অভ্র কিবোর্ড লেখার নিয়ম যুক্তবর্ণ সহ
অভ্র কিবোর্ড লেখার নিয়ম সম্পর্কে আমাদের প্রত্যেককে জানা উচিত যারা আমরা নতুন কম্পিউটার ব্যবহার করে থাকি। সাধারণভাবে কম্পিউটারে বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড একটি দারুন সফটওয়্যার। কম্পিউটারে টাইপিং করার বিষয়ে অজ্ঞ ব্যক্তিও অভ্র কিবোর্ড দিয়ে খুব সহজে বাংলা লেখা লিখে ফেলতে পারবে।
বাংলা আমাদের মাতৃভাষা , আমাদের মনের ভাব প্রকাশের সবথেকে সহজ মাধ্যম হলো বাংলা ভাষা । বাংলা টাইপিং এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো অভ্র কি-বোর্ড । বাংলা টাইপিং জগতের অধিকাংশ মানুষই অভ্র কি-বোর্ড ব্যাবহার করেন । অভ্র কি-বোর্ড এমন একটি সফটওয়ার যেখানে আপনি লিখবেন ইংরেজি তে অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাবে ।
এই পোস্টের সার সংক্ষেপ
অভ্র কিবোর্ড কেন এত জনপ্রিয়
অভ্র কি-বোর্ড হলো কম্পিউটার এ বাংলা লেখার একটি জনপ্রিয় সফটওয়্যার । ময়মনসিং মেডিকেলে পড়ুয়া ডাক্তার ও প্রোগ্রামার মেহেদী হাসান খান ২৬ মার্চ ২০০৩ সালে এই কি-বোর্ড এর প্রাথমিক ভাবে সংস্করণ করেন। অভ্র কিবোর্ড এর সবচাইতে বড় সুবিধা হলো আপনি কোন প্রকার বাংলা কিবোর্ড টাইপিং এর দক্ষতা ছাড়াই অনায়াসে অল্প সময়ে অধিক পরিমাণ বাংলা লেখা টাইপ করে ফেলতে পারবেন।
যদিওবা অফিশিয়ালস সব কার্যক্রমের জন্য বিজয় 52 কিবোর্ড ব্যবহার করা হয় কিন্তু বিজয় 52 কিবোর্ড অনেকটা নতুনদের জন্য কঠিন। এই কিবোর্ডে লেখার জন্য আপনাকে অনেক চর্চা করতে হবে আর তাই বিকল্প হিসেবে অনেকেই অভ্র কিবোর্ড ব্যবহার করে অল্প সময়ে অধিক পরিমাণ বাংলা লেখার জন্য
আপনার যদি কম্পিউটার কিবোর্ড এ ইংরেজি লেখার অভ্যাস থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার ইংরেজি লেখা গুলোকে অভ্র কিবোর্ড এর মাধ্যমে বাংলায় রূপান্তর করতে পারবেন। এজন্য আপনাকে ইংরেজি কিবোর্ড টা কে খুব ভালকরে মুখস্থ করে নিতে হবে। তবে এর আগে ইংরেজি কোন অক্ষরে বাংলা কোন অক্ষর এটা অবশ্যই জানতে হবে ।
অভ্র কিবোর্ড কিভাবে ডাউনলোড করবো
অভ্র কিবোর্ড হচ্ছে এমন একটি সফটওয়্যার যা সবার জন্য উন্মুক্ত ,এটি আপনি সম্পুর্ন ফ্রিতেই ব্যাবহার করতে পারবেন। অভ্র কি-বোর্ড ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে GOOGLE গিয়ে সার্চ করতে হবে Avro Keyboard লিখে অথবা আপনি চাইলেই অভ্র কিবোর্ড এর অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট Omicrolab এ গিয়ে অভ্র কিবোর্ড এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারেন
এবং অন্যান্য সফটওয়ার এর মতো ডাউনলোড করে ইনষ্টাল করে নিন , এবং ইনষ্টাল করার পর আপনার কম্পিউটার’টি একবার বন্ধ করে পুনরায় চালু করে নিন ।
