মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম 2022
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোডঃ যারা প্রতিনিয়ত ইউটিউব ভিডিও দেখেন তাদের অনেকরেই জানা নেই কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। যদিও বেশ কয়েকটি মাধ্যম ছিলো ইউটিউব ভিডিও ডাউনলোড করার, তবে সেগুলো এখন বেশ মুশকিল। আজকের আর্টিকেলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার কয়েকটি মাধ্যম আলোচনা করবো।
এই পোস্টের সার সংক্ষেপ
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
ইউটিউব ভিডিও ডাউনলোড করার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। আর এইসব উপায় গুলো আপনি আপনার মোবাইল কিং বা কম্পিউটার দিয়ে এপ্লাই করতে পারবেন। আর এইসব নিয়ম গুল ব্যাবহার করে খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সিখাব কিভাবে এইসব নিয়ম দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোডঃ
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে, এর মধ্যে যারা মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান তাদের জন্য উপযোগী হল এবং এ্যাপস ইন্সটল করা।
মূলত ইউটিউব একটি মাল্টিপল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সারা বিশ্বের মানুষের সাথে ইউটিউব এর কানেকশন ওতপ্রোতভাবে জড়িত।
বিভিন্ন মুভি ভিডিও অনলাইনে দেখার পাশাপাশি সেটা অফলাইনে দেখা/শোনার জন্য জন্য ডাউনলোড করার প্রয়োজন হয়। আর মোবাইল দিয়ে ডাউনলোড করলে আপনাকে কোন না কোন অ্যাপ অবশ্যই ইন্সটল করতে হবে। যদিও বর্তমানে গুগলের Term Of Services বিধিনিষেধের কারণে বৈধভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য গুগল স্বীকৃত YouTube Go এ্যাপস টি ব্যবহার হত। তবে এটার কিছু লিমিটেশন থাকে। যদিও ভিডিও ফরম্যাট ছাড়া অডিও ডাউনলোড যেমন Mp3, ডাউনলোড হয়না৷ ডাউনলোড হলেও সেটা ফাইল ব্যাকআপ নিয়ে বেশ চিন্তায় পড়তে হয়।
আরো দেখুনঃ ইউনিক ইউটিউব চ্যানেল নাম
গুগলের নানান বিধি নিষেধ এর কারণে তার থার্ড পার্টি যে সমস্ত ইউটিউব ভিডিও ডাউনলোডিং অ্যাপস প্লে স্টোরে ছিল তা এখন ব্যান হয়ে গেছে। তাই প্লে স্টোরে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অ্যাপস পাওয়াটা অসম্ভব। আর আজকে আর্রিকেলে আমি আপনাদের ইউটিউব ভিডিও মোবাইলে ডাউনলোড করার এ্যাপস সম্পর্কে ও ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কপ জানাবো।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
একসময়ের তুমুল জনপ্রিয় ইউটিউব ভিডিও ডাউনলোডিং সফটওয়্যার ছিল ভিটমেট, কিন্তু বর্তমানে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য SnapTube বেশ জনপ্রিয় এবং স্বয়ংসম্পূর্ণ। মোবাইল দিয়ে আপনি যেকোন ফরম্যাটের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সিমিলিয়ার কিছু অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে মোবাইল থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ। দেখে নিন কয়েকটি সেরা এ্যাপস।
Snaptube
মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হলে যেই অ্যাপটির নাম প্রথম আসে সেটা হল SnapTube. স্নাপটিউব দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন দেখে নিন
- এখানে Snaptube Official সাইট থেকে apk টি ডাউনলোড করুন
- এ্যাপ টি ইন্সটল করুন
- এ্যাপস টি Open করুন
- সমস্ত পারমিশন Allow করে দিন
- এবার ইউটিউবে গিয়ে পছন্দের ভিডিওটি ওপেন করুন
- Share↗️ icon এ ক্লিক করে Snaptube বেছে নিন।
- তারপর আপনার Formate Mp4/Mp3/ Regulation বেছে ডাউনলোড ক্লিক করুন
Vidmate
ভিটমেট অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ শুধুমাত্র ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য। বর্তমানে ভিটমেট এর অসংখ্য ডুপ্লিকেট ভার্সন রয়েছে, তাই অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করা বেশ মুশকিল কাজ। ডাউনলোডকৃত ভিডিও অন্য কোন প্লেয়ার যেমন MX Player দিও প্লে হবে না। যেটা অন্য অ্যাপসের তুলনায় বাজে একটা ফিচারস। এমনকি আপনার ডাউনলোডকৃত ভিটমেট থেকে ইউটিউব ভিডিওটি অন্য কারো মোবাইলে শেয়ার করলেও তার মোবাইলে প্লে হবে না। জেনে নিন ভিটমেট থেকে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন
- এখানে Vidmate Official সাইট থেকে apk টি ডাউনলোড করুন
- এ্যাপ টি ইন্সটল করুন
- এ্যাপস টি Open করুন
- সমস্ত পারমিশন Allow করে দিন
- এবার ইউটিউবে গিয়ে পছন্দের ভিডিওটি ওপেন করুন
- Share↗️ icon এ ক্লিক করে Vidmate বেছে নিন।
- এবার এ্যাপটি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- ভিডি লোড হলে তারপর আপনার Formate Mp4/Mp3/ Regulation বেছে লাল ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Videoder
এই এ্যাপটি ভিডমেট এর আদোলেই তৈরি হয়েছে। সব এ্যাপ এর মত এটাও আপনি গুগল প্লে স্টোর এ খুজে পাবেন না। আপনাকেও গুগল থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে জান https://www.videoder.com/
এই এ্যাপটি ইন্টসল করার সময় Google play protcet এটাকে ইনস্টল করতে বাধা দিতে পারে। তবে আপনি intall anyway দিয়ে এ্যাপটি ইন্সটল করে নিবেন। এই এ্যাপটি থেকে ডাউনলোড করার উপায় উপরে দুটি প্রদত্ত নিয়ম ই। প্রথমে vidoeder apk লিখে গুগলে সার্চ করুন। যেকোন একটি সাইট থেকে এ্যাপসটি ইন্সটল করুন। তারপর পারমিশন এলাউন করে যথা নিয়মে ইউটিউব ভিডিও লিংক কপি করে এ্যাপসে পেস্ট করে পছন্দরে রেজুলেশন অনুযায়ী।
ইউটিউব ভিডিও ডাউনলোড করার সাইট
শুধু মাত্র এ্যাপ থেকেই যে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় তা কিন্তু নয়। বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যা দিয়ে শুধু মাত্র ইউটিউব লিংক কপি করেই পছন্দের রেজুলেচন এ ভিডিও ডাউনলোড করতে পারবেন৷ সম্পূর্ন প্রক্রিয়াটা নিচে দেয়া হলোঃ
- যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।
- এরপরে উপরে যেকোন একটি সাইটে প্রবেশ করুন।
- এর পর আপনার ইউটিউব এ্যাপ থেকে ভিডিওর লিংক কপি করুন
- তারপরে ওয়েবসাইটে লিংক বক্সে লিংকটি পেস্ট করে দিন।
- ডাউনলোড বাটনে ক্লিক করার পরে ভিডিও ফরম্যাট পাবেন৷ সেখান থেকে যেকোন একটি সিলেক্ট করে ডাউনলোড শুরু করুন।
সুন্দর পোস্ট। আপনার পোস্ট গুলো পড়তে ভালো লাগে।