ফেসবুক গ্রুপ রুলস- এডমিন মডারেটরদের কাজ
প্রত্যেকটি ফেসবুক গ্রুপ শুরু থেকে পরিচালনা করার জন্য যেমনি মডারেটর ও এডমিনদের কাজ করার প্রয়োজন। তেমনি কাজ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বা রুলস এর প্রয়োজন। এ ক্ষেত্রে যারা মেম্বার হবে তাদের ক্ষেত্রে আলাদা ও যারা মডারেটর হবে তাদের ক্ষেত্রে আলাদা রুলস থাকে। তো সব মিলিয়ে একটা পূর্নাঙ্গ গ্রুপ তৈরি হয়৷ রুলস ব্যাতিত কোন কিছুই নিয়মমাফিক চলতে পারে না। তাই গ্রুপ পরিচালনার ক্ষেত্রে ফেসবুক গ্রুপ রুলস গুলো জানা অত্যাবশক।
এই পোস্টের সার সংক্ষেপ
ফেসবুক গ্রুপ রুলস
রুলস এর ক্ষেত্রে অধিকাংশ ক্যাটাগরির ভিত্তিতে রুলস সিলেকশন হয়৷ যেমন ক্রয়-বিক্রয় গ্রুপের ক্ষেত্রে আলাদা নিয়ম। ফ্যাশন গ্রুপের ক্ষেত্রে আলাদা নিয়ম। আড্ডা গ্রুপের ক্ষেত্রে আলাদা নিয়ম৷ এবং ধর্মিয় গ্রুপের ক্ষেত্রেও কিছুটা ভিন্ন। আবার দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে এডমিনদ্বয় তাদের নিজস্ব আয়ত্বে ও চিন্তাভাবনায় নিজেদের নিয়মে গ্রুপ পরিচালনা করি এবং সেটা নিজেদের গ্রুপ রুলস অনুযায়ী। তবে এই সব নিজেদের ফেসবুক গ্রুপ রুলস এর বাইরে ফেসবুক কমিউনিটির</a > কিছু রুলস থাকে যে গুলো প্রায় এক এবং সব ধরনের গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য।
বাংলাদেশের কিছু স্বনামধন্যা বড় বড় ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোর ক্যাটগরি সাধারনত জেনারেল এবং মাল্টিপারপোস। এর মধ্যে অন্যতম একটি গ্রুপ হলো Mairala Group। আমি সাধারন ভাবে এই গ্রুপটির কয়েকটি রুলস আপনাদের শেয়ার করবো যেটা আপনি ছোট বড় প্রায় জেনারেল গ্রুপে ব্যাবহার করতে পারবেন।গ্রুপের এডমিন ও মডারেটরদের কাজ গুলো রুলসমেনেই করতে হয়। জেনে নেয়া যাক গ্রুপের রুলস বা সাধারন কিছু নিয়ামবলী।
ফেসবুক গ্রুপ মডারেটর রুলস
ফেসবুক গ্রুপ ঠিকমত রুলস মেনে পরিচালনা ও পর্যালোচনা করাই হলো মডারেটরদরের কাজ। যেমনঃ
- এডমিনেদর প্রতি সম্মান প্রদর্শন।
- মেম্বার ইনভাইট করা।
- নিয়মঅনুযায়ী পোস্ট দেয়া ও এপ্রোভ করা।
- এডমিনদের নির্ধারিত টাইমে গ্রুপে এক্টিভ থাকা।
- মেম্বার রুলস গুলো পর্যালোচনা করা।
- ফেসবুক কমিউনিটি রুলস পর্যালোচনা করা।
- কেউ রুলস ভঙ্গ করলে তাকে ব্লক দেয়া।
- যেকোন বিষয়ে এডমিনদের জানানো।
- গ্রুপ চ্যাটিং এ অংশ নেয়া।
তো এই গেলো মডারেটরদের কিছু রুলস৷ এবার বলা যেতে পারে মেম্বারসদের রুলস গুলো।
আরো পড়ডে পারেনঃ ফেসবুক গ্রুপ বড় করার উপায়
ফেসবুক গ্রুপ মেম্বার রুলসঃ
- ১৮+ বাজে পোস্ট করা যাবে না।
- ধর্ম নিয়ে কটাক্ষ করে উষ্কানি মুলক পোস্ট দেয়া যাবে না।
- কাটা- ছেড়া, রক্তাক্ত, উলঙ্গ, ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না।
- কোনপ্রকার গালিগালাজ করা যাবে না।
- কোনো প্রোমোশন এবং স্প্যাম করা যাবে না।
- শেয়ার পোস্ট করা যাবে না।
- পোস্টে বা কমেন্টে লিংক শেয়ার করা যাবে না।
- বাজে মন্তব্য করা যাবে না।
- পোস্ট কপি -পেস্ট করা যাবে না।
- আর্নিং সাইটের রেফার লিংক / ফিশিং লিংক দেয়া যাবে না।
- এডমিন মডারেটরদের সাথে খারাপ আচরন করা যাবে না।
- ফেসবুক কমিউনিটির বাইরে পোস্ট দেয়া যাবে না।
- [এইসব রুলস ভঙ্গ করলে তাদের গ্রুপ থেকে ব্যান করা হবে ]
ফেসবুক মেম্বার রুলস গুলে কপি করে ব্যাবহার করতে পারেন আপনার গ্রুপ ডেসক্রিপশন বক্সে, অথবা পোস্ট করে পিন করে রাখুন এনাউন্সমেন্ট সেকশনে সাথে উপরের দেয়া ছবিটা ডাউনলোড করেও ব্যাবহার করতে পারেন। যাতে সবাই জানতে পারে গ্রুপ রুলস সম্পর্কে।
সব শেষে যারা গ্রুপের সব কিছু পরিচালনা করে এবার সেই এডমিনদের কিছু কাজের রুলস জেনে নেয়া যাক৷
ফেসবুক গ্রুপ এডমিনদের কাজ
- সর্বদা এক্টিভ থাকা।
- মডারেটরদের কাজ শিখিয়ে দেয়া।
- কেউ রুলস ভঙ্গ করলে ব্যান করা।
- ফেসবুক গ্রুপ সেটিং গুলো ঠিক করা।
- গ্রুপে নিয়মিত এনাউন্সমেন্ট দেয়া।
- পর্যাপ্ত মডারেটর নিয়োগ দেয়া। – এ ক্ষেত্রে মডারেটর নিয়োগ পোস্ট দিতে হবে গ্রুপে।।
- ভুলবশত কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং খেলে কারন গুলো খুজে বের করা এবং সমাধান করা।
- সব শেষে সব দিক পর্যালোচনা করা৷
ধন্যবাদ
thank
welcome
welcome