অভ্র ইনষ্টাল করার পরে উপরের ছবির মত একটা Task bar দেখতে পাবেন মনিটর স্কিনে । Task bar টি সাধারনত মনিটর স্কিনের উপরে হাতের ডান সাইডে থাকে । এবার কথা হলো অভ্র কি-বোর্ড ইনষ্টাল করলাম, Task bar ও খুজে পেলাম এবার বাংলা লিখবো কিভাবে ? আরে চিন্তা কিসের আমি তো আছি , আপনি শুধু মনযোগ দিয়ে পড়তে থাকেন।
অভ্র কিবোর্ড লেখার নিয়ম
লেখালেখি শুরু করার আগে অভ্র কিবোর্ড এ বাংলা একটিভ করে নিতে হবে । বাংলা একটিভ করার জন্য অভ্র Task bar এর ভিতরে ডিফল্ট ভাবে ”English “ লেখা দেখতে পাবেন। English লেখার উপর ক্লিক করে বাংলা করে দিতে হবে । অথবা ভাষা পরিবর্তন করার জন্য অভ্র কিবোর্ড শর্টকাট Backspace এর উপরে F12 লেখা একটা key আছে , F12 তে চাপ দিলে সহজে ইংরেজি থেকে বাংলায় কি-বোর্ড রুপান্তর করা যায় । আবার আপনি যদি ইংরেজি কি-বোর্ডে রুপান্তর করতে চান তাহলে একই ভাবে F12 তে চাপ দিয়ে ইংরেজি কি-বোর্ডে রুপান্তর করতে পারবেন । এই ভাবে ইংরেজি থেকে বাংলা – বাংলা থেকে ইংরেজিতে রুপান্তর করে যে কোন জায়গায় লেখালেখি করতে পারবেন ।
এছাড়াও আপনি যখন অভ্র কিবোর্ডে ইংলিশ থেকে বাংলা রূপান্তর করবেন তখন অভ্র কিবোর্ড এর একটি ডিফল্ট সেটিং আপনাকে আপনার লেখা শব্দের সাজেশন দেখাবে। যেটি আপনি কম্পিউটার একটি স্ক্রিনে দেখতে পাবেন। অর্থাৎ আপনি কোন শব্দ লেখার জন্য যখন কিবোর্ড চাপেন তখন সেই শব্দের কোন অক্ষর চাপলেই আপনি সেখানে সেই শব্দের পূর্ণরূপ সাজেশন হিসেবে দেখতে পাবেন নিচের ছবির মত
অভ্র কি-বোর্ড দিয়ে লেখালেখি করার জন্য ইংরেজি কোন অক্ষরে বাংলা কোন অক্ষর এটা অবশ্যই জানতে হবে । নিচের ছকটি ভালোভাবে ফলো করলে আশাকরি সবকিছু সম্পূর্ন ভাবে জানতে পারবেন ।
o | আ | a | ই | i | ঈ | I | |
উ | u | ঊ | U | ঋ | rri | এ | e |
ঐ | OI | ও | o | ঔ | OU | ক | k |
খ | kh | গ | g | ঘ | gh | ঙ | Ng |
চ | c | ছ | ch | জ | j | ঝ | jh |
ঞ | NG | ট | T | ঠ | Th | ড | D |
ঢ | Dh | ণ | N | ত | t | থ | th |
দ | d | ধ | dh | ন | n | প | p |
ফ | Ph,f | ব | b | ভ | bh,v | ম | m |
য | z | র | r | ল | l | শ | Sh,S |
ষ | SH | স | s | হ | h | ড় | R |
ঢ় | RH | য় | y,Y | ৎ | t” | ং | ng |
ঃ | : | ঁ | ^ | ব(ফলা) | w | রেফ | rr |
া-দাড়ি | . | ৳-টাকা | $ | য(ফলা) | y,Z | .-ডট | .numpad |
্-হসন্ত | “ | : কোলন | : | র(ফলা) | r |
া | a | ি | i | ী | I (capital) ,ee | ু | U, oo |
ূ | U (capital) | ৃ | rri
(small) |
ে | e | ৈ | OI
(capital) |
ো | O (capital) | েী | OU
(capital) |
অভ্র কিবোর্ড যুক্তবর্ণ
অভ্র কিবোর্ডে আপনি খুব সহজেই যুক্তবর্ণ টাইপ করতে পারবেন কিছু নিয়ম ফলো করে। যেমন কোনো যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে আপনি + প্লাস চিহ্নটা ব্যবহার করে দেখতে পারেন অথবা আপনি যখন কোন শব্দ লিখতে যাবেন যেমন পরীক্ষা তখন প্রথমে লিখবেন p o r i অর্থাৎ পরি এখন যুক্তবর্ণ খিও লেখার জন্য ইংরেজি কিবোর্ড এর k দুইবার চাপবেন তাহলে k অর্থাত ক দুইবার চাপলে ক্ক হয়ে যাবে এবং এর সাথে ষ যোগ করার জন h চাপবেন। অভ্র কিবোর্ড যুক্তবর্ণ লেখার জন্য আপনাদের সুবিধার্থে নিচে কিছু যুক্তবর্ণ টাইপ করে দেখানো হলো
