় অথবা ইংরেজিতে পারবেন। নিচের ছবির মত ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার পুরো নাম দিতে হবে।
নাম দেওয়ার পরে ডানপাশে উপরে নীল কালারের Done লেখার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই আপনার ইমু একাউন্ট চালু হয়ে যাবে এবং সফলভাবে ইমু খোলার প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার সিমের যত পরিচিত ইমু ব্যবহার করে নাম্বার আছে সবাই আপনার ইমু তে চলে আসবে।
নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম
আপনি যদি আপনার প্রাইভেসি এর কারনে আপনার ব্যক্তিগত নাম্বার দিয়ে ইমু খুলতে না চান ভিন্ন পদ্ধতিতে বিদেশি নাম্বার দিয়ে ইমু খোলা সম্ভব আপনার জন্য। তবে কোন্নগর নাম্বার থেকে আপনাকে ইমো একাউন্ট খুলতে হবে সেটা আপনার নিজের নাম্বার অথবা অন্য কোন বিদেশি নাম্বার বা অন্য কোনো ব্যক্তির নাম্বার। নাম্বার ছাড়া ইমু খোলার জন্য প্লে স্টোরে বিদেশি নাম্বার প্রধান করে এমন অনেকে অ্যাপস পাবেন যেগুলোতে আপনি রেজিস্ট্রেশন করে বিদেশি নাম্বার নিতে পারবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি আপনার ইমো একাউন্ট খুলতে পারবেন যেমন TextNow
পুরনো ইমো একাউন্ট চালু করার নিয়ম
আপনি যদি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আপনার পূর্বে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লগইন করতে চান তাহলে উক্ত ডিভাইসে ইমো ইমু অ্যাপটি ডাউনলোড করে পূর্বের মত আপনার মোবাইল নাম্বার প্রদান করবেন। নতুন ডিভাইস হলে লগ ইন করার জন্য ভেরিফিকেশন কোড পাঠাতে পারে এই জন্য ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
ডিলিট হওয়া ইমু অ্যাকাউন্ট ফিরে আনা যায় কিনা
আপনি যদি বিনা কারণে অথবা কোনো কারণবশত আপনার ইমু একাউন্ট ডিলেট করে দেন তাহলে ওই ইমো একাউন্ট এর নাম্বার দিয়ে পুনরায় আপনি আবার সচল করতে পারবেন। এইজন্য যথা নিয়মে আপনাকে পুনরায় ইমো একাউন্ট চালু করার নিয়ম চালু করতে হবে।