ক্ট | kT | ক্ট্র | kTr | ক্ত | kt | ক্ম | km |
ক্ত্র | ktr | ক্ন | kn | ক্ব | kw | ক্য | kZ |
ক্র | kr | ক্ল | kl | ক্ষ | kkh | ক্ষণ | kkhN |
ক্ষ্ম | kkhm | ক্ষ্ম্য | kkhmZ | ক্ষ্য | kkhZ | ক্স | ks |
খ্য | khZ | খ্র | khrr | গ্ণ | g,,N | গ্ধ | gdho |
গ্ধ্য | gdhZ | গ্ন | gn | গ্ন্য | gmZ | গ্ব | gw |
গ্ম | gm | গ্য | gZ | গ্র | gr | গ্র্য | grZ |
গ্ল | gl | ঘ্ন | ghn | ঘ্য | ghZ | ঘ্র | ghr |
ঙ্ক | nk | ঙ্ক্য | nkZ | ঙ্খ | nkh | ঙ্খ্য | nkhZ |
ঙ্গ | ngo | ঙ্গ্য | ngoZ | চ্চ | cc | চ্ছ | cch |
চ্ছ্ব | cchw | চ্ছ্র | cchr | চ্য | cZ | জ্জ | jj |
জ্জ্ব | jjw | জ্ঞ | gg | জ্ব | jw | জ্য | jZ |
জ্র | jr | ঞ্চ | nc | ঞ্ছ | nch | ঞ্জ | nj |
ঞ্ঝ | ncjh | ট্ট | TT | ট্ব | Tw | ট্য | TZ |
ট্র | Tr | ড্ড | DD | ড্য | DZ | ড্র | Dr |
ঢ্য | DHZ | ঢ্র | DHr | ণ্ট | NT | ণ্ঠ | NTh |
ণ্ঠ্য | NThz | ণ্ড | ND | ণ্ড্য | nDZ | ণ্ড্র | nDr |
ণ্ঢ | NDH | ণ্ণ | NN | ণ্ব | Nw | ণ্ম | Nm |
ণ্য | NZ | ৎক | “k | ৎখ | “kh | ত্ত | tt |
তত্র | t,,tr | ত্ত্ব | ttw | ত্ত্য | ttZ | ত্থ | ttth |
ত্ন | tm | ৎপ | T”p | ত্ব | tw | ত্ম | tm |
ত্ম্য | tmZ | ত্য | tZ | ত্র | tr | ত্র্য | trZ |
ৎল | “l | ৎস | “s | থ্ব | thw | থ্য | thZ |
থ্র | thr | দ্গ | dg | দ্ঘ | dgh | দ্দ | dd |
দ্দ্ব | ddw | দ্ধ | ddh | দ্ব | dw | দ্ভ | dv |
দ্ম | dm | দ্য | dZ | দ্র | dr | দ্র্য | drZ |
ধ্ন | dn | ধ্ব | dhw | ধ্য | dhZ | ধ্র | dhr |
ন্ট | nT | ন্ট্র | ntr | ন্ঠ | nthr | ন্ড | nD |
ন্ড্র | nDr | ন্ত | nt | ন্ত্ব | ntw | ন্ত্য | ntZ |
ন্ত্র | ntr | ন্ত্র্য | ntrZ | ন্থ | nth | ন্দ | nd |
ন্দ্য | ndZ | ন্দ্ব | ndw | ন্দ্র | ndr | ন্ধ | ndh |
ন্ধ্য | ndhZ | ন্ধ্র | ndhrZ | ন্ন | nn | ন্ব | nw |
ন্ম | nm |
অভ্র কি বোর্ডে কুরআন লেখার নিয়ম কিভাবে?
আরবি লেখার জন্য আলদা কিইবোর্ড আছে । অভ্র শুধু বাংলা এবং ইংরেজি লেখার জন্য
স্থায়ী বানানটা কিভাবে লিখব একটু বলেন
স্থায়ী = sthay +SHIFT +i
লেখার নিয়ম আর যুক্তবর্ণের নিয়ম পিডিএফ আকারে পাওয়া যাবে?
দুঃখিত
America কিভাবে লেখবো ?
অ এর পর য-ফলা দিতে পারছি না।
A+m+e+r+i+k+a= আমেরিকা, অ এর পরে য ফলা লেখা যায়না ,
স এর সাথে যুক্ত বর্ন লেখা পারছি না
স এর সাথে হসন্ত যোগ দিতে হবে
কুন্ডু এখানে ঠিক হল, ফেসবুক বা অনেক জায়গায় হয় না কেন?
এটা ওখানের সমস্যা
কর্তৃক, কর্তৃপক্ষ কিভাবে লিখবো ল্যাপটপ এ?